মার্কিন যুক্তরাষ্ট্রকে 'তুষ্ট করতে' চীনের জন্য ক্ষতিকর বাণিজ্য চুক্তির নিন্দা বেইজিংয়ের

বাসস
প্রকাশ: ২১ এপ্রিল ২০২৫, ১৪:১০

ঢাকা, ২১ এপ্রিল, ২০২৫ (বাসস) : চীন সোমবার মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য চুক্তি করা অন্যান্য দেশগুলোর তীব্র সমালোচনা করে তীব্র শুল্ক যুদ্ধে ওয়াশিংটনকে ‘তুষ্ট’ করা দেশের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে। 

বেইজিং থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়। 

বিশ্বের অন্যান্য দেশের ১০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপ করা হলেও, চীন অনেক পণ্যের ওপর ১৪৫ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপের সম্মুখীন হয়েছে। চীন মার্কিন পণ্যের ওপর ১২৫ শতাংশ শুল্ক আরোপের পাল্টা ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে।

মার্কিন যুক্তরাষ্ট্রের শীর্ষ অর্থনৈতিক প্রতিদ্বন্দ্বী চীনের বিরুদ্ধে ওয়াশিংটনের পূর্ণাঙ্গ বাণিজ্য যুদ্ধের সমান্তরালে বেশ কয়েকটি দেশ এখন শুল্ক কমানোর জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে আলোচনা চালিয়ে যাচ্ছে। 

কিন্তু বেইজিং সোমবার দেশগুলোকে সতর্ক করে দিয়ে বলেছে, তারা যেন মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে এমন কোনও চুক্তি না করে যা তাদের স্বার্থের সাথে আপস করে।

বেইজিংয়ের বাণিজ্য মন্ত্রণালয়ের একজন মুখপাত্র এক বিবৃতিতে বলেছেন, ‘তুষ্টি শান্তি আনবে না এবং আপসকে সম্মান করা হবে না।’

বেইজিং বলেছে, অন্যের স্বার্থের বিনিময়ে নিজের সাময়িক স্বার্থ হাসিল করার অর্থ বাঘের কাছে তার চামড়া চাওয়ার শামিল। 

চীন সতর্ক করে দিয়ে বলেছে, এই পদ্ধতি, ‘চূড়ান্ত ভাবে উভয় দিকেই ব্যর্থ হবে এবং অন্যদের ক্ষতি করবে’। 

ওই মুখপাত্র বলেন, চীনের স্বার্থের বিনিময়ে যে কোনও পক্ষের চুক্তিতে পৌঁছানোর তীব্র বিরোধিতা করে বেইজিং। 

তারা আরো বলেন, যদি এমন পরিস্থিতি দেখা দেয়, চীন কখনই তা মেনে নেবে না এবং শক্তভাবে পারস্পরিক পাল্টা ব্যবস্থা গ্রহণ করা হবে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক আরোপের ফলে ওয়াশিংটন এবং বেইজিং একে অপরের আমদানির ওপর চোখ ধাঁধানো শুল্ক আরোপ করেছে। যা অর্থনৈতিক পরাশক্তিগুলোর মধ্যে অচলাবস্থার সৃষ্টি করেছে এবং বিশ্বব্যাপী মন্দার আশঙ্কা তৈরি করেছে এবং বাজারকে অস্থিরতার দিকে ঠেলে দিয়েছে। 

 ট্রাম্প বৃহস্পতিবার বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্র শুল্ক নিয়ে চীনের সাথে আলোচনা করছে। তিনি আরো বলেন, তিনি আত্মবিশ্বাসী যে বিশ্বের বৃহত্তম অর্থনীতিগুলো তিক্ত বাণিজ্য যুদ্ধের অবসান ঘটাতে একটি চুক্তি করতে পারে।

ট্রাম্প ওভাল অফিসে সাংবাদিকদের বলেন, ‘হ্যাঁ, আমরা চীনের সাথে কথা বলছি’। চীন বেশ কয়েকবার যোগাযোগ করেছে বলে ঊল্লেখ করেন ট্রাম্প।’

তিনি হোয়াইট হাউসে বলেন, ‘আমি মনে করি, আমরা চীনের সাথে খুব ভালো একটি চুক্তি করতে যাচ্ছি’।

চীন  ‘শেষ পর্যন্ত’ বাণিজ্য যুদ্ধ লড়াই করার ঘোষণা দিয়েছে। ওয়াশিংটনের সাথে আলোচনা করছে কিনা তা নিশ্চিত করেনি। যদিও তারা সংলাপের আহ্বান জানিয়েছে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
মানবাধিকার রক্ষায় সম্মিলিত প্রচেষ্টার ব্যাপারে গুরুত্বারোপ
নির্যাতন করার শক্তিকে সাংবিধানিক ক্ষমতা মনে করতো আওয়ামী লীগ : আইন উপদেষ্টা
হিজবুল্লাহকে নিরস্ত্রীকরণে লেবাননের কার্যকর পদক্ষেপ চায় যুক্তরাষ্ট্র : দূত
‘ভোক্তা-অধিকার রক্ষায় অংশীজনের সমন্বিত ভূমিকা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষা সংক্ষিপ্ত সিলেবাসে
কাজী নজরুল ইসলামের মৃত্যুবার্ষিকী উপলক্ষে বাংলা একাডেমির অনুষ্ঠান আগামীকাল
নিউইয়র্কে তথ্য উপদেষ্টার ওপর হামলার প্রতিবাদে ঢাবিতে বিক্ষোভ সমাবেশ
বাংলাদেশ বিমানবাহিনীর আন্তঃঘাঁটি স্কোয়াশ প্রতিযোগিতা সমাপ্ত
৪৯ তম জাতীয় দাবা চ্যাম্পিয়নশিপে অঞ্চল-১’এ চারজন শীর্ষে
ভূমি দস্যুদের কঠোর হস্তে দমন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা
১০