ঢাকা, ২১ এপ্রিল, ২০২৫ (বাসস) : বিশ্বের ১৪০ কোটিরও বেশি ক্যাথলিকদের ধর্মগুরু পোপ ফ্রান্সিস সোমবার মারা যাওয়ার পর বিশ্বনেতারা তাঁকে ‘সহমর্মিতার আলোকবর্তিকা’ আখ্যা দিয়ে গভীর শোক প্রকাশ করেছেন।
ভ্যাটিকান সিটি থেকে এএফপি জানায়, ৮৮ বছর বয়সে প্রয়াত পোপ ফ্রান্সিসের প্রতি প্রকাশিত কিছু তাৎক্ষণিক প্রতিক্রিয়া নিচে তুলে ধরা হলো—
‘গভীরভাবে শোকাহত’: রাজা চার্লস
ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস পোপ ফ্রান্সিসের মৃত্যুতে ‘গভীরভাবে শোকাহত’ বলে জানিয়েছেন। চলতি মাসের শুরুতে স্ত্রী ক্যামিলাকে নিয়ে তাঁর সঙ্গে সাক্ষাৎ করে ‘গভীরভাবে আলোড়িত’ হয়েছিলেন বলে জানান তিনি।
তিনি বলেন, 'মানুষ ও পৃথিবীর কল্যাণে তাঁর কাজ অসংখ্য মানুষের জীবনকে গভীরভাবে স্পর্শ করেছে।'
‘হৃদয় ভারাক্রান্ত’: জেডি ভ্যান্স
যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এক্সে দেওয়া পোস্টে লেখেন, 'বিশ্বজুড়ে কোটি কোটি খ্রিষ্টান যারা তাঁকে ভালোবাসতেন, তাদের প্রতি আমার হৃদয় যায়।'
ভ্যাটিকানে পোপের সঙ্গে সাক্ষাতের পর সোমবার তিনি নয়াদিল্লিতে পৌঁছেন।
‘তাঁর উত্তরাধিকার পথ দেখাবে’: ইউরোপীয় কমিশন
ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডের লায়েন এক্সে লেখেন, 'পোপ ফ্রান্সিস তাঁর বিনয় ও প্রান্তিকদের প্রতি নিখাদ ভালোবাসা দিয়ে ক্যাথলিকদের বাইরেও লাখো মানুষকে অনুপ্রাণিত করেছেন।'
তিনি আরও লেখেন, :আশা করি, তাঁর উত্তরাধিকার আমাদের আরও ন্যায়ভিত্তিক, শান্তিপূর্ণ ও সহানুভূতিশীল পৃথিবীর পথে চালিত করবে।'
‘ভ্রাতৃত্ববোধের প্রতীক’: ফ্রান্স
ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ বলেন, পোপ সবসময় ‘প্রবলভাবে প্রান্তিকদের পাশে’ ছিলেন এবং ‘ভ্রাতৃত্ববোধসম্পন্ন মানবজাতির প্রতিনিধিত্ব’ করেছেন।
‘একজন মহান মানুষ' : ইতালি
ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি বলেন, 'পোপ ফ্রান্সিস পিতার ঘরে ফিরে গেছেন। এটা গভীর বেদনার খবর, কারণ একজন মহান মানুষ আমাদের ছেড়ে গেছেন।'
‘মানবতাবাদ ও ন্যায়বিচারের রক্ষক’: পুতিন
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন পোপ ফ্রান্সিসকে ‘মানবতাবাদ ও ন্যায়বিচারের এক ধারাবাহিক রক্ষক’ বলে অভিহিত করেছেন।
ভ্যাটিকানকে পাঠানো চিঠিতে তিনি বলেন, 'তিনি রুশ অর্থোডক্স ও রোমান ক্যাথলিক চার্চের মধ্যে সংলাপকে এগিয়ে নিতে সক্রিয় ভূমিকা রেখেছেন।'
ইরানের শোকবার্তা
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এসমাইল বাকায়ি এক সংবাদ সম্মেলনে বলেন, 'আমার সহকর্মীরা এইমাত্র আমাকে খবরটি জানালেন... আমি বিশ্বের সব খ্রিষ্টানদের প্রতি শোক জানাচ্ছি।'
‘আমরা একসঙ্গে শোক করছি’: ইউক্রেন
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, 'পোপ ফ্রান্সিস ইউক্রেন ও ইউক্রেনীয়দের জন্য শান্তির প্রার্থনা করেছিলেন। আমরা ক্যাথলিক ও সব খ্রিষ্টানদের সঙ্গে একসঙ্গে শোক করছি।'
‘সহমর্মিতার আলোকবর্তিকা’: ভারত
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, 'পোপ ফ্রান্সিসকে বিশ্বজুড়ে কোটি মানুষ চিরকাল সহমর্মিতা, বিনয় ও আত্মিক সাহসের প্রতীক হিসেবে স্মরণ করবে।'
তিনি আরও বলেন, 'আমি তাঁর সঙ্গে সাক্ষাতের মুহূর্ত স্মরণ করছি, যা সর্বজনীন উন্নয়নের প্রতি তাঁর অঙ্গীকারে অনুপ্রাণিত করেছিল।'
‘সংলাপের সেতুবন্ধনকারী’: ইসরাইল
ইসরাইলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ বলেন, “ইহুদি জগতের সঙ্গে সম্পর্ক জোরদারে তিনি যথার্থ গুরুত্ব দিয়েছেন এবং আন্তঃধর্মীয় সংলাপকে বোঝাপড়ার সেতুবন্ধন হিসেবে দেখেছেন।'
‘মর্যাদাপূর্ণ পাপেসি: আয়ারল্যান্ড
আইরিশ প্রধানমন্ত্রী মাইকেল মার্টিন বলেন, 'পোপ ফ্রান্সিসের দীর্ঘ ও মর্যাদাপূর্ণ পাপেসি ছিল সহমর্মিতা, শান্তি ও মানব মর্যাদার প্রতি তাঁর অবিচল অঙ্গীকারের প্রতিচ্ছবি।'
‘গভীর উত্তরাধিকার’: স্পেন
স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ বলেন, 'শান্তি, সামাজিক ন্যায়বিচার ও প্রান্তিকদের প্রতি তাঁর অঙ্গীকার এক গভীর উত্তরাধিকার রেখে যাচ্ছে।'
‘অবিচল নিষ্ঠা’: জার্মানি
জার্মানির পরবর্তী চ্যান্সেলর ফ্রিডরিশ মার্জ বলেন, পোপ ফ্রান্সিস বিনয় ও বিশ্বাস দ্বারা পরিচালিত একজন মানুষ ছিলেন।
'প্রান্তিকদের প্রতি, ন্যায়বিচার ও মিলনের প্রতি তাঁর অবিচল নিষ্ঠা আমাদের স্মরণে থাকবে।'
‘একজন সংস্কারক’: স্পেন
স্পেনের বিচারমন্ত্রী ফেলিক্স বোলানোস বলেন, 'আমরা একজন সৎ মানুষ ও মহান পোপকে হারালাম। তাঁর সংস্কারমুখী ১২ বছরের পাপেসি ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।'
স্পেন তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে।
‘একজন বিশ্বস্ত বন্ধু’: ফিলিস্তিন
ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস বলেন, 'আজ আমরা ফিলিস্তিনি জনগণ ও তাদের বৈধ অধিকারের একজন বিশ্বস্ত বন্ধু হারালাম।'
তিনি স্মরণ করিয়ে দেন, পোপ ফ্রান্সিস ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছেন এবং ভ্যাটিকানে ফিলিস্তিনি পতাকা উত্তোলনের অনুমোদন দিয়েছিলেন।
‘ভালোবাসা ও সহানুভূতির প্রতিচ্ছবি’: মিসর
মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি বলেন, পোপের মৃত্যু 'বিশ্বের জন্য গভীর ক্ষতি', তিনি ছিলেন শান্তি, ভালোবাসা ও সহানুভূতির কণ্ঠস্বর।
‘মানবতার সেবায় নিবেদিত’: ইথিওপিয়া
ইথিওপিয়ার প্রধানমন্ত্রী আবি আহমেদ বলেন, 'তাঁর আত্মা শান্তিতে বিশ্রাম নিক এবং করুণাময়তা, বিনয় ও মানবতার সেবায় তাঁর উত্তরাধিকার ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রাণিত করুক।:
‘মানবতার অপূরণীয় ক্ষতি’: লেবানন
লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন বলেন, 'পোপ ফ্রান্সিসের মৃত্যু মানবতার অপূরণীয় ক্ষতি। তিনি ছিলেন ন্যায়বিচার ও শান্তির এক বলিষ্ঠ কণ্ঠস্বর।'
‘খাদেম-নেতৃত্বের দৃষ্টান্ত’: কেনিয়া
কেনিয়ার প্রেসিডেন্ট উইলিয়াম রুটো বলেন, 'পোপ বিনয়ের মধ্য দিয়ে খাদেম-নেতৃত্বের এক উজ্জ্বল উদাহরণ স্থাপন করেছেন।'
‘সম্মানিত রাষ্ট্রনায়ক’: তুরস্ক
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোগান পোপকে ‘ভিন্নধর্মের মধ্যে সংলাপ প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ অবদান রাখা এক সম্মানিত রাষ্ট্রনায়ক’ হিসেবে অভিহিত করেন। তিনি বলেন, “বিশেষ করে ফিলিস্তিনি ইস্যুতে তিনি মানবিক পদক্ষেপ নিয়েছেন।'
‘অটল অঙ্গীকার’: শ্রীলঙ্কা
শ্রীলঙ্কার প্রেসিডেন্ট অনূঢ়া কুমারা দিশানায়েকে বলেন, শান্তি, সহানুভূতি ও মানবতার প্রতি তাঁর অটল অঙ্গীকার এক অমোচনীয় ছাপ রেখে গেছে।'
‘নিঃস্বরদের কণ্ঠস্বর’: আফ্রিকান ইউনিয়ন
আফ্রিকান ইউনিয়ন কমিশনের চেয়ারম্যান মাহমুদ আলী ইউসুফ বলেন, 'আফ্রিকা মহাদেশে পোপের সাহসী সম্পৃক্ততা, সংঘাত ও দারিদ্রে আক্রান্তদের পাশে দাঁড়ানো, ও শান্তি ও পুনর্মিলনের পক্ষে অবস্থান গ্রহণ অবিস্মরণীয়।'