মঙ্গলবার মস্কোয় পুতিনের সঙ্গে সাক্ষাৎ করবেন ওমানের সুলতান

বাসস
প্রকাশ: ২০ এপ্রিল ২০২৫, ১০:২১ আপডেট: : ২০ এপ্রিল ২০২৫, ১০:৫৫

ঢাকা, ২০ এপ্রিল, ২০২৫ (বাসস): ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে উচ্চপর্যায়ের আলোচনা মধ্যস্থতার প্রেক্ষাপটে ওমানের সুলতান আগামী মঙ্গলবার মস্কো সফর করবেন এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করবেন বলে শনিবার জানিয়েছে ক্রেমলিন ও মাসকাট।

মস্কো থেকে এএফপি জানায়, ক্রেমলিন জানিয়েছে, সুলতান হাইথাম বিন তারিকের সঙ্গে বৈঠকে আন্তর্জাতিক ও আঞ্চলিক অঙ্গনের বর্তমান ইস্যুগুলো ছাড়াও বাণিজ্যিক, অর্থনৈতিক, আর্থিক ও বিনিয়োগ সহযোগিতা নিয়ে আলোচনা হবে।

ওমানের রাজকীয় দপ্তর এক বিবৃতিতে জানিয়েছে, প্রেসিডেন্ট পুতিনের আমন্ত্রণে সুলতান সোমবার থেকে শুরু করে দুই দিনের রাষ্ট্রীয় সফরে রাশিয়া যাচ্ছেন।

বিবৃতিতে বলা হয়, 'ওমান ও রাশিয়ার মধ্যে সম্পর্ককে এমন পর্যায়ে নিয়ে যাওয়ার লক্ষ্যেই এই সফর, যা উভয় দেশের আকাঙ্ক্ষা পূরণ করবে।'

দুই দেশের নেতারা বিভিন্ন খাতে দ্বিপক্ষীয় সহযোগিতা এবং তা আরও জোরদার করার উপায় নিয়ে আলোচনা করবেন বলেও জানানো হয়।

এদিকে শনিবার যুক্তরাষ্ট্র ও ইরান রোমে ওমানের মধ্যস্থতায় ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনা চালায়। এক সপ্তাহ আগে অনুষ্ঠিত প্রথম দফা আলোচনাকে উভয় পক্ষই 'গঠনমূলক' বলে অভিহিত করেছিল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
প্রধান উপদেষ্টা রোম পৌঁছেছেন
‘মাধ্যমিক শিক্ষা’ ও 'কলেজ শিক্ষা ' নামে পৃথক অধিদপ্তর প্রতিষ্ঠায় ৬ সদস্যের কমিটি গঠন
ট্রাম্পের সঙ্গে আবারো জেলেনস্কির ফোনালাপ
সব জিম্মি ইসরাইলে পৌঁছলে ফিলিস্তিনি বন্দিদের মুক্তি: ইসরাইলের প্রধানমন্ত্রীর দপ্তর
রাকসু নির্বাচনে ছাত্রদল সমর্থিত ‘ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম’ প্যানেলের ১০ দফা ইশতেহার ঘোষণা
আগামীকাল ঝালকাঠিতে দুদকের গণশুনানি
খুলনাকে হারিয়ে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন রংপুর
কুমিল্লায় সড়ক ক্ষতিগ্রস্ত করায় ট্রাক মালিককে জরিমানা
সেপ্টেম্বরে বিজিবির অভিযানে ১৭১.৬ কোটি টাকার চোরাচালানি পণ্য জব্দ
আন্ত:বাহিনী অ্যাথলেটিকস প্রতিযোগিতা শুরু
১০