ট্রাক একীভূতকরণের খবরে জাপানের হিনো মোটরসের শেয়ারের দাম বেড়েছে

বাসস
প্রকাশ: ২২ এপ্রিল ২০২৫, ১২:২২

ঢাকা, ২২ এপ্রিল, ২০২৫ (বাসস) : জার্মানির ডেইমলারের একটি জাপানি সহযোগী প্রতিষ্ঠানের সঙ্গে একীভূতকরণ চুক্তি হওয়ার সম্ভাবনার খবর প্রকাশের পর মঙ্গলবার টয়োটার ট্রাক তৈরির ইউনিট হিনো মোটরসের শেয়ারের দাম বৃদ্ধি পেয়েছে। 

টোকিও থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

নিক্কেই ব্যবসায়িক সংবাদপত্র জানিয়েছে, মে মাসের প্রথম দিকে মিতসুবিশি ফুসো ট্রাক ও বাসের সঙ্গে একটি চুক্তি চূড়ান্ত করার জন্য হিনোর কোম্পানি এগিয়ে যাচ্ছে। এই খবরের ফলে সকালের লেনদেনে হিনোর শেয়ারের দাম ৯ দশমিক ৩ শতাংশ পর্যন্ত বেড়েছে।

নিক্কেই জানিয়েছে, মার্কিন শুল্ক ও নতুন চীনা প্রতিদ্বন্দ্বীদের মুখোমুখি হয়ে কোম্পানিগুলো প্রতিযোগিতামূলক থাকতে চায়। 

হিনো মোটরস এক বিবৃতিতে জানিয়েছে, তারা ২০২৩ সালে ঘোষণা করেছে যে, দুটি সংস্থা ‘ব্যবসায়িক একীভূতকরণ’ বিবেচনা করছে। 

এতে বলা হয়েছে, ‘কিন্তু চূড়ান্ত চুক্তি, হোল্ডিং কোম্পানির তালিকাভুক্তির সময়, বিনিয়োগ অনুপাত ও ভোটাধিকারের অনুপাত সম্পর্কে এই মুহূর্তে কিছুই সিদ্ধান্ত নেওয়া হয়নি।’ 

মিতসুবিশি ফুসো ট্রাক ও বাস একই বিবৃতি দিয়েছে।
 
এদের শেয়ার প্রকাশ্যে লেনদেন হয় না।

একজন নারী মুখপাত্র এএফপিকে জানিয়েছেন, ‘যেসব তথ্য নির্ধারণের পর জনসমক্ষে ঘোষণা করা উচিত, আমরা তাৎক্ষণিকভাবে তা ঘোষণা করব।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়
নওগাঁয়ে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে বিএনপি
স্বাধীনতা যুদ্ধ, নব্বইয়ের গণআন্দোলন ও চব্বিশের গণঅভ্যুত্থানে কাজী নজরুলের কবিতা-গান মানুষকে উজ্জীবিত করেছে : তারেক রহমান
মানবাধিকার রক্ষায় সম্মিলিত প্রচেষ্টার ব্যাপারে গুরুত্বারোপ
নির্যাতন করার শক্তিকে সাংবিধানিক ক্ষমতা মনে করতো আওয়ামী লীগ : আইন উপদেষ্টা
হিজবুল্লাহকে নিরস্ত্রীকরণে লেবাননের কার্যকর পদক্ষেপ চায় যুক্তরাষ্ট্র : দূত
‘ভোক্তা-অধিকার রক্ষায় অংশীজনের সমন্বিত ভূমিকা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষা সংক্ষিপ্ত সিলেবাসে
কাজী নজরুল ইসলামের মৃত্যুবার্ষিকী উপলক্ষে বাংলা একাডেমির অনুষ্ঠান আগামীকাল
নিউইয়র্কে তথ্য উপদেষ্টার ওপর হামলার প্রতিবাদে ঢাবিতে বিক্ষোভ সমাবেশ
বাংলাদেশ বিমানবাহিনীর আন্তঃঘাঁটি স্কোয়াশ প্রতিযোগিতা সমাপ্ত
১০