ঢাকা, ২২ এপ্রিল, ২০২৫ (বাসস) : আইভি লীগ প্রতিষ্ঠান প্রিন্সটন এবং ব্রাউনসহ ১শ’ টিরও বেশি মার্কিন বিশ্ববিদ্যালয় এবং কলেজ মঙ্গলবার শিক্ষা ব্যবস্থায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘রাজনৈতিক হস্তক্ষেপের’ তীব্র নিন্দা জানিয়ে একটি যৌথ চিঠি দিয়েছে ট্রাম্প প্রশাসনকে।
হার্ভার্ড বিশ্ববিদ্যালয় ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা করার একদিন পর এই পদক্ষেপ নেওয়া হল, যা তহবিল হ্রাস এবং বহিরাগত রাজনৈতিক তত্ত্বাবধান আরোপের হুমকি দিয়েছে।
চিঠিতে লেখা হয়েছে, ‘আমেরিকান উচ্চশিক্ষাকে বিপন্ন করে তোলা সরকারের নজিরবিহীন বাড়াবাড়ি এবং রাজনৈতিক হস্তক্ষেপের বিরুদ্ধে আমরা এক সুরে কথা বলছি।’
যৌথ চিঠিতে আরো বলা হয়েছে, ‘আমরা গঠনমূলক সংস্কারের জন্য উন্মুক্ত এবং বৈধ সরকারি তত্ত্বাবধানের বিরোধিতা করি না। তবে, আমাদের অবশ্যই অযৌক্তিক সরকারি হস্তক্ষেপের বিরোধিতা করতে হবে।’ এতে আরো বলা হয়েছে, ‘আমাদের অবশ্যই জনসাধারণের গবেষণা তহবিলের জোরপূর্বক ব্যবহার প্রত্যাখ্যান করতে হবে।’
ট্রাম্প বেশ কয়েকটি নামিদামি বিশ্ববিদ্যালয়কে ক্যাম্পাসে ইহুদি-বিদ্বেষ সহ্য করার দাবির বিরুদ্ধে লড়াই করার চেষ্টা করেছেন, যা তাদের বাজেট, কর-মুক্ত মর্যাদা এবং বিদেশি শিক্ষার্থীদের ভর্তির জন্য হুমকিস্বরূপ।
কলম্বিয়া বিশ্ববিদ্যালয়সহ বেশ কয়েকটি শীর্ষ প্রতিষ্ঠান ট্রাম্প প্রশাসনের দাবির কাছে নতি স্বীকার করেছে, যারা দাবি করে শিক্ষিত অভিজাতরা খুব বেশি বামপন্থী।
হার্ভার্ডের ক্ষেত্রে হোয়াইট হাউস দেশের প্রাচীনতম এবং ধনী বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ কর্মকাণ্ডের ওপর নজিরবিহীন সরকারি নিয়ন্ত্রণ চাইছে।