ডেনমার্কের রানি মার্গরেথে হাসপাতাল ছেড়েছেন

বাসস
প্রকাশ: ১০ মে ২০২৫, ১৮:৫৬

ঢাকা, ১০ মে, ২০২৫ (বাসস): ঠান্ডাজনিত পর্যবেক্ষণের জন্য ভর্তি হওয়ার দুই দিন পর শনিবার হাসপাতাল ছেড়েছেন ডেনমার্কের ৮৫ বছর বয়সী সাবেক রানি মার্গরেথে-দেশটির রাজপ্রাসাদ এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

কোপেনহেগেন থেকে এএফপি রাজপ্রাসাদের  বিবৃতির বরাত দিয়ে জানায়, 'মহামান্য রানি মার্গরেথে শনিবার সকালে রিগস হসপিটাল থেকে ছাড়া পেয়েছেন।

বিবৃতিতে বলা হয়, 'রানির শারীরিক অবস্থা ভালো এবং তিনি এখন ফ্রেডেনসবোর্গ প্রাসাদে তাঁর বাসভবনে ফিরে গেছেন।'

রানিকে 'সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে' হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

গত ১৬ এপ্রিল ৮৫ বছরে পা দেওয়া রানিকে সর্বশেষ ৪ মে, নাৎসি দখল থেকে ডেনমার্ক মুক্ত হওয়ার ৮০তম বার্ষিকী উপলক্ষে আয়োজিত এক স্মরণানুষ্ঠানে জনসমক্ষে গিয়েছিল।

স্ক্যান্ডিনেভীয় দেশটির সিংহাসনে ৫২ বছর কাটিয়ে ২০২৪ সালের জানুয়ারিতে বড় ছেলে ফ্রেডেরিকের মাথায় রাজমুকুট তুলে দেন তিনি।

ডেনিশ রাজতন্ত্রে সূক্ষ্ম সংস্কার আনার জন্য ব্যাপক জনপ্রিয় এই রানিকে সাম্প্রতিক বছরগুলোতে একাধিক শারীরিক সমস্যার মুখোমুখি হতে হয়েছে।

গত শরতেই একবার পড়ে গিয়ে কয়েকদিন হাসপাতালে কাটাতে হয় তাঁকে।

বরাবরই সিংহাসন না ছাড়ার প্রতিশ্রুতি দিয়ে এলেও ২০২৩ সালে পিঠে বড় ধরনের অস্ত্রোপচারের পর সেই সিদ্ধান্তে পরিবর্তন আনেন তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
শিগগিই নিয়োগ হচ্ছে ৪ হাজার নিরস্ত্র এএসআই
ইউরোপে স্বয়ংক্রিয় সীমান্ত চেক শুরু
ব্যক্তির নামে থাকা ১৬ শিক্ষাপ্রতিষ্ঠানের নাম পরিবর্তন
দেশে ফিরে ‘নির্বাচনী প্রচারণা’য় অংশ নেবেন তারেক রহমান
দেশে প্রাকৃতিক ও মানবসৃষ্ট দুর্যোগের ঝুঁকি তুলনামূলক বেশি : ফারুক ই আজম
টাইমস হায়ার এডুকেশন র‌্যাংকিংয়ে দেশের শীর্ষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, উপাচার্যের শুভেচ্ছা
সুনামগঞ্জে গ্রাম পুলিশদের মাসব্যাপী প্রশিক্ষণ শুরু
ক্যামেরুনে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত : বিয়া ৮ম মেয়াদে নির্বাচিত হতে যাচ্ছেন
ময়মনসিংহে বাস চলাচল স্বাভাবিক
ঢাবি ইতিহাস বিভাগের ৯৬ জন শিক্ষার্থীকে ১৪ লাখ টাকার বৃত্তি প্রদান
১০