জার্মানিতে দুইজনকে গুলি করে হত্যার পর হামলাকারীদের সন্ধানে অভিযান শুরু

বাসস
প্রকাশ: ২০ এপ্রিল ২০২৫, ১৪:০০

ঢাকা, ২০ এপ্রিল, ২০২৫ (বাসস) : জার্মানির কেন্দ্রে শনিবার দুইজনকে গুলি করে হত্যার পর রবিবার দেশটির পুলিশ ব্যাপক অভিযান শুরু করেছে, পুলিশ সূত্রে জানানো হয়েছে।

বার্লিন থেকে এএফপি গিসেন নগর পুলিশের বরাতে জানায়, শনিবার বিকেলে ফ্র্যাঙ্কফুর্টের উত্তরের শহর বাদ নাউহাইমের একটি বাসভবনের সামনে গুলিবিদ্ধ অবস্থায় দুই ব্যক্তির মরদেহ পাওয়া যায়।

পুলিশ জানিয়েছে, অভিযুক্ত ব্যক্তি বা ব্যক্তিদের খুঁজে বের করতে ইউনিফর্মধারী, সাদা পোশাকধারী ও বিশেষ বাহিনীর সদস্যদের সমন্বয়ে ‘বৃহৎ বাহিনী মোতায়েন’ করা হয়েছে। অভিযানে হেলিকপ্টারও সহায়তা করছে।

'বর্তমানে আমাদের ধারণা অনুযায়ী স্থানীয় বাসিন্দা বা অন্য কারো জন্য কোনো হুমকি নেই,' বলে জানিয়েছে পুলিশ।

তবে এ পর্যন্ত 'ঘটনার পরিস্থিতি কিংবা হামলাকারীদের উদ্দেশ্য' সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি।

পুলিশ ও প্রসিকিউটরের পক্ষ থেকে তদন্ত শুরু হয়েছে।

বাদ নাউহাইম শহরটি ফ্র্যাঙ্কফুর্ট থেকে ২৫ কিলোমিটার (১৫ মাইল) উত্তরে অবস্থিত। শহরটির জনসংখ্যা প্রায় ৩৩ হাজার।

এটি এলভিস প্রেসলির মার্কিন সামরিক বাহিনীর সদস্য হিসেবে ১৯৫৮ থেকে ১৯৬০ সাল পর্যন্ত অবস্থানের জন্য পরিচিত, এবং এখানেই তিনি তার ভাবী স্ত্রী প্রিসিলা প্রেসলির সঙ্গে সাক্ষাৎ করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
মানবাধিকার রক্ষায় সম্মিলিত প্রচেষ্টার ব্যাপারে গুরুত্বারোপ
নির্যাতন করার শক্তিকে সাংবিধানিক ক্ষমতা মনে করতো আওয়ামী লীগ : আইন উপদেষ্টা
হিজবুল্লাহকে নিরস্ত্রীকরণে লেবাননের কার্যকর পদক্ষেপ চায় যুক্তরাষ্ট্র : দূত
‘ভোক্তা-অধিকার রক্ষায় অংশীজনের সমন্বিত ভূমিকা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষা সংক্ষিপ্ত সিলেবাসে
কাজী নজরুল ইসলামের মৃত্যুবার্ষিকী উপলক্ষে বাংলা একাডেমির অনুষ্ঠান আগামীকাল
নিউইয়র্কে তথ্য উপদেষ্টার ওপর হামলার প্রতিবাদে ঢাবিতে বিক্ষোভ সমাবেশ
বাংলাদেশ বিমানবাহিনীর আন্তঃঘাঁটি স্কোয়াশ প্রতিযোগিতা সমাপ্ত
৪৯ তম জাতীয় দাবা চ্যাম্পিয়নশিপে অঞ্চল-১’এ চারজন শীর্ষে
ভূমি দস্যুদের কঠোর হস্তে দমন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা
১০