জার্মানিতে দুইজনকে গুলি করে হত্যার পর হামলাকারীদের সন্ধানে অভিযান শুরু

বাসস
প্রকাশ: ২০ এপ্রিল ২০২৫, ১৪:০০

ঢাকা, ২০ এপ্রিল, ২০২৫ (বাসস) : জার্মানির কেন্দ্রে শনিবার দুইজনকে গুলি করে হত্যার পর রবিবার দেশটির পুলিশ ব্যাপক অভিযান শুরু করেছে, পুলিশ সূত্রে জানানো হয়েছে।

বার্লিন থেকে এএফপি গিসেন নগর পুলিশের বরাতে জানায়, শনিবার বিকেলে ফ্র্যাঙ্কফুর্টের উত্তরের শহর বাদ নাউহাইমের একটি বাসভবনের সামনে গুলিবিদ্ধ অবস্থায় দুই ব্যক্তির মরদেহ পাওয়া যায়।

পুলিশ জানিয়েছে, অভিযুক্ত ব্যক্তি বা ব্যক্তিদের খুঁজে বের করতে ইউনিফর্মধারী, সাদা পোশাকধারী ও বিশেষ বাহিনীর সদস্যদের সমন্বয়ে ‘বৃহৎ বাহিনী মোতায়েন’ করা হয়েছে। অভিযানে হেলিকপ্টারও সহায়তা করছে।

'বর্তমানে আমাদের ধারণা অনুযায়ী স্থানীয় বাসিন্দা বা অন্য কারো জন্য কোনো হুমকি নেই,' বলে জানিয়েছে পুলিশ।

তবে এ পর্যন্ত 'ঘটনার পরিস্থিতি কিংবা হামলাকারীদের উদ্দেশ্য' সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি।

পুলিশ ও প্রসিকিউটরের পক্ষ থেকে তদন্ত শুরু হয়েছে।

বাদ নাউহাইম শহরটি ফ্র্যাঙ্কফুর্ট থেকে ২৫ কিলোমিটার (১৫ মাইল) উত্তরে অবস্থিত। শহরটির জনসংখ্যা প্রায় ৩৩ হাজার।

এটি এলভিস প্রেসলির মার্কিন সামরিক বাহিনীর সদস্য হিসেবে ১৯৫৮ থেকে ১৯৬০ সাল পর্যন্ত অবস্থানের জন্য পরিচিত, এবং এখানেই তিনি তার ভাবী স্ত্রী প্রিসিলা প্রেসলির সঙ্গে সাক্ষাৎ করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
জাতিসংঘকে শান্তিরক্ষী মিশনে বাংলাদেশি নারীদের সংখ্যা বাড়ানোর আহ্বান প্রধান উপদেষ্টার
আগামী মাসে চট্টগ্রাম-মোংলা রুটে কন্টেইনার জাহাজ চলাচল শুরু
সূর্যবংশীর রেকর্ড গড়া ম্যাচে হারল রাজস্থান
বিগত তিন নির্বাচনে অনিয়মে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি এনসিপি’র
ভোলায় তোফায়েলের ছেলে বিপ্লব ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
বিএমইউতে কক্লিয়ার ইমপ্ল্যান্ট সার্জারি ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত
জলবায়ু সংকট উপকারী প্রজাতির প্রাণীর বিলুপ্তি ত্বরান্বিত করছে
গণহত্যা মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন যেকোনো দিন : চিফ প্রসিকিউটর
চট্টগ্রামে জাহাজ থেকে কর্ণফুলী নদীতে পড়ে নাবিক নিখোঁজ
ওবায়দুল কাদেরসহ ৪৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২০ জুলাই
১০