ইয়েমেন থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র প্রতিহত করার দাবি ইসরাইলের

বাসস
প্রকাশ: ২৩ এপ্রিল ২০২৫, ১৫:৪৩ আপডেট: : ২৩ এপ্রিল ২০২৫, ১৫:৫৩

ঢাকা, ২৩ এপ্রিল, ২০২৫ (বাসস): ইসরাইলি সেনাবাহিনী বুধবার ভোরে জানিয়েছে, ইয়েমেন থেকে ইসরাইলে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। ইসরাইলি সেনাবাহিনী ক্ষেপণাস্ত্রটি প্রতিহত করার দাবি করেছে। ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীরা নিয়মিতভাবে ইসরাইলকে লক্ষ্য করে হামলা চালিয়ে আসছে। 

জেরুজালেম থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

ইসরাইলি সেনাবাহিনী স্থানীয় সময় ভোর ৪টার কিছুক্ষণ পরে জানায়, ইয়েমেন থেকে ক্ষেপণাস্ত্র হামলার কারণে হাইফা এবং উত্তর ইসরাইলে বিমান হামলার সাইরেন বেজে ওঠার পর ক্ষেপণাস্ত্রটি সম্ভবত সফলভাবে প্রতিহত করা হয়েছে।

টেলিগ্রামে এক বার্তায় বলা হয়েছে, ‘ক্ষেপণাস্ত্রটির দিকে একটি ইন্টারসেপ্টর নিক্ষেপ করা হয়েছিল এবং সম্ভবত ক্ষেপণাস্ত্রটি সফলভাবে বাধাপ্রাপ্ত হয়েছে।’

২০২৩ সালের অক্টোবরে গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর থেকে, হুথিরা ফিলিস্তিনিদের সাথে সংহতি প্রকাশের জন্য বারবার ইসরাইলের দিকে ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা করেছে।

হুথি বিদ্রোহী গোষ্ঠী ইয়েমেনের একটি অংশ নিয়ন্ত্রণ করে এবং রাজধানী সানাসহ দেশের অভ্যন্তরে বেশ কয়েকবার ইসরাইল হুথি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে।

বিদ্রোহীরা লোহিত সাগরে চলাচলকারী জাহাজগুলোকেও লক্ষ্যবস্তু করেছে। যেগুলোর বিরুদ্ধে ইসরাইলের সাথে সম্পর্ক রয়েছে বলে অভিযোগ রয়েছে। লোহিত সাগর বিশ্ব বাণিজ্যের জন্য একটি গুরুত্বপূর্ণ জলপথ।

গত এক মাস ধরে মার্কিন সামরিক বাহিনী প্রায় প্রতিদিনই হামলা চালিয়ে আসছে। তারা বলছে, লোহিত সাগর এবং এডেন উপসাগরে আন্তর্জাতিক জাহাজ চলাচলের ওপর হামলা বন্ধ করার জন্য তারা হুথি ‘সন্ত্রাসীদের’ লক্ষ্য করে হামলা চালাচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ঝালকাঠিতে পুলিশ সুপার কাপ ফুটবলে ফাইনাল অনুষ্ঠিত
এক ম্যাচে ১৭ লাল কার্ড
সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিতের দাবি বাউল শিল্পী-সমর্থকদের 
আগামী নির্বাচনকে সম্পূর্ণ কলঙ্কমুক্ত করতে হবে : উপদেষ্টা ফাওজুল কবির   
১ উইকেট দূরে নাসুম
চট্টগ্রামে অবৈধ আর্টিসনাল ট্রলিং বোট, জাল ও সামুদ্রিক মাছসহ ১ জন আটক
ইস্তাম্বুলে বিক্ষোভ মামলায় তুরস্কে ৮৭ জনকে খালাস
ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় একব্যক্তি নিহত
খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় টাঙ্গাইলে দোয়া মাহফিল
সাতক্ষীরা সীমান্তে ভারতীয় বিভিন্ন মালামাল জব্দ 
১০