নতুন মহাকাশ অভিযানে নেতৃত্ব দেবেন অভিজ্ঞ চীনা নভোচারী

বাসস
প্রকাশ: ২৩ এপ্রিল ২০২৫, ১৪:২৮

ঢাকা, ২৩ এপ্রিল, ২০২৫ (বাসস) : চীন বুধবার ঘোষণা করেছে যে, একজন অভিজ্ঞ নভোচারী এ সপ্তাহে দুই নবীন সহকর্মীকে সঙ্গে নিয়ে দেশের তিয়াংগং মহাকাশ স্টেশনে একটি নতুন অভিযানে নেতৃত্ব দেবেন।

চীনের জিউকুয়ান থেকে এএফপি জানায়, চীনা মানব মহাকাশ সংস্থার উপপরিচালক লিন শি চিয়াং এক সংবাদ সম্মেলনে বলেছেন, ‘শেনঝৌ-২০’ নামের এই অভিযান বৃহস্পতিবার স্থানীয় সময় বিকাল ৫টা ১৭ মিনিটে (গ্রিনিচ মান সময় ০৯১৭) উত্তর-পশ্চিম চীনের জিউকুয়ান স্যাটেলাইট উৎক্ষেপণ কেন্দ্র থেকে যাত্রা করবে।

এই মিশনে নেতৃত্ব দেবেন ৪৬ বছর বয়সী চেন ডং। তিনি একসময় যুদ্ধবিমান চালক ছিলেন এবং একজন অভিজ্ঞ নভোচারী হিসেবেও পরিচিত। ২০২২ সালে তিনি চীনের প্রথম নভোচারী হিসেবে ২০০ দিনের বেশি সময় কক্ষপথে অবস্থান করেছিলেন।

চেন ডংয়ের সঙ্গে থাকবেন আরও দুই পুরুষ নভোচারী—চেন ঝোংরুই, যিনি চল্লিশের কোটায় থাকা এক সাবেক বিমানবাহিনীর পাইলট, এবং ৩৫ বছর বয়সী ওয়াং জিয়ে, যিনি আগে একজন মহাকাশপ্রযুক্তি প্রকৌশলী ছিলেন।

লিন বলেন, তাদের দুজনেরই এটি প্রথম মহাকাশ যাত্রা হবে।

বর্তমানে তিয়াংগং মহাকাশ স্টেশনে অবস্থানরত ক্রু সদস্যরা আগামী ২৯ এপ্রিল পৃথিবীতে ফিরে আসবেন। তার আগে তারা নতুন  নভোচারীদের কাছে দায়িত্ব বুঝিয়ে দেবেন।

কক্ষপথে মানুষ পাঠাতে সক্ষম বিশ্বের তৃতীয় দেশ চীন এরই মধ্যে মঙ্গল ও চাঁদে রোবটিক রোভার পাঠিয়েছে।

তিয়াংগং মহাকাশ স্টেশন চীনের মহাকাশ কর্মসূচির মুকুটমণি। এটি তিনজন নভোচারীর একটি দল এটি  পরিচালনা করেন, প্রত্যেক দল ছয় মাস পরপর পরিবর্তিত হয়।

চীন প্রেসিডেন্ট শি জিনপিংয়ের নেতৃত্বে ‘মহাকাশ স্বপ্ন’ বাস্তবায়নে তাদের পরিকল্পনা আরও জোরদার করেছে।

বেইজিং বলছে, তারা ২০৩০ সালের মধ্যে চাঁদে একটি মানব অভিযানে পাঠাতে চায় এবং সেখানে একটি চাঁদ-ঘাঁটি নির্মাণের পরিকল্পনাও রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
মানবাধিকার রক্ষায় সম্মিলিত প্রচেষ্টার ব্যাপারে গুরুত্বারোপ
নির্যাতন করার শক্তিকে সাংবিধানিক ক্ষমতা মনে করতো আওয়ামী লীগ : আইন উপদেষ্টা
হিজবুল্লাহকে নিরস্ত্রীকরণে লেবাননের কার্যকর পদক্ষেপ চায় যুক্তরাষ্ট্র : দূত
‘ভোক্তা-অধিকার রক্ষায় অংশীজনের সমন্বিত ভূমিকা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষা সংক্ষিপ্ত সিলেবাসে
কাজী নজরুল ইসলামের মৃত্যুবার্ষিকী উপলক্ষে বাংলা একাডেমির অনুষ্ঠান আগামীকাল
নিউইয়র্কে তথ্য উপদেষ্টার ওপর হামলার প্রতিবাদে ঢাবিতে বিক্ষোভ সমাবেশ
বাংলাদেশ বিমানবাহিনীর আন্তঃঘাঁটি স্কোয়াশ প্রতিযোগিতা সমাপ্ত
৪৯ তম জাতীয় দাবা চ্যাম্পিয়নশিপে অঞ্চল-১’এ চারজন শীর্ষে
ভূমি দস্যুদের কঠোর হস্তে দমন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা
১০