মঙ্গলবার মস্কোয় পুতিনের সঙ্গে সাক্ষাৎ করবেন ওমানের সুলতান

বাসস
প্রকাশ: ২০ এপ্রিল ২০২৫, ১০:২১ আপডেট: : ২০ এপ্রিল ২০২৫, ১০:৫৫

ঢাকা, ২০ এপ্রিল, ২০২৫ (বাসস): ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে উচ্চপর্যায়ের আলোচনা মধ্যস্থতার প্রেক্ষাপটে ওমানের সুলতান আগামী মঙ্গলবার মস্কো সফর করবেন এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করবেন বলে শনিবার জানিয়েছে ক্রেমলিন ও মাসকাট।

মস্কো থেকে এএফপি জানায়, ক্রেমলিন জানিয়েছে, সুলতান হাইথাম বিন তারিকের সঙ্গে বৈঠকে আন্তর্জাতিক ও আঞ্চলিক অঙ্গনের বর্তমান ইস্যুগুলো ছাড়াও বাণিজ্যিক, অর্থনৈতিক, আর্থিক ও বিনিয়োগ সহযোগিতা নিয়ে আলোচনা হবে।

ওমানের রাজকীয় দপ্তর এক বিবৃতিতে জানিয়েছে, প্রেসিডেন্ট পুতিনের আমন্ত্রণে সুলতান সোমবার থেকে শুরু করে দুই দিনের রাষ্ট্রীয় সফরে রাশিয়া যাচ্ছেন।

বিবৃতিতে বলা হয়, 'ওমান ও রাশিয়ার মধ্যে সম্পর্ককে এমন পর্যায়ে নিয়ে যাওয়ার লক্ষ্যেই এই সফর, যা উভয় দেশের আকাঙ্ক্ষা পূরণ করবে।'

দুই দেশের নেতারা বিভিন্ন খাতে দ্বিপক্ষীয় সহযোগিতা এবং তা আরও জোরদার করার উপায় নিয়ে আলোচনা করবেন বলেও জানানো হয়।

এদিকে শনিবার যুক্তরাষ্ট্র ও ইরান রোমে ওমানের মধ্যস্থতায় ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনা চালায়। এক সপ্তাহ আগে অনুষ্ঠিত প্রথম দফা আলোচনাকে উভয় পক্ষই 'গঠনমূলক' বলে অভিহিত করেছিল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বাণিজ্য উপদেষ্টার সাথে সেমিকন্ডাক্টর অ্যাসোসিয়েশন নেতৃবৃন্দের বৈঠক
পার্বতীপুরে যুক্তরাজ্য বিএনপির সহ-সভাপতি কামরুজ্জামানের গণসংযোগ
রাবার শিল্প উন্নয়নে চাষিদের ভূমিকা অনন্য : ভূমি সচিব
ডিএমপির ভ্রাম্যমাণ আদালত ২৪ জনকে কারাদণ্ড দিয়েছে
ডাকসু নির্বাচনের ফেস্টুন ফেলে দেয়া ও ছবি বিকৃতি : ছাত্রশিবিরের উদ্বেগ
রাবিতে ‘জুলাই গণঅভ্যুত্থান আগস্ট বিপ্লব’ গ্রন্থের মোড়ক উন্মোচন
পিরোজপুরে মানসিক ভারসাম্যহীন ব্যক্তির কাণ্ডে বিদ্যুৎ বন্ধ
নওগাঁয়ে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে বিএনপি
স্বাধীনতা যুদ্ধ, নব্বইয়ের গণআন্দোলন ও চব্বিশের গণঅভ্যুত্থানে কাজী নজরুলের কবিতা-গান মানুষকে উজ্জীবিত করেছে : তারেক রহমান
মানবাধিকার রক্ষায় সম্মিলিত প্রচেষ্টার ব্যাপারে গুরুত্বারোপ
১০