ট্রাক একীভূতকরণের খবরে জাপানের হিনো মোটরসের শেয়ারের দাম বেড়েছে

বাসস
প্রকাশ: ২২ এপ্রিল ২০২৫, ১২:২২

ঢাকা, ২২ এপ্রিল, ২০২৫ (বাসস) : জার্মানির ডেইমলারের একটি জাপানি সহযোগী প্রতিষ্ঠানের সঙ্গে একীভূতকরণ চুক্তি হওয়ার সম্ভাবনার খবর প্রকাশের পর মঙ্গলবার টয়োটার ট্রাক তৈরির ইউনিট হিনো মোটরসের শেয়ারের দাম বৃদ্ধি পেয়েছে। 

টোকিও থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

নিক্কেই ব্যবসায়িক সংবাদপত্র জানিয়েছে, মে মাসের প্রথম দিকে মিতসুবিশি ফুসো ট্রাক ও বাসের সঙ্গে একটি চুক্তি চূড়ান্ত করার জন্য হিনোর কোম্পানি এগিয়ে যাচ্ছে। এই খবরের ফলে সকালের লেনদেনে হিনোর শেয়ারের দাম ৯ দশমিক ৩ শতাংশ পর্যন্ত বেড়েছে।

নিক্কেই জানিয়েছে, মার্কিন শুল্ক ও নতুন চীনা প্রতিদ্বন্দ্বীদের মুখোমুখি হয়ে কোম্পানিগুলো প্রতিযোগিতামূলক থাকতে চায়। 

হিনো মোটরস এক বিবৃতিতে জানিয়েছে, তারা ২০২৩ সালে ঘোষণা করেছে যে, দুটি সংস্থা ‘ব্যবসায়িক একীভূতকরণ’ বিবেচনা করছে। 

এতে বলা হয়েছে, ‘কিন্তু চূড়ান্ত চুক্তি, হোল্ডিং কোম্পানির তালিকাভুক্তির সময়, বিনিয়োগ অনুপাত ও ভোটাধিকারের অনুপাত সম্পর্কে এই মুহূর্তে কিছুই সিদ্ধান্ত নেওয়া হয়নি।’ 

মিতসুবিশি ফুসো ট্রাক ও বাস একই বিবৃতি দিয়েছে।
 
এদের শেয়ার প্রকাশ্যে লেনদেন হয় না।

একজন নারী মুখপাত্র এএফপিকে জানিয়েছেন, ‘যেসব তথ্য নির্ধারণের পর জনসমক্ষে ঘোষণা করা উচিত, আমরা তাৎক্ষণিকভাবে তা ঘোষণা করব।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ঝালকাঠিতে পুলিশ সুপার কাপ ফুটবলে ফাইনাল অনুষ্ঠিত
এক ম্যাচে ১৭ লাল কার্ড
সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিতের দাবি বাউল শিল্পী-সমর্থকদের 
আগামী নির্বাচনকে সম্পূর্ণ কলঙ্কমুক্ত করতে হবে : উপদেষ্টা ফাওজুল কবির   
১ উইকেট দূরে নাসুম
চট্টগ্রামে অবৈধ আর্টিসনাল ট্রলিং বোট, জাল ও সামুদ্রিক মাছসহ ১ জন আটক
ইস্তাম্বুলে বিক্ষোভ মামলায় তুরস্কে ৮৭ জনকে খালাস
ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় একব্যক্তি নিহত
খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় টাঙ্গাইলে দোয়া মাহফিল
সাতক্ষীরা সীমান্তে ভারতীয় বিভিন্ন মালামাল জব্দ 
১০