ঢাকা, ২৩ এপ্রিল, ২০২৫ (বাসস) : প্রজাতন্ত্রের প্রতীকী দিবসে সমাবেশের ওপর সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে তুরস্কের বিরোধী দল বুধবার আঙ্কারায় সংসদের বাইরে সমাবেশ করার জন্য সমর্থকদের আহ্বান জানিয়েছে।
ইস্তাম্বুল থেকে এএফপি এ খবর জানায়।
প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগানের সবচেয়ে বড় রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী ইস্তাম্বুলের মেয়র একরেম ইমামোগলু গ্রেফতারের এক মাস পর, তার রিপাবলিকান পিপলস পার্টির (সিএইচপি)-র সভাপতি ওজগুর ওজেল বলেছেন, তিনি জাতীয় সার্বভৌমত্ব দিবস (ন্যাশনাল সোভারেনটি ডে) উপলক্ষে সংসদের বাইরে বক্তৃতা দিবেন।
সম্প্রতি তুর্কি প্রজাতন্ত্রের প্রতিষ্ঠাতা মোস্তফা কামাল আতাতুর্ক প্রতিষ্ঠিত সিএইচপি’র নেতা হিসেবে মনোনীত হয়েছেন ওজগুর ওজেল। তিনি মঙ্গলবার গভীর রাতে এক পোস্টে সরকার কর্তৃক সমাবেশ নিষিদ্ধ থাকা সত্ত্বেও সমাবেশ আয়োজনের আহ্বান পুনর্ব্যক্ত করেছেন।
তিনি বলেন, ২৩ এপ্রিল পার্লামেন্টের সামনে আমাদের সমাবেশ নিষিদ্ধ করা যাবে না এবং আনিতকাবির (আতাতুর্কের সমাধি) অভিমুখে আমাদের পদযাত্রা বন্ধ করা যাবে না।
তিনি বলেন, ‘আমি আঙ্কারার সকল বাসিন্দা, বিশেষ করে তরুণ ও ছাত্রদের, এবং আগামীকাল আঙ্কারায় যারা থাকবেন তাদের সকলকে বিকেল ৫ টায় (গ্রিনীচ মান সময় ১৪০০ টায়) তুরস্কের পতাকা হাতে সংসদের সামনে যাওয়ার জন্য আমন্ত্রণ জানাচ্ছি।’ তিনি জাতির সার্বভৌমত্ব কামনা করেন।
এদিকে ইস্তাম্বুলের সিলিভ্রি কারাগারে ২৫ মার্চ থেকে দুর্নীতির অভিযোগে বন্দী থাকা মেয়র ইমামোগলুও তার সেল থেকে সমাবেশের আহ্বান জানিয়েছেন। ইমামোগলু এক্স-এ বলেন, ‘আমি কারাগার থেকে জাতীয় সার্বভৌমত্বের জন্য এই পদযাত্রা দেখব। আমি আপনার পাশে থাকব। আমি আপনাদের সাথে মিছিল করব।’
ইমামোগলুর গ্রেফতারের ফলে তুরস্কের প্রধান শহরগুলোয় বিক্ষোভের ঝড় উঠেছে। এসব বিক্ষোভের নেতৃত্বে রয়েছে মূলত তরুণরা।