শাদে প্রাণঘাতী সংঘর্ষের মধ্য দিয়ে শতাধিক কয়েদির পলায়ন

বাসস
প্রকাশ: ২০ এপ্রিল ২০২৫, ১০:৫৪

ঢাকা, ২০ এপ্রিল, ২০২৫ (বাসস) : শাদের একটি কারাগারে গোলাগুলির সময় শতাধিক কয়েদি পালিয়ে গেছে। এ ঘটনায় তিনজন নিহত হয়েছেন এবং কারাগার পরিদর্শনে যাওয়া একজন প্রাদেশিক গভর্নর আহত হয়েছেন বলে শনিবার এএফপিকে জানিয়েছেন কর্মকর্তারা।

মঙ্গো থেকে এএফপি জানায়, ঘটনাটি ঘটে শুক্রবার রাতের দিকে, যখন দেশটির কেন্দ্রে অবস্থিত মঙ্গো শহর থেকে পাঁচ কিলোমিটার দূরের একটি উচ্চ-নিরাপত্তাসম্পন্ন কারাগারে কয়েদিরা বিদ্রোহ করে।

গুয়েরা প্রদেশের (যেখানে মঙ্গো অবস্থিত) সচিব হাসান সুলেমান আদম জানান, 'প্রায় ১০০ জন পালিয়ে গেছে, তিনজন নিহত এবং তিনজন আহত হয়েছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক এক মঙ্গো কর্মকর্তা এএফপিকে জানান, কয়েদিরা কারাগার পরিচালকের অফিসে ঢুকে অস্ত্র লুট করে নেয়।

'এরপর কারারক্ষীদের সঙ্গে গুলি বিনিময় শুরু হয়, ঠিক সেই সময় গভর্নর সেখানে পৌঁছেন এবং তিনিও আহত হন,' বলেন তিনি।

ওই কর্মকর্তা নিশ্চিত করেন যে তিনজন নিহত হয়েছেন এবং পালিয়ে যাওয়া বন্দিদের সংখ্যা ১৩২ জন।

তিনি জানান, খাবারের ঘাটতি নিয়ে অভিযোগের পরই বন্দিরা বিদ্রোহ শুরু করে।

শাদের বিচারমন্ত্রী ইউসুফ টম এএফপিকে ফোনে জানান, তিনি ঘটনাস্থল পরিদর্শনে মঙ্গোর পথে রয়েছেন এবং 'সেখানে পৌঁছানোর পরই আমি সুনির্দিষ্ট তথ্য দিতে পারব।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়
‘মাধ্যমিক শিক্ষা’ ও 'কলেজ শিক্ষা ' নামে পৃথক অধিদপ্তর প্রতিষ্ঠায় ৬ সদস্যের কমিটি গঠন
ট্রাম্পের সঙ্গে আবারো জেলেনস্কির ফোনালাপ
সব জিম্মি ইসরাইলে পৌঁছলে ফিলিস্তিনি বন্দিদের মুক্তি: ইসরাইলের প্রধানমন্ত্রীর দপ্তর
রাকসু নির্বাচনে ছাত্রদল সমর্থিত ‘ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম’ প্যানেলের ১০ দফা ইশতেহার ঘোষণা
আগামীকাল ঝালকাঠিতে দুদকের গণশুনানি
খুলনাকে হারিয়ে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন রংপুর
কুমিল্লায় সড়ক ক্ষতিগ্রস্ত করায় ট্রাক মালিককে জরিমানা
সেপ্টেম্বরে বিজিবির অভিযানে ১৭১.৬ কোটি টাকার চোরাচালানি পণ্য জব্দ
আন্ত:বাহিনী অ্যাথলেটিকস প্রতিযোগিতা শুরু
মধ্যপ্রাচ্যের মতো ইউক্রেন যুদ্ধ বন্ধে ট্রাম্পকে জেলেনস্কির আহ্বান
১০