ইস্টার যুদ্ধ বিরতির পর রাশিয়া আবার বিমান হামলা শুরু করেছে : ইউক্রেন

বাসস
প্রকাশ: ২১ এপ্রিল ২০২৫, ১২:৫৬

ঢাকা, ২১ এপ্রিল, ২০২৫ (বাসস) : মস্কো ও কিয়েভ পরস্পরের ওপর ইস্টার যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ করার পর রাশিয়া সোমবার ইউক্রেনের পূর্ব ও দক্ষিণে আবার বিমান হামলা শুরু করেছে।

ইউক্রেনের আঞ্চলিক কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে কিয়েভ থেকে এএফপি এ খবর জানায়।

দনিপ্রোপেট্রোভস্ক আঞ্চলিক গভর্নর সের্গেই লাইসাক টেলিগ্রামে বলেন, ‘রাশিয়ার সেনাবাহিনী এই অঞ্চলে ড্রোন হামলা চালিয়েছে।’

তিনি বলেন, একটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে ও একটি খাবার তৈরির প্রতিষ্ঠানে আগুন লেগেছে। তবে এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

ইউক্রেনের দক্ষিণ মাইকোলাইভ অঞ্চলের গভর্নর ভিটালি কিম বলেন, সেখানেও রাশিয়ার বিমান হামলা শুরু হয়েছে। তিনি লিখেছেন, ২১ এপ্রিল ভোর ৪টা ৫৭ মিনিটের দিকে শত্রুরা নগরীটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। ক্ষেপণাস্ত্রের ধরণ নির্ধারণ করা হচ্ছে। তবে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতি হয়নি।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রোববার রাশিয়ার বিরুদ্ধে ইস্টার যুদ্ধবিরতির দুই সহস্রাধিক লঙ্ঘনের অভিযোগ এনেছেন। তিনি বলেছেন, তবে ইউক্রেন জুড়ে কোনো বিমান হামলার সতর্কতা জারি করা হয়নি। তিনি বিমান হামলার বিরতি বাড়ানোর কথা ব্যক্ত করেছেন।

আজ ‘কোনও বিমান হামলার সতর্কতা জারি করা হয়নি’ উল্লেখ করে, ‘কমপক্ষে ৩০ দিনের জন্য বেসামরিক অবকাঠামোতে দূরপাল্লার ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করে যে কোনো হামলা বন্ধ করার’ প্রস্তাব দিয়েছেন তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
মানবাধিকার রক্ষায় সম্মিলিত প্রচেষ্টার ব্যাপারে গুরুত্বারোপ
নির্যাতন করার শক্তিকে সাংবিধানিক ক্ষমতা মনে করতো আওয়ামী লীগ : আইন উপদেষ্টা
হিজবুল্লাহকে নিরস্ত্রীকরণে লেবাননের কার্যকর পদক্ষেপ চায় যুক্তরাষ্ট্র : দূত
‘ভোক্তা-অধিকার রক্ষায় অংশীজনের সমন্বিত ভূমিকা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষা সংক্ষিপ্ত সিলেবাসে
কাজী নজরুল ইসলামের মৃত্যুবার্ষিকী উপলক্ষে বাংলা একাডেমির অনুষ্ঠান আগামীকাল
নিউইয়র্কে তথ্য উপদেষ্টার ওপর হামলার প্রতিবাদে ঢাবিতে বিক্ষোভ সমাবেশ
বাংলাদেশ বিমানবাহিনীর আন্তঃঘাঁটি স্কোয়াশ প্রতিযোগিতা সমাপ্ত
৪৯ তম জাতীয় দাবা চ্যাম্পিয়নশিপে অঞ্চল-১’এ চারজন শীর্ষে
ভূমি দস্যুদের কঠোর হস্তে দমন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা
১০