ট্রাম্প জুনিয়র আগামী সপ্তাহে দক্ষিণ কোরিয়া সফর করবে

বাসস
প্রকাশ: ২৩ এপ্রিল ২০২৫, ২০:৪৯
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ছেলে জুনিয়র ট্রাম্প। ছবি: সংগৃহীত

ঢাকা, ২৩ এপ্রিল, ২০২৫ (বাসস): মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ছেলে আগামী সপ্তাহে দক্ষিণ কোরিয়া সফর করবেন। 

সিউল থেকে এএফপি জানায়, দক্ষিণ কোরিয়ার বৃহৎ ব্যবসায়িক প্রতিষ্ঠান শিনসেগের একজন মুখপাত্র নির্দিষ্ট তারিখ প্রকাশ না করে বলেছে, জুনিয়র ট্রাম্প ‘আগামী সপ্তাহে দক্ষিণ কোরিয়া সফর করবেন।’ 

মার্কিন মিত্র ও মার্কিন যুক্তরাষ্ট্রে প্রধান রপ্তানিকারক দক্ষিণ কোরিয়ার ওপর আমেরিকায় অটো ও ইস্পাত রপ্তানিতে ১০ শতাংশ সম্মিলিত শুল্ক এবং ২৫ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছে।

দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইওল সংক্ষিপ্ত সময়ের জন্য সামরিক আইন ঘোষণা করার জেরে গত বছর ডিসেম্বরে ক্ষমতাচ্যুত হওয়ার পর রপ্তানি-নির্ভর দক্ষিণ কোরিয়া নেতৃত্ব শূন্যতার সম্মুখীন হয়। 

ট্রাম্প চীন ছাড়া সকল দেশের জন্য শুল্ক আরোপের কর্মসূচি ৯০ দিনের জন্য স্থগিত করার আগে মার্কিন যুক্তরাষ্ট্র প্রথমে দক্ষিণ কোরিয়াকে ২৫ শতাংশ পাল্টা শুল্ক আরোপের হুমকি দিয়েছিলেন। 

দক্ষিণ কোরিয়ার দুই মন্ত্রী বৃহস্পতিবার ওয়াশিংটনে বাণিজ্য আলোচনা করবেন। পররাষ্ট্রমন্ত্রী চো তাই-ইয়ুল বলেছেন, ‘সিউলের ওই আলোচনা তাড়াহুড়া করে শেষ করার কোনো ইচ্ছা তাদের নেই।’

দক্ষিণ কোরিয়ার ইয়োনহাপ সংবাদ সংস্থা জানিয়েছে, ট্রাম্প জুনিয়রের সফর শিনসেগে চেয়ারম্যান চুং ইয়ং-জিনের আমন্ত্রণে এশিয়ার চতুর্থ বৃহত্তম অর্থনীতিতে তার সফরের সময় গুরুত্বপূর্ণ ব্যবসায়ী নেতাদের সঙ্গে সাক্ষাৎ করার পরিকল্পনা করেছেন।

সিউল এই মাসে তার অটো শিল্পের জন্য জরুরি সহায়তা ব্যবস্থা ঘোষণা করেছে, যার লক্ষ্য গুরুত্বপূর্ণ খাতের ওপর মার্কিন শুল্কের প্রভাব কমানো।

মার্কিন প্রেসিডেন্ট পরামর্শ দিয়েছেন, পারমাণবিক অস্ত্রধারী উত্তর কোরিয়ার কাছ থেকে দক্ষিণ কোরিয়াকে রক্ষা করতে দক্ষিণ কোরিয়ায় মোতায়েনকৃত প্রায় ২৮ হাজার ৫০০ মার্কিন সেনার খরচ শেয়ার করতে সিউলের সঙ্গে আলোচনার করা উচিত।

ইয়োনহাপ জানায়, দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর স্যামসাং গ্রুপ প্রতিষ্ঠাতার নাতি ও শিনসেগে চেয়ারম্যান চুং গত ডিসেম্বরে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করতে গেলে ৪৭ বছর বয়সী ট্রাম্প জুনিয়র তাকে ফ্লোরিডার তার বাবার মার-এই-লাগো রিসোর্টে আমন্ত্রণ জানান। 

আগামী ৩ জুন দক্ষিণ কোরিয়ার আগাম প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে।

ইয়োনহাপ জানিয়েছে, দক্ষিণ কোরিয়ার ব্যবসায়ী নেতারা ট্রাম্প প্রশাসনের সঙ্গে যোগাযোগ স্থাপনে ট্রাম্প জুনিয়রের সফরকে কাজে লাগাতে চুংয়ের শরণাপন্ন হন বলে জানা গেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
দোহায় ফায়ারসাইড চ্যাটে যোগ দিলেন অধ্যাপক ইউনূস
আমরা সংখ্যালঘু আর সংখ্যাগুরু রাজনীতিতে বিশ্বাসী নই: ডা. শফিকুর রহমান
জুলাই গণহত্যার বিচার ও আওয়ামী লীগের দেয়া সকল রাজনৈতিক মামলা প্রত্যাহারের দাবি শিবিরের
জনদুর্ভোগ, অনিয়ম ও দুর্নীতির অভিযোগে দুদকের অভিযান
বাংলাদেশ এবং ওএফআইডি’র মধ্যে চুক্তি
কাতারের বিনিয়োগকারীদের জন্য বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার প্রস্তাব প্রধান উপদেষ্টার
সন্দ্বীপে নৌবাহিনীর অভিযানে মাদক ও দেশীয় আগ্নেয়াস্ত্র উদ্ধার
বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত
তিস্তার পানি প্রশ্নে কোনো ধরনের কূটনৈতিক রাজনীতি হোক তা দেখতে চাই না: তারেক রহমান
রাজউকের ‘টাউন ইমপ্রুভমেন্ট অ্যাক্ট ও বিল্ডিং কন্সট্রাকশন অ্যাক্ট’ নতুন করে প্রণয়ন করা হবে: পরিবেশ উপদেষ্টা 
১০