বুরকিনায় 'সম্পূর্ণ বিশৃঙ্খলা' তৈরির ষড়যন্ত্র ব্যর্থ করা হয়েছে : সামরিক জান্তা 

বাসস
প্রকাশ: ২২ এপ্রিল ২০২৫, ১২:০৪

ঢাকা, ২২ এপ্রিল, ২০২৫ (বাসস) : বুরকিনা ফাসোর সামরিক জান্তা সোমবার দাবি করেছে, তারা বিশৃঙ্খলা সৃষ্টি করার লক্ষ্যে একটি ‘বড় ষড়যন্ত্র’ নস্যাৎ করে দিয়েছে। সামরিক জান্তা বলেছে, তাদের বিশ্বাস এই ঘটনার মূল পরিকল্পনাকারীরা প্রতিবেশী আইভরি কোস্টে রয়েছেন।

আবিদজান থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

ক্যাপ্টেন ইব্রাহিম ট্রোরের নেতৃত্বে একটি অভ্যুত্থানের পর ২০২২ সালের সেপ্টেম্বর থেকে বুরকিনা ফাসো সামরিক নেতা কর্তৃক পরিচালিত হচ্ছে। ক্যাপ্টেন ইব্রাহিম প্রায়শই আইভরি কোস্টকে তার বিরোধীদের আশ্রয় দেওয়ার জন্য দোষারোপ করে আসছেন।

ট্রোর দেশে নিরাপত্তা পুনরুদ্ধারের প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু তার সরকার নিয়মিতভাবে ভিন্নমতাবলম্বীদের চুপ করিয়ে দিচ্ছে। দেশটিতে বিশেষ করে জান্তার শত্রু বলে বিবেচিত বেসামরিক নাগরিকদের অপহরণ এবং বিচারবহির্ভূত গ্রেপ্তারের ঘটনা অনেক বেড়েছে।

জাতীয় টেলিভিশনে এক বিবৃতিতে নিরাপত্তা মন্ত্রী মাহামাদু সানা বলেন, ‘গোয়েন্দা সংস্থার সূক্ষ্ম তৎপরতায় আমাদের দেশের বিরুদ্ধে একটি বড় ষড়যন্ত্রের প্রস্তুতি প্রকাশ্যে এসেছে। সন্ত্রাসী চক্রান্তকারীদের চূড়ান্ত লক্ষ্য ছিল সম্পূর্ণ বিশৃঙ্খলা সৃষ্টি করা।’

তিনি বলেন, ‘সন্ত্রাসী চক্রান্তকারীদের পরিকল্পনা অনুসারে, এই কৌশলটি শেষ হওয়ার কথা ছিল, বুধবার ১৬ এপ্রিল, ২০২৫ তারিখে (বুরকিনা) ফাসোর প্রেসিডেন্টের ওপর জাতির শত্রু কর্তৃক নিয়োগপ্রাপ্ত একদল সেনার আক্রমণের মাধ্যমে।

সোমবার নিরাপত্তা সূত্র এএফপিকে জানিয়েছে, জান্তার সমর্থকরা সরকারকে ‘অস্থিতিশীল’ করার পরিকল্পনার অভিযোগে গত সপ্তাহে দুই কর্মকর্তাসহ এক ডজন সামরিক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে।

২০১৫ সাল থেকে বুরকিনা ফাসো ইসলামিক স্টেট গ্রুপ বা আল-কায়েদার সাথে যুক্ত গোষ্ঠীগুলোর জিহাদি সহিংসতায় জর্জরিত।

ট্রোরে গত বছর দাবি করেছিলেন যে আইভরি কোস্ট বুরকিনাকে অস্থিতিশীল করার ‘অভিযানের কেন্দ্র’।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
নওগাঁয়ে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে বিএনপি
স্বাধীনতা যুদ্ধ, নব্বইয়ের গণআন্দোলন ও চব্বিশের গণঅভ্যুত্থানে কাজী নজরুলের কবিতা-গান মানুষকে উজ্জীবিত করেছে : তারেক রহমান
মানবাধিকার রক্ষায় সম্মিলিত প্রচেষ্টার ব্যাপারে গুরুত্বারোপ
নির্যাতন করার শক্তিকে সাংবিধানিক ক্ষমতা মনে করতো আওয়ামী লীগ : আইন উপদেষ্টা
হিজবুল্লাহকে নিরস্ত্রীকরণে লেবাননের কার্যকর পদক্ষেপ চায় যুক্তরাষ্ট্র : দূত
‘ভোক্তা-অধিকার রক্ষায় অংশীজনের সমন্বিত ভূমিকা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষা সংক্ষিপ্ত সিলেবাসে
কাজী নজরুল ইসলামের মৃত্যুবার্ষিকী উপলক্ষে বাংলা একাডেমির অনুষ্ঠান আগামীকাল
নিউইয়র্কে তথ্য উপদেষ্টার ওপর হামলার প্রতিবাদে ঢাবিতে বিক্ষোভ সমাবেশ
বাংলাদেশ বিমানবাহিনীর আন্তঃঘাঁটি স্কোয়াশ প্রতিযোগিতা সমাপ্ত
১০