গাজায় ইসরাইলি বিমান হামলায় নিহত ৭: উদ্ধারকর্মী

বাসস
প্রকাশ: ২২ এপ্রিল ২০২৫, ১০:১৭

ঢাকা, ২২ এপ্রিল, ২০২৫ (বাসস) : গাজার বেসামরিক প্রতিরক্ষা সংস্থা মঙ্গলবার জানিয়েছে, হামাস-নিয়ন্ত্রিত ভূখণ্ড জুড়ে নতুন ইসরাইলি বিমান হামলায় সাতজন নিহত হয়েছেন। 

গাজা সিটি থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

বেসামরিক প্রতিরক্ষা মুখপাত্র মাহমুদ বাসাল এএফপিকে বলেছেন, ‘দখলদার ইসরাইল গাজা শহর, বেইত লাহিয়া, বেইত হানুন এবং খান ইউনিস শহরে সহিংস বিমান হামলা চালিয়ে সাতজন বেসামরিক নাগরিককে হত্যা করেছে।’

নিহতদের মধ্যে গাজা শহরের কাছে আল-রিমাল এলাকার চারজন, গাজা শহরের পশ্চিমে আল-সাব্রা এলাকায় দুজন এবং খান ইউনিসে একজন নিহত হয়েছেন বলে জানা গেছে।

তিনি আরো বলেন, ‘দখলদার ইসরাইল গাজা শহরের পূর্বে এবং রাফায় ১০টিরও বেশি বাড়ি ধ্বংস করেছে’।

ইসরাইলি সামরিক বাহিনী তাৎক্ষণিকভাবে এ বিষয়ে কোনও মন্তব্য করেনি। গত ১৮ মার্চ অবরুদ্ধ ফিলিস্তিনি ভূখণ্ডে পুনরায় আক্রমণ শুরু করার পর থেকে গাজা উপত্যকায় তাদের বিমান বোমা হামলা তীব্রতর করেছে এবং একই সাথে তারা স্থল অভিযান বৃদ্ধি করেছে।

গাজার বেসামরিক প্রতিরক্ষা সংস্থা সোমবার সেনাবাহিনীর অভ্যন্তরীণ তদন্তের ফলাফল প্রত্যাখ্যান করে ইসরাইলি সেনাবাহিনীকে গত মাসে ১৫ জন উদ্ধারকর্মীকে হত্যার ঘটনায় ‘সংক্ষিপ্ত মৃত্যুদণ্ড’ কার্যকর করার অভিযোগ করেছে।

হামাস-নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য মতে, সেনাবাহিনী পুনরায় আক্রমণ শুরু হওয়ার পর থেকে গাজায় কমপক্ষে ১ হাজার ৬শ’ ৯১ জন নিহত হয়েছেন। যুদ্ধ শুরু হওয়ার পর থেকে মোট মৃতের সংখ্যা কমপক্ষে ৫১ হাজার ৬৫ জনে দাঁড়িয়েছে। 

ইসরাইলি সরকারি পরিসংখ্যানের ওপর ভিত্তি করে এএফপির এক হিসাব অনুসারে জানা গেছে, ২০২৩ সালের অক্টোবরে ইসরাইলের ওপর হামাসের আক্রমণের পর গাজা যুদ্ধ শুরু হয়, যার ফলে ১ হাজার ২শ ১৮ জন নিহত হয়, যাদের বেশিরভাগই বেসামরিক নাগরিক।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বিভিন্ন অপরাধে রাজধানীতে ২৬ জন গ্রেফতার
বিমান বাহিনীর ইলিশ সংরক্ষণ অভিযান
উদ্ধার কার্যক্রমে স্থানীয় নৌকা ব্যবহারের ওপর আমরা গুরুত্ব দিচ্ছি : ত্রাণ উপদেষ্টা
প্রধান উপদেষ্টা রোম পৌঁছেছেন
‘মাধ্যমিক শিক্ষা’ ও 'কলেজ শিক্ষা ' নামে পৃথক অধিদপ্তর প্রতিষ্ঠায় ৬ সদস্যের কমিটি গঠন
ট্রাম্পের সঙ্গে আবারো জেলেনস্কির ফোনালাপ
সব জিম্মি ইসরাইলে পৌঁছলে ফিলিস্তিনি বন্দিদের মুক্তি: ইসরাইলের প্রধানমন্ত্রীর দপ্তর
রাকসু নির্বাচনে ছাত্রদল সমর্থিত ‘ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম’ প্যানেলের ১০ দফা ইশতেহার ঘোষণা
আগামীকাল ঝালকাঠিতে দুদকের গণশুনানি
খুলনাকে হারিয়ে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন রংপুর
১০