ঢাকা, ১৩ অক্টোবর, ২০২৫ (বাসস) : রোববার থেকে ইউরোপের শেনজেন উন্মুক্ত সীমান্ত অঞ্চলে প্রবেশকারী নন-ইইউ ভ্রমণকারীদের সীমান্ত ক্রসিংগুলোতে ছবি তোলা এবং আঙুলের ছাপ নেওয়া হবে। কারণ ইউরোপীয় ইউনিয়ন তার বহু বিলম্বিত স্বয়ংক্রিয় সীমান্ত চেক চালু করেছে।
নতুন ব্যবস্থার লক্ষ্য হল অবশেষে পাসপোর্টে ম্যানুয়াল স্ট্যাম্প প্রতিস্থাপন করা এবং ব্লকের ২৭টি রাজ্যের মধ্যে আরো ভাল তথ্য আদান-প্রদান নিশ্চিত করা।
ব্রাসেলস থেকে এএফপি এ খবর জানিয়েছে।
সীমান্ত চেক ব্যবস্থা কর্তৃপক্ষকে জানতে সাহায্য করবে, লোকেরা কখন একটি দেশে প্রবেশ করেছে এবং কখন প্রস্থান করেছে, যার লক্ষ্য হল অতিরিক্ত সময় ধরে অবস্থানকারী এবং প্রবেশে অস্বীকৃতি জানানো ব্যক্তিদের আরো ভালভাবে শনাক্ত করা।
প্রায় এক দশক ধরে তীব্র বিতর্কিত এই ব্যবস্থা পরিবহন সরবরাহকারী এবং যাত্রীদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। তারা আশঙ্কা করছেন, এটি বিমানবন্দর এবং ট্রেন স্টেশনগুলোতে দীর্ঘ লাইন তৈরি করতে পারে।
বিঘ্ন সীমিত করার জন্য পর্যায়ক্রমে চালু করা হবে। প্রথম পর্যায় রোববার থেকে শুরু হচ্ছে।
সাইপ্রাস এবং আয়ারল্যান্ড ব্যতীত ইইউ দেশগুলোতে স্বল্প সময়ের জন্য আগত নন-ইইউ নাগরিকদের পাসপোর্ট নম্বর চাওয়া হবে, আঙুলের ছাপ প্রদান করা হবে এবং স্বয়ংক্রিয় কিয়স্কে তাদের ছবি তোলা হবে।
আইসল্যান্ড, লিচেনস্টাইন, নরওয়ে - ইইউসহ ইউরোপীয় অর্থনৈতিক অঞ্চলের সদস্য এবং সুইজারল্যান্ডেও একই প্রয়োজনীয়তা প্রযোজ্য হবে।
- পর্যায়ক্রমে -
ফ্রান্স এবং জার্মানিসহ ব্লকের বৃহত্তম দেশগুলে বিমানবন্দরে বিশাল সারি এড়াতে প্রাথমিকভাবে সীমিত চেক পরিচালনা করবে।
কিছু ছোট সদস্য রাষ্ট্র রোববার থেকে সিস্টেমটি সম্পূর্ণরূপে কার্যকর করেছে।
সদস্য রাষ্ট্রগুলো তাদের সীমান্তে সমস্ত যাত্রীদের জন্য স্বয়ংক্রিয় চেক ব্যবহার করার জন্য এপ্রিলের মাঝামাঝি সময় পাবে।
সকলের নজর যুক্তরাজ্য সীমান্তের দিকে থাকবে কারণ, ব্রেক্সিটের পরে আর ইইউ নাগরিক নয় এমন ব্রিটিশ নাগরিকরাও নতুন চেকের আওতায় পড়বে।
যুক্তরাজ্য কর্তৃপক্ষ ইতোমধ্যেই ব্রিটিশদের সতর্ক করে দিয়েছে, প্রতিটি যাত্রীকে শেনজেন অঞ্চলে প্রবেশের আগে আরো কয়েক মিনিট অপেক্ষা করতে হবে।
চ্যানেল টানেলের অপারেটর গেটলিংক এবং ট্রেন পরিষেবা ইউরোস্টার আত্মবিশ্বাস প্রকাশ করেছে যে, তারা প্রস্তুত এবং সিস্টেমটি সুচারুভাবে চলবে।
ব্রিটেনে যাত্রীদের সীমান্ত অতিক্রম করার আগে বিশেষ করে লন্ডনের সেন্ট প্যানক্রাস স্টেশন এবং ডোভার বন্দরে, তল্লাশি চালানো হয়েছিল। টার্মিনালগুলো ইতোমধ্যেই স্থাপন করা হয়েছে।
- ‘ইটিআইএএস’ স্কিম আসছে -
ইইউ নির্বাহী বলেছেন, প্রবেশ/প্রস্থান ব্যবস্থা (ইইএস) বাস্তবায়নকে সহজ করার জন্য তথ্য প্রচারণা চালানো হবে।
এতে বলা হয়েছে, ‘ইইএস অনিয়মিত অভিবাসন রোধে অবদান রাখবে এবং ইউরোপে বসবাসকারী বা ভ্রমণকারী সকলের নিরাপত্তা রক্ষায় সহায়তা করবে’।
ইইউ’র সীমান্ত সংস্কারের পরবর্তী ধাপ হবে একটি ইলেকট্রনিক ভ্রমণ অনুমোদন নথি চালু করা, যা এর সংক্ষিপ্ত রূপ ইটিআইএস দ্বারা পরিচিত, যা মার্কিন যুক্তরাষ্ট্রের ইটিআইএস বা এর ব্রিটিশ সমতুল্য।
ইটিআইএস এর অধীনে, ইইউতে ভ্রমণকারী ভিসা-মুক্ত দেশের নাগরিকদের একটি অনলাইন ফর্ম পূরণ করতে হবে এবং সামান্য ফি দিতে হবে - যার পরিমাণ এখেনা আলোচনাধীন।