ভারতে ভবন ধসে ১১ জনের প্রাণহানি

বাসস
প্রকাশ: ২০ এপ্রিল ২০২৫, ১১:৪৩

ঢাকা, ২০ এপ্রিল, ২০২৫ (বাসস) : ভারতের রাজধানীর উপকণ্ঠে একটি চারতলা আবাসিক ভবন ধসে শনিবার তিন শিশুসহ কমপক্ষে ১১ জনের প্রাণহানি হয়েছে।

স্থানীয় প্রতিবেদন ও কর্তৃপক্ষের উদ্ধৃতি দিয়ে নয়াদিল্লি থেকে এএফপি এ তথ্য জানায়।

নগরীর উত্তর-পূর্বাঞ্চলীয় জেলায় ভোরের দিকে এই ঘটনা ঘটে। এলাকাটি মূলত বেশিরভাগই অভিবাসী শ্রমিকদের আবাসস্থল। উদ্ধারকারী দলগুলো দিনভর ধ্বংসস্তূপের মধ্য খনন করে অনুসন্ধান কাজ চালিয়ে যায়।

এনডিটিভি চ্যানেলের খবরে বলা হয়েছে, এগারো জনকে মৃত ঘোষণা করা হয়েছে, যদিও আরো ১১ জনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। নেটওয়ার্কটি জানায়, পাঁচজন এখনো চিকিৎসাধীন আছেন।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, তিনি ‘প্রাণহানির ঘটনায় শোকাহত।’

মোদির কার্যালয় এক্স-এর পোস্টে বলেছে, যারা তাদের প্রিয়জনদের হারিয়েছেন তিনি তাদের প্রতি সমবেদনা জানিয়েছেন  এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন। 

রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন, ‘নারী ও শিশুসহ বিপুল সংখ্যক মানুষের মৃত্যু অত্যন্ত দুঃখজনক।’

ধসের কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বাণিজ্য উপদেষ্টার সাথে সেমিকন্ডাক্টর অ্যাসোসিয়েশন নেতৃবৃন্দের বৈঠক
পার্বতীপুরে যুক্তরাজ্য বিএনপির সহ-সভাপতি কামরুজ্জামানের গণসংযোগ
রাবার শিল্প উন্নয়নে চাষিদের ভূমিকা অনন্য : ভূমি সচিব
ডিএমপির ভ্রাম্যমাণ আদালত ২৪ জনকে কারাদণ্ড দিয়েছে
ডাকসু নির্বাচনের ফেস্টুন ফেলে দেয়া ও ছবি বিকৃতি : ছাত্রশিবিরের উদ্বেগ
রাবিতে ‘জুলাই গণঅভ্যুত্থান আগস্ট বিপ্লব’ গ্রন্থের মোড়ক উন্মোচন
পিরোজপুরে মানসিক ভারসাম্যহীন ব্যক্তির কাণ্ডে বিদ্যুৎ বন্ধ
নওগাঁয়ে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে বিএনপি
স্বাধীনতা যুদ্ধ, নব্বইয়ের গণআন্দোলন ও চব্বিশের গণঅভ্যুত্থানে কাজী নজরুলের কবিতা-গান মানুষকে উজ্জীবিত করেছে : তারেক রহমান
মানবাধিকার রক্ষায় সম্মিলিত প্রচেষ্টার ব্যাপারে গুরুত্বারোপ
১০