জার্মানিতে দুইজনকে গুলি করে হত্যার পর হামলাকারীদের সন্ধানে অভিযান শুরু

বাসস
প্রকাশ: ২০ এপ্রিল ২০২৫, ১৪:০০

ঢাকা, ২০ এপ্রিল, ২০২৫ (বাসস) : জার্মানির কেন্দ্রে শনিবার দুইজনকে গুলি করে হত্যার পর রবিবার দেশটির পুলিশ ব্যাপক অভিযান শুরু করেছে, পুলিশ সূত্রে জানানো হয়েছে।

বার্লিন থেকে এএফপি গিসেন নগর পুলিশের বরাতে জানায়, শনিবার বিকেলে ফ্র্যাঙ্কফুর্টের উত্তরের শহর বাদ নাউহাইমের একটি বাসভবনের সামনে গুলিবিদ্ধ অবস্থায় দুই ব্যক্তির মরদেহ পাওয়া যায়।

পুলিশ জানিয়েছে, অভিযুক্ত ব্যক্তি বা ব্যক্তিদের খুঁজে বের করতে ইউনিফর্মধারী, সাদা পোশাকধারী ও বিশেষ বাহিনীর সদস্যদের সমন্বয়ে ‘বৃহৎ বাহিনী মোতায়েন’ করা হয়েছে। অভিযানে হেলিকপ্টারও সহায়তা করছে।

'বর্তমানে আমাদের ধারণা অনুযায়ী স্থানীয় বাসিন্দা বা অন্য কারো জন্য কোনো হুমকি নেই,' বলে জানিয়েছে পুলিশ।

তবে এ পর্যন্ত 'ঘটনার পরিস্থিতি কিংবা হামলাকারীদের উদ্দেশ্য' সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি।

পুলিশ ও প্রসিকিউটরের পক্ষ থেকে তদন্ত শুরু হয়েছে।

বাদ নাউহাইম শহরটি ফ্র্যাঙ্কফুর্ট থেকে ২৫ কিলোমিটার (১৫ মাইল) উত্তরে অবস্থিত। শহরটির জনসংখ্যা প্রায় ৩৩ হাজার।

এটি এলভিস প্রেসলির মার্কিন সামরিক বাহিনীর সদস্য হিসেবে ১৯৫৮ থেকে ১৯৬০ সাল পর্যন্ত অবস্থানের জন্য পরিচিত, এবং এখানেই তিনি তার ভাবী স্ত্রী প্রিসিলা প্রেসলির সঙ্গে সাক্ষাৎ করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ঝালকাঠিতে পুলিশ সুপার কাপ ফুটবলে ফাইনাল অনুষ্ঠিত
এক ম্যাচে ১৭ লাল কার্ড
সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিতের দাবি বাউল শিল্পী-সমর্থকদের 
আগামী নির্বাচনকে সম্পূর্ণ কলঙ্কমুক্ত করতে হবে : উপদেষ্টা ফাওজুল কবির   
১ উইকেট দূরে নাসুম
চট্টগ্রামে অবৈধ আর্টিসনাল ট্রলিং বোট, জাল ও সামুদ্রিক মাছসহ ১ জন আটক
ইস্তাম্বুলে বিক্ষোভ মামলায় তুরস্কে ৮৭ জনকে খালাস
ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় একব্যক্তি নিহত
খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় টাঙ্গাইলে দোয়া মাহফিল
সাতক্ষীরা সীমান্তে ভারতীয় বিভিন্ন মালামাল জব্দ 
১০