নরওয়ের রানি সোনজা শ্বাসকষ্টের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি

বাসস
প্রকাশ: ২২ এপ্রিল ২০২৫, ১৫:৪১
রানি সোনজা। ছবি: সংগৃহীত

ঢাকা, ২২ এপ্রিল, ২০২৫ (বাসস): নরওয়ের ৮৭ বছর বয়সী  রানি সোনজা সোমবার গভীর রাতে শ্বাসকষ্টের কারণে অসলোর একটি হাসপাতালে ভর্তি হয়েছেন। রাজপ্রাসাদ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

অসলো থেকে এএফপি এ খবর জানায়। 

রাজপ্রাসাদ এক বিবৃতিতে বলেছে, ‘রানীকে সিকিলসডালেনে অবস্থিত ‘রয়েল মাউন্টেন শ্যালেট’ কটেজ থেকে মেডিকেল হেলিকপ্টারে করে নিয়ে যাওয়া হয়। এ সময় রাজকীয় দম্পতি কটেজটিতে ইস্টার ছুটি কাটাচ্ছিলেন।

বার্তা সংস্থা এনটিবি জানায়, ১৯২৪ সাল থেকে, নরওয়েজিয়ান রাজপরিবার তাদের ইস্টার ছুটির বেশিরভাগ সময় শ্যালেটে কাটান।

রানি সোনজাকে জানুয়ারি মাসে হৃদ্‌যন্ত্রের জটিলতার কারণে সংক্ষিপ্ত সময়ের জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছিল। 

প্রাসাদ জানায়, পরে তার হৃদপিন্ডে সফলভাবে একটি পেস-মেকার বসানো হয়।

গত মার্চ মাসে মালয়েশিয়ায় ছুটি কাটানোর সময় সংক্রমণের পর রানি সোনজার স্বামী কিং হ্যারাল্ডের হৃদযন্ত্রে পেস-মেকার বসানো হয়। ৮৭ বছর বয়সী হ্যারাল্ড ইউরোপের সবচেয়ে বেশি সময় ধরে রাজা হিসেবে দায়িত্ব পালন করছেন। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বিভিন্ন অপরাধে রাজধানীতে ২৬ জন গ্রেফতার
বিমান বাহিনীর ইলিশ সংরক্ষণ অভিযান
উদ্ধার কার্যক্রমে স্থানীয় নৌকা ব্যবহারের ওপর আমরা গুরুত্ব দিচ্ছি : ত্রাণ উপদেষ্টা
প্রধান উপদেষ্টা রোম পৌঁছেছেন
‘মাধ্যমিক শিক্ষা’ ও 'কলেজ শিক্ষা ' নামে পৃথক অধিদপ্তর প্রতিষ্ঠায় ৬ সদস্যের কমিটি গঠন
ট্রাম্পের সঙ্গে আবারো জেলেনস্কির ফোনালাপ
সব জিম্মি ইসরাইলে পৌঁছলে ফিলিস্তিনি বন্দিদের মুক্তি: ইসরাইলের প্রধানমন্ত্রীর দপ্তর
রাকসু নির্বাচনে ছাত্রদল সমর্থিত ‘ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম’ প্যানেলের ১০ দফা ইশতেহার ঘোষণা
আগামীকাল ঝালকাঠিতে দুদকের গণশুনানি
খুলনাকে হারিয়ে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন রংপুর
১০