যুদ্ধবিরতির প্রস্তাব উপেক্ষা করে ইউক্রেনে রাশিয়ার হামলা

বাসস
প্রকাশ: ১১ মে ২০২৫, ১৮:৫১

ঢাকা, ১১ মে, ২০২৫ (বাসস) : তিন দিনের যুদ্ধবিরতি শেষ হওয়ার পরই ইউক্রেনে শতাধিক ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। রোববার এ অভিযোগ করেছে কিয়েভ। 

কিয়েভ থেকে এএফপি জানায়, রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন ঘোষিত ৭২ ঘণ্টার যুদ্ধবিরতি শনিবার মধ্যরাতে শেষ হয়। গত বৃহস্পতিবার থেকে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর রাশিয়ার বিরুদ্ধে বড় ধরনের কোনো হামলার অভিযোগ করেনি কিয়েভ। তবে ইউক্রেনের কোথাও কোথাও রাশিয়া যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে বলে অভিযোগ করা হয়। ইউক্রেনের বিরুদ্ধেও পাল্টা অভিযোগ করে মস্কো।

ইউক্রেনের বিমান বাহিনী এক বিবৃতিতে জানায়, রোববার ভোররাতে অন্তত ১০৮টি ‘শাহেদ’ ড্রোন ও বেশ কিছু ছদ¥বেশী ড্রোন দিয়ে হামলা চালায় শত্রুপক্ষ। এর মধ্যে ৬০টি ড্রোন ভূপাতিত করা হয়েছে।

এ হামলার কছুক্ষণ পরই ইউক্রেনের সঙ্গে সরাসরি আলোচনার প্রস্তাব দেন রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন। ইউক্রেন ও এর ইউরোপীয় মিত্ররা সোমবার থেকে ৩০ দিনের যুদ্ধবিরতির যে প্রস্তাব দিয়েছে, তা এড়িয়ে যান তিনি। 
রোববার ভোরে ক্রেমলিনে দেওয়া ভাষণে পুতিন বলেন, আগামী ১৫ মে ইস্তানবুলে কিয়েভের সঙ্গে আলোচনা শুরুর প্রস্তাব দিচ্ছি। এর মধ্যে দিয়েই নতুন কোনো যুদ্ধবিরতির বিষয়ে ঐকমত্যে পৌঁছানো যেতে পারে।

ইউক্রেন সফর শেষে দেশে ফেরার সময় ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ বলেন, পুতিনের প্রস্তাবটি যথেষ্ট নয়। তিনি শুধু সময়ক্ষেপণ করতে চাচ্ছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
শিগগিই নিয়োগ হচ্ছে ৪ হাজার নিরস্ত্র এএসআই
ইউরোপে স্বয়ংক্রিয় সীমান্ত চেক শুরু
ব্যক্তির নামে থাকা ১৬ শিক্ষাপ্রতিষ্ঠানের নাম পরিবর্তন
দেশে ফিরে ‘নির্বাচনী প্রচারণা’য় অংশ নেবেন তারেক রহমান
দেশে প্রাকৃতিক ও মানবসৃষ্ট দুর্যোগের ঝুঁকি তুলনামূলক বেশি : ফারুক ই আজম
টাইমস হায়ার এডুকেশন র‌্যাংকিংয়ে দেশের শীর্ষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, উপাচার্যের শুভেচ্ছা
সুনামগঞ্জে গ্রাম পুলিশদের মাসব্যাপী প্রশিক্ষণ শুরু
ক্যামেরুনে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত : বিয়া ৮ম মেয়াদে নির্বাচিত হতে যাচ্ছেন
ময়মনসিংহে বাস চলাচল স্বাভাবিক
ঢাবি ইতিহাস বিভাগের ৯৬ জন শিক্ষার্থীকে ১৪ লাখ টাকার বৃত্তি প্রদান
১০