ট্রাক একীভূতকরণের খবরে জাপানের হিনো মোটরসের শেয়ারের দাম বেড়েছে

বাসস
প্রকাশ: ২২ এপ্রিল ২০২৫, ১২:২২

ঢাকা, ২২ এপ্রিল, ২০২৫ (বাসস) : জার্মানির ডেইমলারের একটি জাপানি সহযোগী প্রতিষ্ঠানের সঙ্গে একীভূতকরণ চুক্তি হওয়ার সম্ভাবনার খবর প্রকাশের পর মঙ্গলবার টয়োটার ট্রাক তৈরির ইউনিট হিনো মোটরসের শেয়ারের দাম বৃদ্ধি পেয়েছে। 

টোকিও থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

নিক্কেই ব্যবসায়িক সংবাদপত্র জানিয়েছে, মে মাসের প্রথম দিকে মিতসুবিশি ফুসো ট্রাক ও বাসের সঙ্গে একটি চুক্তি চূড়ান্ত করার জন্য হিনোর কোম্পানি এগিয়ে যাচ্ছে। এই খবরের ফলে সকালের লেনদেনে হিনোর শেয়ারের দাম ৯ দশমিক ৩ শতাংশ পর্যন্ত বেড়েছে।

নিক্কেই জানিয়েছে, মার্কিন শুল্ক ও নতুন চীনা প্রতিদ্বন্দ্বীদের মুখোমুখি হয়ে কোম্পানিগুলো প্রতিযোগিতামূলক থাকতে চায়। 

হিনো মোটরস এক বিবৃতিতে জানিয়েছে, তারা ২০২৩ সালে ঘোষণা করেছে যে, দুটি সংস্থা ‘ব্যবসায়িক একীভূতকরণ’ বিবেচনা করছে। 

এতে বলা হয়েছে, ‘কিন্তু চূড়ান্ত চুক্তি, হোল্ডিং কোম্পানির তালিকাভুক্তির সময়, বিনিয়োগ অনুপাত ও ভোটাধিকারের অনুপাত সম্পর্কে এই মুহূর্তে কিছুই সিদ্ধান্ত নেওয়া হয়নি।’ 

মিতসুবিশি ফুসো ট্রাক ও বাস একই বিবৃতি দিয়েছে।
 
এদের শেয়ার প্রকাশ্যে লেনদেন হয় না।

একজন নারী মুখপাত্র এএফপিকে জানিয়েছেন, ‘যেসব তথ্য নির্ধারণের পর জনসমক্ষে ঘোষণা করা উচিত, আমরা তাৎক্ষণিকভাবে তা ঘোষণা করব।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বিভিন্ন অপরাধে রাজধানীতে ২৬ জন গ্রেফতার
বিমান বাহিনীর ইলিশ সংরক্ষণ অভিযান
উদ্ধার কার্যক্রমে স্থানীয় নৌকা ব্যবহারের ওপর আমরা গুরুত্ব দিচ্ছি : ত্রাণ উপদেষ্টা
প্রধান উপদেষ্টা রোম পৌঁছেছেন
‘মাধ্যমিক শিক্ষা’ ও 'কলেজ শিক্ষা ' নামে পৃথক অধিদপ্তর প্রতিষ্ঠায় ৬ সদস্যের কমিটি গঠন
ট্রাম্পের সঙ্গে আবারো জেলেনস্কির ফোনালাপ
সব জিম্মি ইসরাইলে পৌঁছলে ফিলিস্তিনি বন্দিদের মুক্তি: ইসরাইলের প্রধানমন্ত্রীর দপ্তর
রাকসু নির্বাচনে ছাত্রদল সমর্থিত ‘ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম’ প্যানেলের ১০ দফা ইশতেহার ঘোষণা
আগামীকাল ঝালকাঠিতে দুদকের গণশুনানি
খুলনাকে হারিয়ে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন রংপুর
১০