হামাসকে গাজার পরবর্তী সরকারের অংশ হতে দেবে না যুক্তরাষ্ট্র: ট্রাম্প

বাসস
প্রকাশ: ২৩ এপ্রিল ২০২৫, ১২:৩৫

ঢাকা, ২৩ এপ্রিল, ২০২৫ (বাসস): গাজা উপত্যকার সংঘাত-উত্তর ভবিষ্যৎ প্রশাসনে ফিলিস্তিনের র‌্যাডিক্যাল সংগঠন হামাসকে কোনোভাবে অংশ নিতে দেবে না যুক্তরাষ্ট্র, হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এমন মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ওয়াশিংটন থেকে তাস জানায়, এক সাংবাদিক তাকে প্রশ্ন করেন, সংঘাত-পরবর্তী গাজা শাসনে হামাসের কোনো ভূমিকা থাকবে কি না—এ প্রশ্নে ট্রাম্প সোজাসাপটা জবাব দেন, ‘আমরা হামাসকে সেটা করতে দেব না।’

তিনি আরও বলেন, ‘গাজার কী হয় সেটা দেখা যাবে, তবে আমরা মধ্যপ্রাচ্যে অনেক অগ্রগতি অর্জন করেছি।’

ট্রাম্প বলেন, ‘সেই বিশেষ দিন—৭ অক্টোবর—ঘটার কথা ছিল না। আমি প্রেসিডেন্ট থাকলে সেটা ঘটত না। তবে আমরা পুরো পরিস্থিতিকে থামিয়ে দিতে যাচ্ছি।’

২০২৩ সালের ৭ অক্টোবর আবারও মধ্যপ্রাচ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে, যখন গাজাভিত্তিক ফিলিস্তিনি র‌্যাডিক্যাল সংগঠন হামাস ইসরাইলের সীমান্তবর্তী বসতিতে হঠাৎ হামলা চালায়, বহু মানুষকে হত্যা করে এবং বেশ কয়েকজনকে জিম্মি করে নিয়ে যায়।

এর জবাবে ইসরাইল গাজায় সামরিক অভিযান শুরু করে—হামাসের রাজনৈতিক ও সামরিক কাঠামো ধ্বংস এবং জিম্মিদের মুক্ত করাই যার লক্ষ্য। সংঘাতের শুরু থেকে এখন পর্যন্ত ৫১ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং আহত হয়েছেন প্রায় ১ লাখ ১৭ হাজার।

চলতি বছরের ১৮ মার্চ ইসরাইল আবার গাজায় ব্যাপক হামলা শুরু করে, জানুয়ারিতে হওয়া যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে। ইসরাইলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর কার্যালয় থেকে জানানো হয়, মধ্যস্থতাকারী ও মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফের প্রস্তাব প্রত্যাখ্যান করায় হামলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তাদের ভাষায়, এই অভিযানের লক্ষ্য হচ্ছে গাজায় থাকা সব জিম্মিকে মুক্ত করা। হামাস পাল্টা অভিযোগ করে বলেছে, ইসরাইল ও যুক্তরাষ্ট্রই নতুন করে যুদ্ধ শুরু করেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
নওগাঁয়ে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে বিএনপি
স্বাধীনতা যুদ্ধ, নব্বইয়ের গণআন্দোলন ও চব্বিশের গণঅভ্যুত্থানে কাজী নজরুলের কবিতা-গান মানুষকে উজ্জীবিত করেছে : তারেক রহমান
মানবাধিকার রক্ষায় সম্মিলিত প্রচেষ্টার ব্যাপারে গুরুত্বারোপ
নির্যাতন করার শক্তিকে সাংবিধানিক ক্ষমতা মনে করতো আওয়ামী লীগ : আইন উপদেষ্টা
হিজবুল্লাহকে নিরস্ত্রীকরণে লেবাননের কার্যকর পদক্ষেপ চায় যুক্তরাষ্ট্র : দূত
‘ভোক্তা-অধিকার রক্ষায় অংশীজনের সমন্বিত ভূমিকা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষা সংক্ষিপ্ত সিলেবাসে
কাজী নজরুল ইসলামের মৃত্যুবার্ষিকী উপলক্ষে বাংলা একাডেমির অনুষ্ঠান আগামীকাল
নিউইয়র্কে তথ্য উপদেষ্টার ওপর হামলার প্রতিবাদে ঢাবিতে বিক্ষোভ সমাবেশ
বাংলাদেশ বিমানবাহিনীর আন্তঃঘাঁটি স্কোয়াশ প্রতিযোগিতা সমাপ্ত
১০