নৃশংস হত্যার দায়ে টেক্সাসে এক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর

বাসস
প্রকাশ: ২৪ এপ্রিল ২০২৫, ১১:৫৯

ঢাকা, ২৪ এপ্রিল, ২০২৫ (বাসস) : মার্কিন যুক্তরাষ্ট্রের টেক্সাস রাজ্যে ২০ বছরেরও বেশি সময় আগে এক তরুণী মাকে নৃশংসভাবে হত্যার দায়ে বুধবার ৪১ বছর বয়সী এক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। এ নিয়ে এবছর দেশটিতে ১৩তম মৃত্যুদণ্ড কার্যকর করা হল। হিউস্টন থেকে এএফপি এ খবর জানায়।

টেক্সাসের অ্যাটর্নি জেনারেল কেন প্যাক্সটন এক বিবৃতিতে বলেন, হান্টসভিল নগরীর রাষ্ট্রীয় কারাগারে মোয়েসেস স্যান্ডোভাল মেন্ডোজাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে।

২০০৪ সালের মার্চ মাসে ২০ বছর বয়সী র‌্যাচেল ও'নিল টোলেসনকে হত্যার দায়ে মেন্ডোজাকে দোষী সাব্যস্ত করা হয়। আদালতের নথি অনুসারে, মেন্ডোজা টোলেসনকে যৌন নির্যাতন করেও হত্যা করার পর তার মৃতদেহ একটি খাদে নিয়ে গিয়ে আগুন ধরিয়ে দেয়। বেশ কয়েক দিন পরে নিহতের দেহাবশেষ খুঁজে পাওয়া যায়।

স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়, পাঁচ মাস বয়সী এক শিশুর মা টোলেসন তার হত্যাকারীকে হাই স্কুল থেকেই চিনতেন।

বুধবারের আগে, মার্কিন সুপ্রিম কোর্টও তার মৃত্যুদণ্ড কার্যকর করা থেকে বিরত রাখার জন্য মেন্ডোজার সমস্ত আবেদন খারিজ করে দেয়।

মেন্ডোজার মৃত্যুদণ্ড কার্যকর করাসহ, মার্কিন যুক্তরাষ্ট্র এই বছরের শুরু থেকে ১৩টি মৃত্যুদণ্ড কার্যকর করেছে।

মার্কিন যুক্তরাষ্ট্রের ৫০টি রাজ্যের মধ্যে ২৩টিতে মৃত্যুদণ্ড বাতিল করা হয়েছে, এবং ক্যালিফোর্নিয়া, ওরেগন ও পেনসিলভানিয়াসহ আরো তিনটি রাজ্যে মৃত্যুদণ্ডের ওপর স্থগিতাদেশ রয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মৃত্যুদণ্ডের একজন সমর্থক এবং তিনি তার দায়িত্ব গ্রহণের প্রথম দিনেই ‘নিকৃষ্টতম অপরাধের জন্য’ এর ব্যবহার সম্প্রসারণের আহ্বান জানিয়েছেন।

অ্যাটর্নি জেনারেল প্যাক্সটন মৃত্যুদণ্ড কার্যকরকে সমর্থন করেন, মেন্ডোজার মৃত্যুদণ্ডের পর জারি করা এক বিবৃতিতে তার অবস্থান পুনর্ব্যক্ত করেন। তিনি বলেন, ‘আইন রক্ষা এবং অপরাধীদের জবাবদিহি করার জন্য আমি সর্বদা আমার ক্ষমতায় সবকিছু করব।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ঝালকাঠিতে পুলিশ সুপার কাপ ফুটবলে ফাইনাল অনুষ্ঠিত
এক ম্যাচে ১৭ লাল কার্ড
সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিতের দাবি বাউল শিল্পী-সমর্থকদের 
আগামী নির্বাচনকে সম্পূর্ণ কলঙ্কমুক্ত করতে হবে : উপদেষ্টা ফাওজুল কবির   
১ উইকেট দূরে নাসুম
চট্টগ্রামে অবৈধ আর্টিসনাল ট্রলিং বোট, জাল ও সামুদ্রিক মাছসহ ১ জন আটক
ইস্তাম্বুলে বিক্ষোভ মামলায় তুরস্কে ৮৭ জনকে খালাস
ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় একব্যক্তি নিহত
খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় টাঙ্গাইলে দোয়া মাহফিল
সাতক্ষীরা সীমান্তে ভারতীয় বিভিন্ন মালামাল জব্দ 
১০