স্পেনে বিষাক্ত ক্লোরিন গ্যাস : ১ লাখ ৬০ হাজারের বেশি মানুষ ঘরবন্দী

বাসস
প্রকাশ: ১০ মে ২০২৫, ১৬:৫৪

ঢাকা, ১০ মে, ২০২৫ (বাসস) : স্পেনের বার্সেলোনার কাছাকাছি একটি গুদামে আগুন লাগার পর বিস্তীর্ণ এলাকায় ছড়িয়ে পড়েছে বিষাক্ত ক্লোরিন গ্যাস। এতে করে স্থানীয় কর্তৃপক্ষ শনিবার ১ লাখ ৬০ হাজারের বেশি বাসিন্দাকে ঘরের ভেতর অবস্থান করার নির্দেশ দিয়েছে।

মাদ্রিদ থেকে এএফপি জানায়, শনিবার ভোরে বার্সেলোনার দক্ষিণে উপকূলবর্তী শহর ভিলানোভা ই লা গেলত্রুর একটি শিল্পগুদামে আগুনের সূত্রপাত হয়। সেখানে সুইমিংপুল পরিষ্কারের রাসায়নিক পদার্থ মজুত রাখা ছিল বলে জানিয়েছে অঞ্চলটির অগ্নিনির্বাপণ বিভাগ।

স্থানীয় সিভিল প্রোটেকশন বিভাগ সামাজিক মাধ্যমে জানায়, ‘আপনি যদি ক্ষতিগ্রস্ত অঞ্চলে থাকেন, তবে ঘর কিংবা কর্মস্থল থেকে বের হবেন না।’ তারা আশপাশের এলাকাবাসীকে দরজা-জানালা বন্ধ করে ঘরের ভেতরেই থাকার পরামর্শ দেয়।

ঝুঁকিপূর্ণ এলাকা পাঁচটি উপকূলীয় জেলা জুড়ে বিস্তৃত, যার মধ্যে রয়েছে ভিলানোভা ই লা গেলত্রু থেকে ক্যালাফেল পর্যন্ত, যা ত্যারাগোনা শহরের কাছাকাছি।

আগুনের ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে দমকল বিভাগ। তারা জানিয়েছে, আগুন নিয়ন্ত্রণে আনতে বড় পরিসরে ইউনিট মোতায়েন করা হয়েছে। একই সঙ্গে তারা গ্যাসের স্তম্ভ পর্যবেক্ষণ করছে—পরিবর্তন ও বিষাক্ততার মাত্রা নির্ণয়ের জন্য।

এছাড়া, দুর্গত এলাকায় প্রবেশ ঠেকাতে সড়ক ও ট্রেন স্টেশন বন্ধ করে দেওয়া হয়েছে।

গুদামটির মালিক জর্জে ভিনুয়ালেস আলোনসো স্থানীয় রেডিও স্টেশন আরএসি১-কে বলেন, ‘ক্লোরিন সাধারণত আগুন ধরে না, কিন্তু একবার ধরলে তা নেভানো অত্যন্ত কঠিন।’ তিনি আরও জানান, লিথিয়াম ব্যাটারি থেকেই হয়তো আগুনের সূত্রপাত হয়েছে।

ভিলানোভার মেয়র হুয়ান লুইস রুইজ লোপেজ স্পেনের রাষ্ট্রীয় টেলিভিশন টিভিই-কে বলেন, আগুন নেভানো গেলে ‘বিষাক্ত গ্যাসের মেঘও ধীরে ধীরে ছড়িয়ে যাবে এবং আরোপিত বিধিনিষেধ প্রত্যাহার করা যাবে বলে আমরা আশা করছি।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়
প্রায় ৫২ মিলিয়ন মানুষ বাংলাদেশে বন্যার ঝুঁকির মধ্যে থাকবে : পরিবেশ উপদেষ্টা
সকলের জন্য নিরাপদ খাদ্য নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা
বাংলাদেশের ১৮ কোটি মানুষ আওয়ামী লীগকে চায় না : মির্জা ফখরুল 
সোমবার থেকে ৩০ দিনের যুদ্ধবিরতি চায় ইউক্রেন ও ইউরোপীয় মিত্ররা
ইউরোপের ‘বিরোধিতাপূর্ণ’ মনোভাবের নিন্দা করল ক্রেমলিন
৩৩টি মোবাইল মালিকদের বুঝিয়ে দিয়েছে শাহজাহানপুর থানা পুলিশ
কক্সবাজার জেলা যুবলীগের সাবেক সভাপতি বাহাদুর গ্রেফতার
জামায়াত আমিরের সঙ্গে ‘জুলাই’ ২৪ শহীদ পরিবার সোসাইটি’র মতবিনিময়
চট্টগ্রাম ওয়াসার উন্নয়নে ২৮০ মিলিয়ন ডলার অর্থায়ন করবে বিশ্বব্যাংক
বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রধান উপদেষ্টার শুভেচ্ছা 
১০