ইস্টার যুদ্ধ বিরতির পর রাশিয়া আবার বিমান হামলা শুরু করেছে : ইউক্রেন

বাসস
প্রকাশ: ২১ এপ্রিল ২০২৫, ১২:৫৬

ঢাকা, ২১ এপ্রিল, ২০২৫ (বাসস) : মস্কো ও কিয়েভ পরস্পরের ওপর ইস্টার যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ করার পর রাশিয়া সোমবার ইউক্রেনের পূর্ব ও দক্ষিণে আবার বিমান হামলা শুরু করেছে।

ইউক্রেনের আঞ্চলিক কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে কিয়েভ থেকে এএফপি এ খবর জানায়।

দনিপ্রোপেট্রোভস্ক আঞ্চলিক গভর্নর সের্গেই লাইসাক টেলিগ্রামে বলেন, ‘রাশিয়ার সেনাবাহিনী এই অঞ্চলে ড্রোন হামলা চালিয়েছে।’

তিনি বলেন, একটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে ও একটি খাবার তৈরির প্রতিষ্ঠানে আগুন লেগেছে। তবে এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

ইউক্রেনের দক্ষিণ মাইকোলাইভ অঞ্চলের গভর্নর ভিটালি কিম বলেন, সেখানেও রাশিয়ার বিমান হামলা শুরু হয়েছে। তিনি লিখেছেন, ২১ এপ্রিল ভোর ৪টা ৫৭ মিনিটের দিকে শত্রুরা নগরীটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। ক্ষেপণাস্ত্রের ধরণ নির্ধারণ করা হচ্ছে। তবে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতি হয়নি।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রোববার রাশিয়ার বিরুদ্ধে ইস্টার যুদ্ধবিরতির দুই সহস্রাধিক লঙ্ঘনের অভিযোগ এনেছেন। তিনি বলেছেন, তবে ইউক্রেন জুড়ে কোনো বিমান হামলার সতর্কতা জারি করা হয়নি। তিনি বিমান হামলার বিরতি বাড়ানোর কথা ব্যক্ত করেছেন।

আজ ‘কোনও বিমান হামলার সতর্কতা জারি করা হয়নি’ উল্লেখ করে, ‘কমপক্ষে ৩০ দিনের জন্য বেসামরিক অবকাঠামোতে দূরপাল্লার ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করে যে কোনো হামলা বন্ধ করার’ প্রস্তাব দিয়েছেন তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ঝালকাঠিতে পুলিশ সুপার কাপ ফুটবলে ফাইনাল অনুষ্ঠিত
এক ম্যাচে ১৭ লাল কার্ড
সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিতের দাবি বাউল শিল্পী-সমর্থকদের 
১ উইকেট দূরে নাসুম
চট্টগ্রামে অবৈধ আর্টিসনাল ট্রলিং বোট, জাল ও সামুদ্রিক মাছসহ ১ জন আটক
ইস্তাম্বুলে বিক্ষোভ মামলায় তুরস্কে ৮৭ জনকে খালাস
ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় একব্যক্তি নিহত
খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় টাঙ্গাইলে দোয়া মাহফিল
সাতক্ষীরা সীমান্তে ভারতীয় বিভিন্ন মালামাল জব্দ 
সড়কের চাপ কমাতে ২০ শতাংশ পরিবহন রেল ও নৌপথে নিয়ে আসতে হবে : ফাওজুল কবির
১০