ভারতে ভবন ধসে ১১ জনের প্রাণহানি

বাসস
প্রকাশ: ২০ এপ্রিল ২০২৫, ১১:৪৩

ঢাকা, ২০ এপ্রিল, ২০২৫ (বাসস) : ভারতের রাজধানীর উপকণ্ঠে একটি চারতলা আবাসিক ভবন ধসে শনিবার তিন শিশুসহ কমপক্ষে ১১ জনের প্রাণহানি হয়েছে।

স্থানীয় প্রতিবেদন ও কর্তৃপক্ষের উদ্ধৃতি দিয়ে নয়াদিল্লি থেকে এএফপি এ তথ্য জানায়।

নগরীর উত্তর-পূর্বাঞ্চলীয় জেলায় ভোরের দিকে এই ঘটনা ঘটে। এলাকাটি মূলত বেশিরভাগই অভিবাসী শ্রমিকদের আবাসস্থল। উদ্ধারকারী দলগুলো দিনভর ধ্বংসস্তূপের মধ্য খনন করে অনুসন্ধান কাজ চালিয়ে যায়।

এনডিটিভি চ্যানেলের খবরে বলা হয়েছে, এগারো জনকে মৃত ঘোষণা করা হয়েছে, যদিও আরো ১১ জনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। নেটওয়ার্কটি জানায়, পাঁচজন এখনো চিকিৎসাধীন আছেন।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, তিনি ‘প্রাণহানির ঘটনায় শোকাহত।’

মোদির কার্যালয় এক্স-এর পোস্টে বলেছে, যারা তাদের প্রিয়জনদের হারিয়েছেন তিনি তাদের প্রতি সমবেদনা জানিয়েছেন  এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন। 

রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন, ‘নারী ও শিশুসহ বিপুল সংখ্যক মানুষের মৃত্যু অত্যন্ত দুঃখজনক।’

ধসের কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
‘মাধ্যমিক শিক্ষা’ ও 'কলেজ শিক্ষা ' নামে পৃথক অধিদপ্তর প্রতিষ্ঠায় ৬ সদস্যের কমিটি গঠন
ট্রাম্পের সঙ্গে আবারো জেলেনস্কির ফোনালাপ
সব জিম্মি ইসরাইলে পৌঁছলে ফিলিস্তিনি বন্দিদের মুক্তি: ইসরাইলের প্রধানমন্ত্রীর দপ্তর
রাকসু নির্বাচনে ছাত্রদল সমর্থিত ‘ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম’ প্যানেলের ১০ দফা ইশতেহার ঘোষণা
আগামীকাল ঝালকাঠিতে দুদকের গণশুনানি
খুলনাকে হারিয়ে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন রংপুর
কুমিল্লায় সড়ক ক্ষতিগ্রস্ত করায় ট্রাক মালিককে জরিমানা
সেপ্টেম্বরে বিজিবির অভিযানে ১৭১.৬ কোটি টাকার চোরাচালানি পণ্য জব্দ
আন্ত:বাহিনী অ্যাথলেটিকস প্রতিযোগিতা শুরু
মধ্যপ্রাচ্যের মতো ইউক্রেন যুদ্ধ বন্ধে ট্রাম্পকে জেলেনস্কির আহ্বান
১০