পুতিনের ইস্টার যুদ্ধবিরতির মধ্যেও রুশ হামলা অব্যাহত: জেলেনস্কি

বাসস
প্রকাশ: ২০ এপ্রিল ২০২৫, ১৩:০৪

ঢাকা, ২০ এপ্রিল, ২০২৫ (বাসস) : রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আকস্মিকভাবে ইস্টার উপলক্ষে ৩০ ঘণ্টার একটি সংক্ষিপ্ত যুদ্ধবিরতি ঘোষণা করলেও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রোববার অভিযোগ করেছেন, রুশ বাহিনী এখনও সম্মুখসারিতে গোলাবর্ষণ ও হামলা চালিয়ে যাচ্ছে।

ইউক্রেনের ক্রামাতরস্ক থেকে এএফপি জানায়, তিন বছর ধরে চলা এই যুদ্ধের মধ্যে ৩০ ঘণ্টার এই যুদ্ধবিরতি হবে সবচেয়ে বড় বিরতি।

তবে যুদ্ধবিরতির আদেশ কার্যকর হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই কিয়েভসহ ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে বিমান হামলার সাইরেন বেজে ওঠে। জেলেনস্কি অভিযোগ করেন, রাশিয়া যুদ্ধবিরতি ঘোষণা করলেও হামলা বন্ধ করেনি।

তিনি বলেন, 'বিভিন্ন ফ্রন্টলাইনে ইতোমধ্যেই রাশিয়ার ৫৯টি গোলাবর্ষণ এবং পাঁচটি আক্রমণের ঘটনা ঘটেছে।'

জেলেনস্কি জানান, ইউক্রেনীয় সশস্ত্র বাহিনীর প্রধান ওলেক্সান্দ্র সিরস্কির স্থানীয় সময় সকাল ৬টা (গ্রিনিচ সময় ০৩:০০টা) পর্যন্ত দেওয়া প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।

তার ভাষ্যমতে, শনিবার মধ্যরাত পর্যন্ত (গ্রিনিচ সময় ২১:০০টা) ছয় ঘণ্টায় রুশ বাহিনী ৩৮৭ বার গোলাবর্ষণ এবং ১৯টি হামলা চালিয়েছে। রুশ ড্রোন ব্যবহার হয়েছে ২৯০ বার।

জেলেনস্কি বলেন, 'সার্বিকভাবে ইস্টারের সকালে আমরা বলতে পারি, রুশ বাহিনী যুদ্ধবিরতির একটি ‘সাধারণ ছাপ’ তৈরি করতে চায়, কিন্তু কিছু জায়গায় তারা এখনো বিচ্ছিন্নভাবে অগ্রসর হওয়ার এবং ইউক্রেনকে ক্ষয়ক্ষতির চেষ্টা করছে।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বাণিজ্য উপদেষ্টার সাথে সেমিকন্ডাক্টর অ্যাসোসিয়েশন নেতৃবৃন্দের বৈঠক
পার্বতীপুরে যুক্তরাজ্য বিএনপির সহ-সভাপতি কামরুজ্জামানের গণসংযোগ
রাবার শিল্প উন্নয়নে চাষিদের ভূমিকা অনন্য : ভূমি সচিব
ডিএমপির ভ্রাম্যমাণ আদালত ২৪ জনকে কারাদণ্ড দিয়েছে
ডাকসু নির্বাচনের ফেস্টুন ফেলে দেয়া ও ছবি বিকৃতি : ছাত্রশিবিরের উদ্বেগ
রাবিতে ‘জুলাই গণঅভ্যুত্থান আগস্ট বিপ্লব’ গ্রন্থের মোড়ক উন্মোচন
পিরোজপুরে মানসিক ভারসাম্যহীন ব্যক্তির কাণ্ডে বিদ্যুৎ বন্ধ
নওগাঁয়ে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে বিএনপি
স্বাধীনতা যুদ্ধ, নব্বইয়ের গণআন্দোলন ও চব্বিশের গণঅভ্যুত্থানে কাজী নজরুলের কবিতা-গান মানুষকে উজ্জীবিত করেছে : তারেক রহমান
মানবাধিকার রক্ষায় সম্মিলিত প্রচেষ্টার ব্যাপারে গুরুত্বারোপ
১০