ইলন মাস্কের মা মে মাস্ক ভারতে

বাসস
প্রকাশ: ২২ এপ্রিল ২০২৫, ১৬:১১

ঢাকা, ২২ এপ্রিল, ২০২৫ (বাসস) : ধনকুবের ইলন মাস্কের মা মে মাস্ক তার নিজের বইয়ের উদ্বোধনের জন্য এসেছেন। কিন্তু ঘটনাক্রমে তার সঙ্গে দেখা হয়ে গেল বলিউড অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজের। জ্যাকুলিনের মা মারা গেছেন সম্প্রতি। মায়ের মৃত্যুর পর প্রথমবার সামনে এলেন জ্যাকুলিন। সোমবার (২১ এপ্রিল) ধনকুবের ইলন মাস্কের মা মে মাস্কের সঙ্গে দেখা গেছে অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজকে। ভারতে এসেছেন মে মাস্ক। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এই খবর জানায়।

ভারতের সিদ্ধিবিনায়ক মন্দিরে পূজা দিয়েছেন দু’জনে। সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করা ছবি থেকে দেখা যায়, ইলনের মা পরেছিলেন সাদা রঙের কুর্তা, প্রায় একই রঙের চুড়িদার পরেছিলেন জ্যাকুলিনও।

ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, ইলনের মা নিজের বইয়ের উদ্বোধনের কারণে মুম্বাই এসেছেন। 

ইলনের মায়ের সঙ্গে আলাপ করে অভিভূত জ্যাকুলিন বলেন, ‘তার সঙ্গে মন্দিরে পূজা দেয়ার অভিজ্ঞতা খুবই সৌভাগ্যের ব্যাপার । মে নিজের বইপ্রকাশ অনুষ্ঠানে ভারতে এসেছেন।’

জ্যাকুলিন বলেছেন, ‘তিনি এমন এক নারী যাকে নমনীয়তার প্রতীক বলা যায়। আমাকে অনেক কিছু শিখিয়েছে তার ব্যবহার। তাকে দেখে মনে হয়েছে বয়স কেবল একটি সংখ্যামাত্র। বয়স কখনো কারো স্বপ্ন এবং লক্ষ্য নির্ধারণ করতে পারে না।’

উল্লেখ্য, চলতি বছর জ্যাকুলিনের প্রেমিক সুকেশ চন্দ্রশেখর পৃথিবীর অন্যতম ধনী ইলনের সঙ্গে কাজ করার ইচ্ছা প্রকাশ করেন। এই সময় সুকেশ কারাগারে রয়েছেন। সেখান থেকেই ইলন মাস্কের সংস্থা ‘এক্স’-এ ১ বিলিয়ন ডলার বিনিয়োগ করার বিষয়ে আগ্রহ প্রকাশ করেন। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ঝালকাঠিতে পুলিশ সুপার কাপ ফুটবলে ফাইনাল অনুষ্ঠিত
এক ম্যাচে ১৭ লাল কার্ড
সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিতের দাবি বাউল শিল্পী-সমর্থকদের 
আগামী নির্বাচনকে সম্পূর্ণ কলঙ্কমুক্ত করতে হবে : উপদেষ্টা ফাওজুল কবির   
১ উইকেট দূরে নাসুম
চট্টগ্রামে অবৈধ আর্টিসনাল ট্রলিং বোট, জাল ও সামুদ্রিক মাছসহ ১ জন আটক
ইস্তাম্বুলে বিক্ষোভ মামলায় তুরস্কে ৮৭ জনকে খালাস
ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় একব্যক্তি নিহত
খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় টাঙ্গাইলে দোয়া মাহফিল
সাতক্ষীরা সীমান্তে ভারতীয় বিভিন্ন মালামাল জব্দ 
১০