ইলন মাস্কের মা মে মাস্ক ভারতে

বাসস
প্রকাশ: ২২ এপ্রিল ২০২৫, ১৬:১১

ঢাকা, ২২ এপ্রিল, ২০২৫ (বাসস) : ধনকুবের ইলন মাস্কের মা মে মাস্ক তার নিজের বইয়ের উদ্বোধনের জন্য এসেছেন। কিন্তু ঘটনাক্রমে তার সঙ্গে দেখা হয়ে গেল বলিউড অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজের। জ্যাকুলিনের মা মারা গেছেন সম্প্রতি। মায়ের মৃত্যুর পর প্রথমবার সামনে এলেন জ্যাকুলিন। সোমবার (২১ এপ্রিল) ধনকুবের ইলন মাস্কের মা মে মাস্কের সঙ্গে দেখা গেছে অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজকে। ভারতে এসেছেন মে মাস্ক। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এই খবর জানায়।

ভারতের সিদ্ধিবিনায়ক মন্দিরে পূজা দিয়েছেন দু’জনে। সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করা ছবি থেকে দেখা যায়, ইলনের মা পরেছিলেন সাদা রঙের কুর্তা, প্রায় একই রঙের চুড়িদার পরেছিলেন জ্যাকুলিনও।

ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, ইলনের মা নিজের বইয়ের উদ্বোধনের কারণে মুম্বাই এসেছেন। 

ইলনের মায়ের সঙ্গে আলাপ করে অভিভূত জ্যাকুলিন বলেন, ‘তার সঙ্গে মন্দিরে পূজা দেয়ার অভিজ্ঞতা খুবই সৌভাগ্যের ব্যাপার । মে নিজের বইপ্রকাশ অনুষ্ঠানে ভারতে এসেছেন।’

জ্যাকুলিন বলেছেন, ‘তিনি এমন এক নারী যাকে নমনীয়তার প্রতীক বলা যায়। আমাকে অনেক কিছু শিখিয়েছে তার ব্যবহার। তাকে দেখে মনে হয়েছে বয়স কেবল একটি সংখ্যামাত্র। বয়স কখনো কারো স্বপ্ন এবং লক্ষ্য নির্ধারণ করতে পারে না।’

উল্লেখ্য, চলতি বছর জ্যাকুলিনের প্রেমিক সুকেশ চন্দ্রশেখর পৃথিবীর অন্যতম ধনী ইলনের সঙ্গে কাজ করার ইচ্ছা প্রকাশ করেন। এই সময় সুকেশ কারাগারে রয়েছেন। সেখান থেকেই ইলন মাস্কের সংস্থা ‘এক্স’-এ ১ বিলিয়ন ডলার বিনিয়োগ করার বিষয়ে আগ্রহ প্রকাশ করেন। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বিভিন্ন অপরাধে রাজধানীতে ২৬ জন গ্রেফতার
বিমান বাহিনীর ইলিশ সংরক্ষণ অভিযান
উদ্ধার কার্যক্রমে স্থানীয় নৌকা ব্যবহারের ওপর আমরা গুরুত্ব দিচ্ছি : ত্রাণ উপদেষ্টা
প্রধান উপদেষ্টা রোম পৌঁছেছেন
‘মাধ্যমিক শিক্ষা’ ও 'কলেজ শিক্ষা ' নামে পৃথক অধিদপ্তর প্রতিষ্ঠায় ৬ সদস্যের কমিটি গঠন
ট্রাম্পের সঙ্গে আবারো জেলেনস্কির ফোনালাপ
সব জিম্মি ইসরাইলে পৌঁছলে ফিলিস্তিনি বন্দিদের মুক্তি: ইসরাইলের প্রধানমন্ত্রীর দপ্তর
রাকসু নির্বাচনে ছাত্রদল সমর্থিত ‘ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম’ প্যানেলের ১০ দফা ইশতেহার ঘোষণা
আগামীকাল ঝালকাঠিতে দুদকের গণশুনানি
খুলনাকে হারিয়ে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন রংপুর
১০