অস্ট্রেলিয়ার উপকূলে বিশাল ঢেউয়ে ভেসে গিয়ে ৬ জনের মৃত্যু

বাসস
প্রকাশ: ২০ এপ্রিল ২০২৫, ১৪:১৬

ঢাকা, ২০ এপ্রিল, ২০২৫ (বাসস) : অস্ট্রেলিয়ার পূর্ব উপকূলে বিশাল ঢেউয়ের ধাক্কায় পাথরের উপর থেকে ভেসে গিয়ে মৃতের সংখ্যা ৬ জনে দাঁড়িয়েছে। আজ রোববার সিডনির কাছে পাথরের ধাক্কায় ভেসে যাওয়ায় এক জেলে মারা যাওয়ায় এ সংখ্যা দাঁড়ায়। 

সিডনি থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

নিউ সাউথ ওয়েলস পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, জরুরি পরিষেবা প্রদানকারীরা ওয়াটামোল্লা সমুদ্র সৈকতে দুইজনকে উদ্ধার করেছে। তবে তাদের মধ্যে একজনকে জীবিত উদ্ধার করা যায়নি।

দক্ষিণ সিডনির উপকণ্ঠে মাছ ধরার সময় পাথরের উপর থেকে ভেসে যাওয়ায় এই দম্পতি মারা যান। দ্বিতীয় ব্যক্তি ১৪ বছর বয়সী এক বালক। ওই বালককে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। 

সপ্তাহান্তে ইস্টার সানডে ছুটিতে মৃত্যুর ঘটনা অব্যাহত রয়েছে। গত শুক্রবার থেকে এখনও নিখোঁজ আরো দুইজনের সন্ধান চলছে। তাদের মধ্যে একজন সিডনিতে এবং একজন মেলবোর্নে। 

সার্ফ লাইফ সেভিং অস্ট্রেলিয়া (এসএলএসএ) বৃহস্পতিবার একটি সতর্কতা জারি করে বলেছে শক্তিশালী ঢেউ নিউ সাউথ ওয়েলস এবং ভিক্টোরিয়া উপকূলে বিপজ্জনক পরিস্থিতি তৈরি করতে পারে। 

গতকাল শুক্রবার নিউ সাউথ ওয়েলসে তিনজন ডুবে যান। মেলবোর্নের কাছে সমুদ্রে ভেসে যাওয়ার পর একজন মহিলা মারা যান এবং একজন পুরুষ নিখোঁজ হন। 

শনিবার, যখন কিছু জায়গায় ৩ দমমিক ৫ মিটার পর্যন্ত উঁচু ঢেউ ছিল, তখন দক্ষিণ নিউ সাউথ ওয়েলসে একজন জেলে পাথরের উপর থেকে ভেসে গিয়ে মারা যান। 

সার্ফ লাইফ সেভিং অস্ট্রেলিয়ার প্রধান অ্যাডাম ওয়েয়ার ছুটির দিনে ঘুরতে যাওয়া মানুষদের টহল দেওয়া সৈকতে যাওয়ার পরামর্শ দিয়েছেন। তিনি জানান, গত ১০ বছরে টহলবিহীন সৈকতে ৬৩০ জনের মৃত্যু হয়েছে।

ওয়েরার আরো বলেন, ‘তবে উপকূলীয় জায়গাগুলোতে অনেক ধরনের বিপদ থাকে—কিছু দৃশ্যমান, কিছু দৃশ্যমান নয়। এ জন্য আমরা একটা সাধারণ পরামর্শ দিই : থামুন, চারপাশ দেখুন এবং বাঁচুন।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়
প্রধান উপদেষ্টা রোম পৌঁছেছেন
‘মাধ্যমিক শিক্ষা’ ও 'কলেজ শিক্ষা ' নামে পৃথক অধিদপ্তর প্রতিষ্ঠায় ৬ সদস্যের কমিটি গঠন
ট্রাম্পের সঙ্গে আবারো জেলেনস্কির ফোনালাপ
সব জিম্মি ইসরাইলে পৌঁছলে ফিলিস্তিনি বন্দিদের মুক্তি: ইসরাইলের প্রধানমন্ত্রীর দপ্তর
রাকসু নির্বাচনে ছাত্রদল সমর্থিত ‘ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম’ প্যানেলের ১০ দফা ইশতেহার ঘোষণা
আগামীকাল ঝালকাঠিতে দুদকের গণশুনানি
খুলনাকে হারিয়ে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন রংপুর
কুমিল্লায় সড়ক ক্ষতিগ্রস্ত করায় ট্রাক মালিককে জরিমানা
সেপ্টেম্বরে বিজিবির অভিযানে ১৭১.৬ কোটি টাকার চোরাচালানি পণ্য জব্দ
আন্ত:বাহিনী অ্যাথলেটিকস প্রতিযোগিতা শুরু
১০