সামাজিক যোগাযোগ মাধ্যমে আসক্তরা ভুয়া খবর বিশ্বাস করে বেশি

বাসস
প্রকাশ: ১২ মে ২০২৫, ১০:১৫

ঢাকা, ১২ মে, ২০২৫ (বাসস) : সামাজিক যোগাযোগমাধ্যম বা সোশ্যাল মিডিয়া এখন আমাদের জীবনের এক অবিচ্ছেদ্য অংশ হিসেবে দাঁড়িয়েছে। প্রতিদিনের শুরু থেকে শেষ, পুরোটাই সোশ্যাল মিডিয়া ঘিরে। কিন্তু আপনি কি জানেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে অতিরিক্ত সময় ব্যয় করার ফলে অনেকেই মানসিক কষ্টে ভোগেন ও দৈনন্দিন জীবনে বিঘ্ন ঘটে?

শুধু তাই নয়, যারা অনেক বেশি সময় সোশ্যাল মিডিয়ায় কাটায়, তারা ভুয়া সংবাদে বেশি বিশ্বাস করে এবং সেগুলো ছড়িয়ে দেয়ার প্রবণতাও তাদের মধ্যে বেশি। এমনই চমকপ্রদ তথ্য উঠে এসেছে যুক্তরাষ্ট্রের মিশিগান স্টেট ইউনিভার্সিটির (এমএসইউ) এক নতুন গবেষণায়। 

ওয়াশিংটন থেকে এএফপি এই খবর জানায়।

গবেষণায় দেখা গেছে, সোশ্যাল মিডিয়ার প্রতি যারা আসক্ত, তারা কোনো সংবাদ সত্য না মিথ্যা তা বিবেচনা না করেই তাতে ক্লিক করা, লাইক দেওয়া, মন্তব্য করা এবং শেয়ার করার প্রবণতায় বেশি ভোগে।

গবেষণায় আরো উঠে এসেছে, যারা সোশ্যাল মিডিয়া অতিরিক্ত ব্যবহার করে তাদের মধ্যে ভুয়া খবরকে সত্য ভাবার সম্ভাবনা বেশি। এই ধরনের মানুষ সত্য-মিথ্যা বিবেচনা না করেই সংবাদে প্রতিক্রিয়া জানাতে বেশি আগ্রহী এবং ভুয়া সংবাদে ক্লিক করার প্রবণতায়ও এগিয়ে।

যুক্তরাষ্ট্রে এই গবেষণাটি পরিচালনা করেছেন ‘এমএসইউ কলেজ অব কমিউনিকেশন আর্টস অ্যান্ড সায়েন্সেস’-এর সহযোগী অধ্যাপক ডার মেশি ও মারিয়া ডি. মোলিনা। এই গবেষণাটি ১৮ থেকে ২৬ বছর বয়সী ১৮৯ জন অংশগ্রহণকারীর ওপর পরিচালিত হয়। এই অনলাইন পরীক্ষায় ২০টি সামাজিক মাধ্যম স্টাইলে ফরম্যাট করা সংবাদ দেখানো হয়-যার মধ্যে ১০টি ছিল সত্য এবং ১০টি ছিল মিথ্যা।

গবেষকেরা আশা করেছেন, এই ফলাফল মানসিক স্বাস্থ্য পেশাজীবীদের সহায়তা করবে, বিশেষ করে যারা রোগীদের সামাজিক মাধ্যম ব্যবহার সংক্রান্ত সমস্যায় পরামর্শ দেন।

এ ছাড়া সরকারের নীতিনির্ধারক, সংস্থা ও সোশ্যাল মিডিয়া কোম্পানিগুলোর জন্যও গবেষণাটি গাইডলাইন হিসেবে কাজ করতে পারে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
শিগগিই নিয়োগ হচ্ছে ৪ হাজার নিরস্ত্র এএসআই
ইউরোপে স্বয়ংক্রিয় সীমান্ত চেক শুরু
ব্যক্তির নামে থাকা ১৬ শিক্ষাপ্রতিষ্ঠানের নাম পরিবর্তন
দেশে ফিরে ‘নির্বাচনী প্রচারণা’য় অংশ নেবেন তারেক রহমান
দেশে প্রাকৃতিক ও মানবসৃষ্ট দুর্যোগের ঝুঁকি তুলনামূলক বেশি : ফারুক ই আজম
টাইমস হায়ার এডুকেশন র‌্যাংকিংয়ে দেশের শীর্ষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, উপাচার্যের শুভেচ্ছা
সুনামগঞ্জে গ্রাম পুলিশদের মাসব্যাপী প্রশিক্ষণ শুরু
ক্যামেরুনে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত : বিয়া ৮ম মেয়াদে নির্বাচিত হতে যাচ্ছেন
ময়মনসিংহে বাস চলাচল স্বাভাবিক
ঢাবি ইতিহাস বিভাগের ৯৬ জন শিক্ষার্থীকে ১৪ লাখ টাকার বৃত্তি প্রদান
১০