নিউ জার্সিতে দাবানল ছড়িয়ে পড়ায় ৩ হাজার বাসিন্দাকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে

বাসস
প্রকাশ: ২৩ এপ্রিল ২০২৫, ১৩:২৮

ঢাকা, ২৩ এপ্রিল, ২০২৫ (বাসস) : মঙ্গলবার যুক্তরাষ্ট্রের নিউ জার্সি রাজ্যে দাবানলের তীব্রতা বেড়ে যাওয়ায় প্রায় ৩ হাজার বাসিন্দাকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।

দাবানলে হাজার হাজার একর জমি পুড়ে গেছে এবং শত শত স্থাপনা হুমকির মুখে পড়েছে। রাজ্যের ফায়ার সার্ভিস মঙ্গলবার এ তথ্য জানিয়েছে।

নিউ ইয়র্ক থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

নিউ জার্সি ফরেস্ট ফায়ার সার্ভিস সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এ এক পোস্টে জানিয়েছে, স্থানীয় সময় রাত ১০টা ৩০ মিনিট পর্যন্ত জোন্স রোডের দাবানল ওশান কাউন্টি জুড়ে ভয়াবহ আকার ধারণ করেছে। দাবানলের আগুন ১০ শতাংশ নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে বলে তারা জানায়।

আগুন ৩ হাজার ২শ’ একর জমিতে ছড়িয়ে পড়ার খবর প্রকাশের মাত্র দুই ঘণ্টা পরেই ৮ হাজার ৫শ’একরে আগুন লেগে যায় বলে জানা গেছে। 

ফায়ার সার্ভিস জানিয়েছে, অসংখ্য অগ্নিনির্বাপণ ও উদ্ধার কর্মীদের সাথে দমকল, বুলডোজার এবং স্থল কর্মীদের মোতায়েন করা হয়েছে। 

ফায়ার সার্ভিস জানিয়েছে, আগুনের কারণ তদন্তাধীন রয়েছে। 

স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, আগুনের সূত্রপাত হয়েছিল একটি বিশাল গ্রামীণ উপকূলীয় বাস্তুতন্ত্রে যা পাইন ব্যারেন্স নামে পরিচিত। যা মার্কিন পূর্ব উপকূলের বৃহত্তম সুরক্ষিত ভূমি অঞ্চলগুলোর মধ্যে একটি।

রাজ্যের পরিবেশ সুরক্ষা বিভাগ জানিয়েছে, নিউ জাসির্তে গত মার্চ মাসে একটি সরকারি খরা সতর্কতা জারি করা হয়েছিল।

জার্সি সেন্ট্রাল পাওয়ার অ্যান্ড লাইট এক্স-এ এক পোস্টে জানিয়েছে, প্রায় ২৫ হাজার গ্রাহক বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছেন।

অগ্নিকাণ্ডের ফলে রাজ্যের মধ্য দিয়ে যাওয়া একটি প্রধান মহাসড়ক গার্ডেন স্টেট পার্কওয়ের একটি অংশও বন্ধ করে দেওয়া হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বিভিন্ন অপরাধে রাজধানীতে ২৬ জন গ্রেফতার
বিমান বাহিনীর ইলিশ সংরক্ষণ অভিযান
উদ্ধার কার্যক্রমে স্থানীয় নৌকা ব্যবহারের ওপর আমরা গুরুত্ব দিচ্ছি : ত্রাণ উপদেষ্টা
প্রধান উপদেষ্টা রোম পৌঁছেছেন
‘মাধ্যমিক শিক্ষা’ ও 'কলেজ শিক্ষা ' নামে পৃথক অধিদপ্তর প্রতিষ্ঠায় ৬ সদস্যের কমিটি গঠন
ট্রাম্পের সঙ্গে আবারো জেলেনস্কির ফোনালাপ
সব জিম্মি ইসরাইলে পৌঁছলে ফিলিস্তিনি বন্দিদের মুক্তি: ইসরাইলের প্রধানমন্ত্রীর দপ্তর
রাকসু নির্বাচনে ছাত্রদল সমর্থিত ‘ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম’ প্যানেলের ১০ দফা ইশতেহার ঘোষণা
আগামীকাল ঝালকাঠিতে দুদকের গণশুনানি
খুলনাকে হারিয়ে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন রংপুর
১০