পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিতে রোমে যাচ্ছেন বিশ্বনেতারা

বাসস
প্রকাশ: ২৩ এপ্রিল ২০২৫, ০৯:২০

ঢাকা, ২৩ এপ্রিল, ২০২৫ (বাসস) : ভ্যাটিকানের সেন্ট পিটার্স স্কোয়ারে আগামী শনিবার সকাল ১০টায় পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠিত হবে। এর আগে বুধবার থেকে সেন্ট পিটার্স ব্যাসিলিকায় জনসাধারণের জন্য পোপের মরদেহ দর্শনের ব্যবস্থা করা হবে। তিনি মৃত্যুর আগে সান্তা মার্তা ডোমাসে ছিলেন, সেখানে বর্তমানে ভ্যাটিকানবাসী ও পাপাল হাউসল্ডের জন্য একটি ব্যক্তিগত শ্রদ্ধানুষ্ঠান চলছে।

৮৮ বছর বয়সে স্ট্রোকজনিত কারণে প্রয়াত পোপ ইতিহাসের প্রথম লাতিন আমেরিকান পন্টিফ তাঁর বিনম্র আচরণ ও দরিদ্রদের প্রতি সহমর্মিতার জন্য বিশ্বজুড়ে জনপ্রিয়তা অর্জন করেছিলেন। তবে তিনি পুঁজিবাদ ও জলবায়ু পরিবর্তন বিষয়ে কঠোর সমালোচনার কারণে রক্ষণশীলদের একাংশের বিরাগভাজনও হন।

রোম থেকে এএফপি জানায়, মঙ্গলবার ভ্যাটিকানে কার্ডিনালদের একটি বৈঠকে অন্ত্যেষ্টিক্রিয়া ও দাফনের সময়সূচি নির্ধারণ করা হয় এবং নতুন পোপ নির্বাচনের কনক্লেভসহ অন্যান্য প্রশাসনিক বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়।

বিশ্ব নেতাদের উপস্থিতি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রথম বিশ্বনেতা হিসেবে পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়া উপস্থিতি হওয়ার কথা নিশ্চিত করেন। ট্রাম্প ও তার স্ত্রী মেলানিয়া অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নেবেন। সামাজিক মাধ্যমে ট্রাম্প লেখেন, 'আমরা সেখানে থাকতে মুখিয়ে আছি!'

আমেরিকান মহাদেশ থেকে আরও যারা উপস্থিত থাকবেন: আর্জেন্টিনার প্রেসিডেন্ট জাভিয়ের মিলেই, যিনি পোপের জন্মস্থান বুয়েনস আইরেসের প্রতিনিধি; তিনি পোপের ‘প্রজ্ঞা’র প্রশংসা করেছেন। ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা ও তার স্ত্রী জানজা রোমে উপস্থিত থাকবেন। লুলা বলেন, পোপ 'যে অর্থনৈতিক ব্যবস্থাগুলো মানবজাতির ওপর অন্যায় চাপিয়ে দিয়েছে, সেগুলোর তীব্র সমালোচনা করেছেন।'

জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসও অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দেবেন বলে তার দপ্তর জানিয়েছে।

ভারত পোপের মৃত্যুতে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে—বিদেশি কোনো ধর্মীয় নেতার ক্ষেত্রে এটি বিরল। 

ইতালি পাঁচ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে, যা পোপ জন পল দ্বিতীয়ের মৃত্যুর সময়কার তিন দিনের চেয়েও বেশি।

ইউরোপীয় নেতৃত্বের উপস্থিতি

ইউরোপীয় কমিশনের প্রধান উরসুলা ফন ডের লায়েন এবং ইউরোপীয় পরিষদের প্রধান আন্তোনিও কস্তা রোমে যাবেন। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার ও রাজা তৃতীয় চার্লসের প্রতিনিধি হিসেবে প্রিন্স উইলিয়াম অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নেবেন।

আয়ারল্যান্ডের প্রেসিডেন্ট মাইকেল হিগিন্স ও তার স্ত্রী, এবং প্রধানমন্ত্রী মাইকেল মার্টিন রোমে যাবেন। স্পেনের রাজা ষষ্ঠ ফেলিপে ও রানি লেতিসিয়া অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দেবেন; রাজা ফেলিপে পোপকে ‘আমাদের সময়ের এক বিশাল নৈতিক বাতিঘর’ হিসেবে উল্লেখ করেন।

ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ পোপের মৃত্যুর খবরে ভারত মহাসাগর অঞ্চলের সফর সংক্ষিপ্ত করে জানান, 'আমরা যথোচিতভাবে, পোপের অন্ত্যেষ্টিক্রিয়ায় উপস্থিত থাকব।'

জার্মানির বিদায়ী চ্যান্সেলর ওলাফ শোলৎজ ও প্রেসিডেন্ট ফ্রাঙ্ক-ভাল্টার শ্টাইনমায়ার দেশটির পক্ষে প্রতিনিধি হিসেবে উপস্থিত থাকবেন। নতুন চ্যান্সেলর ফ্রিডরিখ মারৎস উপস্থিত থাকবেন না।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ও তার স্ত্রী ওলেনা জেলেনস্কা রোমে যাবেন। জেলেনস্কি বলেন, পোপ ইউক্রেনের জন্য প্রার্থনা করেছেন। তিনি ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করার আশা প্রকাশ করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বগুড়ায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় ব্যক্তি নিহত
দিনাজপুরে একটি মিল থেকে ১২০০ বস্তা পচা গম জব্দ
যশোরে কীটনাশক ছাড়াই ইকো ইঞ্জিনিয়ারিং প্রযুক্তিতে ধান উৎপাদনে সাফল্য
কানাডার নির্বাচনে রেকর্ড সর্বোচ্চ আগাম ভোটদান: সরকারি তথ্য
খাদ্যে কৃত্রিম রঙ নিষিদ্ধ করছে ট্রাম্প প্রশাসন
ডিএনসি’র মাঠ পর্যায়ের কর্মকর্তারা মাদকবিরোধী অভিযানে ৯ এমএম পিস্তল ব্যবহার করবেন
নিষেধাজ্ঞা অমান্য করে তুরস্কের বিরোধী দলের বুধবারে বিক্ষোভ আহ্বান
লন্ডনে ইউক্রেন সংকট নিষ্পত্তির সাত-দফা পরিকল্পনা প্রকাশ করবে যুক্তরাষ্ট্র: সংবাদপত্র
বোয়ালখালীতে ৩০০ কৃষককে আউশ প্রণোদনা
ইউক্রেন ইস্যুতে আজ যুক্তরাজ্যে নতুন দফা আলোচনা
১০