ট্রাম্প আগামী মাসে মধ্যপ্রাচ্যের তিন দেশ সফরে যাচ্ছেন

বাসস
প্রকাশ: ২৩ এপ্রিল ২০২৫, ১০:০৬

ঢাকা, ২৩ এপ্রিল, ২০২৫ (বাসস) : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামী মাসের ১৩ মে থেকে মধ্যপ্রাচ্যের তিন দেশ- সৌদি আরব, কাতার এবং  সংযুক্ত আরব আমিরাত সফর করবেন বলে আশা করা হচ্ছে। মঙ্গলবার ট্রাম্পের মুখপাত্র ক্যারোলিন লিভিট এ তথ্য জানিয়েছেন। 

ওয়াশিংটন থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

শনিবার ভ্যাটিকানে পোপ ফ্রান্সিসের শেষকৃত্যে যোগদানের পরিকল্পনার পর এটি হবে তার দ্বিতীয় বিদেশ সফর।

হোয়াইট হাউসের এক সংবাদ সম্মেলনে লিভিট বিস্তারিত কিছু না জানিয়ে বলেন, ট্রাম্প ‘১৩ মে থেকে ১৬ মে পর্যন্ত সৌদি আরব, কাতার এবং সংযুক্ত আরব আমিরাত সফর করবেন’।

২০১৭ সালে প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের প্রথম বিদেশ সফরও হয়েছিল তেল সমৃদ্ধ, রক্ষণশীল দেশ সৌদি আরবে। সৌদি আরবের শীর্ষ কূটনীতিক এই মাসের শুরুতে ওয়াশিংটনে ১৩ মে সফর নিয়ে আলোচনা করেন। 

গত জানুয়ারিতে সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান যুক্তরাষ্ট্রের বাণিজ্য ও বিনিয়োগ খাতে ৬০০ বিলিয়ন ডলার বিনিয়োগের প্রতিশ্রুতি দেন। 

মঙ্গলবারের ঘোষণা এমন এক সময় এলো যখন হোয়াইট হাউস ইরানের সাথে পারমাণবিক আলোচনা চালিয়ে যাচ্ছে এবং তারা যদি কোনও চুক্তিতে পৌঁছাতে ব্যর্থ হয় তবে সামরিক পদক্ষেপ নেওয়ার হুমকি দিচ্ছে। 

২০১৮ সালে, ট্রাম্প তিন বছর আগে স্বাক্ষরিত একটি ঐতিহাসিক পারমাণবিক চুক্তি থেকে মার্কিন যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নেন। যে চুক্তিতে ইরানের পারমাণবিক কর্মসূচিতে বিধিনিষেধ আরোপের বিনিময়ে নিষেধাজ্ঞা শিথিল করা হয়েছিল।

মঙ্গলবার ট্রাম্প বলেন, তিনি ইসরাইলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সাথে কথা বলেছেন এবং বাণিজ্য ও ইরানসহ বিভিন্ন বিষয়ে তারা ঐক্যবদ্ধ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
নওগাঁয়ে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে বিএনপি
স্বাধীনতা যুদ্ধ, নব্বইয়ের গণআন্দোলন ও চব্বিশের গণঅভ্যুত্থানে কাজী নজরুলের কবিতা-গান মানুষকে উজ্জীবিত করেছে : তারেক রহমান
মানবাধিকার রক্ষায় সম্মিলিত প্রচেষ্টার ব্যাপারে গুরুত্বারোপ
নির্যাতন করার শক্তিকে সাংবিধানিক ক্ষমতা মনে করতো আওয়ামী লীগ : আইন উপদেষ্টা
হিজবুল্লাহকে নিরস্ত্রীকরণে লেবাননের কার্যকর পদক্ষেপ চায় যুক্তরাষ্ট্র : দূত
‘ভোক্তা-অধিকার রক্ষায় অংশীজনের সমন্বিত ভূমিকা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষা সংক্ষিপ্ত সিলেবাসে
কাজী নজরুল ইসলামের মৃত্যুবার্ষিকী উপলক্ষে বাংলা একাডেমির অনুষ্ঠান আগামীকাল
নিউইয়র্কে তথ্য উপদেষ্টার ওপর হামলার প্রতিবাদে ঢাবিতে বিক্ষোভ সমাবেশ
বাংলাদেশ বিমানবাহিনীর আন্তঃঘাঁটি স্কোয়াশ প্রতিযোগিতা সমাপ্ত
১০