নিউজিল্যান্ডে নারী ও পুরুষের বায়োলজিক্যাল সংজ্ঞা চেয়ে আইন করার প্রস্তাব

বাসস
প্রকাশ: ২২ এপ্রিল ২০২৫, ১৫:৫৮

ঢাকা, ২২ এপ্রিল, ২০২৫ (বাসস) : মঙ্গলবার নিউজিল্যান্ডের শাসক জোটের একটি জনপ্রিয় দল ক্যান্সারে মত সামাজিক ব্যাধি ‘জাগ্রত মতাদর্শ’ (ওক আইডিওলজি)-র নিন্দা করে পুরুষ ও মহিলাদের বায়োলজিক্যাল সংজ্ঞা কার্যকর করার জন্য একটি আইন প্রস্তাব করেছে।

নিউজিল্যান্ড ফার্স্ট পার্টি নামের দলটি ট্রান্সজেন্ডার মহিলাদের মহিলাদের টয়লেট ব্যবহার করা বা মহিলাদের খেলাধুলায় অংশগ্রহণ নিষিদ্ধ করার জন্য দীর্ঘদিন ধরেই প্রচারণা চালিয়ে আসছিল। তারই অংশ হিসেবে তারা সংসদে খসড়া আইনটি উপস্থাপন করেছে।

ব্রিটেনের সুপ্রিম কোর্ট রায় দেওয়ার মাত্র এক সপ্তাহ পরেই তারা "জাগ্রত মতাদর্শ" বিরোধী প্রচারণা শুরু করে। 
ব্রিটেনের সুপ্রিম কোর্ট রায়ে বলা হয়েছে, একজন মহিলার আইনি সংজ্ঞা তার জন্মের সময় ব্যক্তির লিঙ্গের উপর ভিত্তি করে নির্ধারণ হয়।

দলটির উপ-প্রধানমন্ত্রী উইনস্টন পিটার্স বলেছেন, দেশে এবং আন্তর্জাতিকভাবে ঘটে যাওয়া ঘটনাবলি দেখিয়েছে যে "পেন্ডুলামটি সাধারণ জ্ঞানের দিকে ফিরে যাচ্ছে এবং আমাদের ধারণা সঠিক প্রমাণ করছে"।

বিলটিতে একজন নারীকে "প্রাপ্তবয়স্ক মানব বায়োলজিক্যাল নারী" এবং একজন পুরুষকে "প্রাপ্তবয়স্ক মানব বায়োলজিক্যাল পুরুষ" হিসাবে সংজ্ঞায়িত করে।

পিটার্স এক বিবৃতিতে বলেছেন, এ উদ্যোগ দেশকে "জাগ্রত মতাদর্শ" থেকে দূরে সরিয়ে দেবে, যা নারীদের অবমূল্যায়ন এবং সুরক্ষাকে ক্ষুণ্ন করেছে।।

তিনি বলেন, এই ধরণের আইন প্রণয়নের প্রয়োজনীয়তা দেখায় যে বামপন্থীরা সমাজ হিসাবে আমাদের কতটা দূরে নিয়ে গেছে। কিন্তু আমরা লড়াই চালিয়ে যাচ্ছি।

তিন দলীয় জোট সরকারের সবচেয়ে ছোট সদস্য হচ্ছে নিউজিল্যান্ড ফার্স্ট পার্টি। কারণে এটি পরিষ্কার নয় যে খসড়া আইনটি পাস করার জন্য যথেষ্ট সমর্থন দলটি পাবে কি না।

কারণ, এ বিলটি এমন একজন সংসদ সদস্য উপস্থাপন করেছেন যিনি সরকারের কেউ নয়। তাই এবিষয়টিও নিশ্চিত হওয়া যাচ্ছে না যে, সংসদের এটি নিয়ে বিতর্কের জন্য সময় পাওয়া যাবে।

তবে সংসদে মধ্য-বামপন্থী বিরোধী নেতা ক্রিস হিপকিন্স পাবলিক ব্রডকাস্টার রেডিও নিউজিল্যান্ডকে বলেছেন, পিটার্স জনসমর্থন ধরে রাখার জন্য "যে কোনও জনপ্রিয় বিষয়" সামনে নিয়ে আসেন। কারণ "তারা একের পর এক শিরোনাম হতে আগ্রহী। এছাড়া নিউজিল্যান্ডকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তাদের আসলে কোন সুসংগত কর্মসূচি নেই। প্রয়োজনীয় বিষয়গুলোর উপর তারা আলোকপাত করেন না।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
নওগাঁয়ে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে বিএনপি
স্বাধীনতা যুদ্ধ, নব্বইয়ের গণআন্দোলন ও চব্বিশের গণঅভ্যুত্থানে কাজী নজরুলের কবিতা-গান মানুষকে উজ্জীবিত করেছে : তারেক রহমান
মানবাধিকার রক্ষায় সম্মিলিত প্রচেষ্টার ব্যাপারে গুরুত্বারোপ
নির্যাতন করার শক্তিকে সাংবিধানিক ক্ষমতা মনে করতো আওয়ামী লীগ : আইন উপদেষ্টা
হিজবুল্লাহকে নিরস্ত্রীকরণে লেবাননের কার্যকর পদক্ষেপ চায় যুক্তরাষ্ট্র : দূত
‘ভোক্তা-অধিকার রক্ষায় অংশীজনের সমন্বিত ভূমিকা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষা সংক্ষিপ্ত সিলেবাসে
কাজী নজরুল ইসলামের মৃত্যুবার্ষিকী উপলক্ষে বাংলা একাডেমির অনুষ্ঠান আগামীকাল
নিউইয়র্কে তথ্য উপদেষ্টার ওপর হামলার প্রতিবাদে ঢাবিতে বিক্ষোভ সমাবেশ
বাংলাদেশ বিমানবাহিনীর আন্তঃঘাঁটি স্কোয়াশ প্রতিযোগিতা সমাপ্ত
১০