নাইজেরিয়ায় বন্দুকধারীদের হামলায় নিহত ২৩

বাসস
প্রকাশ: ১২ মে ২০২৫, ১০:২৫

ঢাকা, ১২ মে, ২০২৫ (বাসস) : নাইজেরিয়ার মধ্যাঞ্চলীয় বেনু রাজ্যে বন্দুকধারীদের চারটি পৃথক হামলায় অন্তত ২৩ জন নিহত এবং অনেকেই আহত হয়েছেন। এ অঞ্চলে সাম্প্রতিক সময়ে সহিংসতার সর্বশেষ ঘটনা। রোববার রেড 

ক্রসের একজহন কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন। 

নাইজেরিয়ার জোস থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

গত শনিবার রাতে চারটি গ্রামে এই হামলার ঘটনা ঘটে। 

মধ্য নাইজেরিয়ায় জমি ব্যবহার নিয়ে যাযাবর গবাদি পশুপালক এবং কৃষকদের মধ্যে সংঘর্ষ সাধারণ ঘটনা।

বেনু রাজ্যের রেড ক্রস কর্মকর্তা অ্যান্থনি আবাহ এএফপিকে বলেন, ‘মাঠ পর্যায়ের প্রতিবেদনে বিভিন্ন হামলায় কমপক্ষে ২৩ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে।’ 

রেড ক্রসের মাঠ পর্যায়ের দুর্যোগ কর্মকর্তাদের তথ্যের বরাত দিয়ে তিনি বলেন, উকুমে আটজন, লোগোতে নয়জন, গুমা ও কোয়ান্ডেতে তিনজন করে নিহত এবং আরো বেশ কয়েকজন আহত হয়েছেন।

পুলিশের এক মুখপাত্র বলেছেন, তিনি হামলার বিষয়ে অবগত নন।

একটি রাষ্ট্রীয় বিদ্যুৎ কোম্পানির অবসরপ্রাপ্ত জেনারেল ম্যানেজার সেফাস কাঙ্গেহ এএফপিকে বলেন, তিনি তিনটি হত্যার কথা শুনেছেন, যার মধ্যে একটি মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় অতর্কিত হামলায় এক দম্পতি নিহত হয়েছেন। 

সাম্প্রতিক কিছু হামলা এমন এলাকায় চালানো হয়েছে যেখানে এক মাস আগেও হামলা হয়েছিল এবং হামলায় কমপক্ষে ৫৬ জন নিহত হয়েছে।

ধর্মীয় উত্তেজনায় টালমাটাল এ অঞ্চলে সাম্প্রতিক সময়ে সহিংসতা বেড়েছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।

এপ্রিলের শুরুতে পার্শ্ববর্তী মালভূমি রাজ্যে অজ্ঞাত বন্দুকধারীদের দুটি হামলায় ১০০ জনেরও বেশি মানুষ নিহত হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
যুদ্ধ এড়াতে যুক্তরাষ্ট্র ও ইরান চুক্তির কাছাকাছি: ট্রাম্প
ইমরানের দলকে আলোচনায় বসার প্রস্তাব পাকিস্তান সরকারের
এমএইচ১৭ বিমান ভূপাতিত করার বিষয়ে পুতিনের সাথে আলোচনা হয়েছে: মালয়েশিয়ার প্রধানমন্ত্রী 
মাদারীপুরে ১২০ টাকায় পুলিশে চাকরি পেলেন ১৬ জন
তীব্র চাহিদার কারণে উৎপাদনে হিমশিম খাচ্ছে কিউবার চুরুট কারখানা
গাজায় ইসরাইলি হামলায় কমপক্ষে নিহত ৩৪
বরগুনায় মাছ জব্দ, এতিমখানায় বিতরণ
জুলাই গণহত্যার বিচারে সহায়তার জন্য ‘৩৬শে জুলাই গণঅভ্যুত্থান’ গ্রন্থটি ট্রাইব্যুনালে প্রদান
ইউক্রেন শান্তি আলোচনা : কিয়েভ ও মস্কোর অবস্থান
নড়াইলে বোরো ধানের ফলনে স্বস্তিতে কৃষক
১০