নাইজেরিয়ায় বন্দুকধারীদের হামলায় নিহত ২৩

বাসস
প্রকাশ: ১২ মে ২০২৫, ১০:২৫

ঢাকা, ১২ মে, ২০২৫ (বাসস) : নাইজেরিয়ার মধ্যাঞ্চলীয় বেনু রাজ্যে বন্দুকধারীদের চারটি পৃথক হামলায় অন্তত ২৩ জন নিহত এবং অনেকেই আহত হয়েছেন। এ অঞ্চলে সাম্প্রতিক সময়ে সহিংসতার সর্বশেষ ঘটনা। রোববার রেড 

ক্রসের একজহন কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন। 

নাইজেরিয়ার জোস থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

গত শনিবার রাতে চারটি গ্রামে এই হামলার ঘটনা ঘটে। 

মধ্য নাইজেরিয়ায় জমি ব্যবহার নিয়ে যাযাবর গবাদি পশুপালক এবং কৃষকদের মধ্যে সংঘর্ষ সাধারণ ঘটনা।

বেনু রাজ্যের রেড ক্রস কর্মকর্তা অ্যান্থনি আবাহ এএফপিকে বলেন, ‘মাঠ পর্যায়ের প্রতিবেদনে বিভিন্ন হামলায় কমপক্ষে ২৩ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে।’ 

রেড ক্রসের মাঠ পর্যায়ের দুর্যোগ কর্মকর্তাদের তথ্যের বরাত দিয়ে তিনি বলেন, উকুমে আটজন, লোগোতে নয়জন, গুমা ও কোয়ান্ডেতে তিনজন করে নিহত এবং আরো বেশ কয়েকজন আহত হয়েছেন।

পুলিশের এক মুখপাত্র বলেছেন, তিনি হামলার বিষয়ে অবগত নন।

একটি রাষ্ট্রীয় বিদ্যুৎ কোম্পানির অবসরপ্রাপ্ত জেনারেল ম্যানেজার সেফাস কাঙ্গেহ এএফপিকে বলেন, তিনি তিনটি হত্যার কথা শুনেছেন, যার মধ্যে একটি মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় অতর্কিত হামলায় এক দম্পতি নিহত হয়েছেন। 

সাম্প্রতিক কিছু হামলা এমন এলাকায় চালানো হয়েছে যেখানে এক মাস আগেও হামলা হয়েছিল এবং হামলায় কমপক্ষে ৫৬ জন নিহত হয়েছে।

ধর্মীয় উত্তেজনায় টালমাটাল এ অঞ্চলে সাম্প্রতিক সময়ে সহিংসতা বেড়েছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।

এপ্রিলের শুরুতে পার্শ্ববর্তী মালভূমি রাজ্যে অজ্ঞাত বন্দুকধারীদের দুটি হামলায় ১০০ জনেরও বেশি মানুষ নিহত হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
শিগগিই নিয়োগ হচ্ছে ৪ হাজার নিরস্ত্র এএসআই
ইউরোপে স্বয়ংক্রিয় সীমান্ত চেক শুরু
ব্যক্তির নামে থাকা ১৬ শিক্ষাপ্রতিষ্ঠানের নাম পরিবর্তন
দেশে ফিরে ‘নির্বাচনী প্রচারণা’য় অংশ নেবেন তারেক রহমান
দেশে প্রাকৃতিক ও মানবসৃষ্ট দুর্যোগের ঝুঁকি তুলনামূলক বেশি : ফারুক ই আজম
টাইমস হায়ার এডুকেশন র‌্যাংকিংয়ে দেশের শীর্ষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, উপাচার্যের শুভেচ্ছা
সুনামগঞ্জে গ্রাম পুলিশদের মাসব্যাপী প্রশিক্ষণ শুরু
ক্যামেরুনে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত : বিয়া ৮ম মেয়াদে নির্বাচিত হতে যাচ্ছেন
ময়মনসিংহে বাস চলাচল স্বাভাবিক
ঢাবি ইতিহাস বিভাগের ৯৬ জন শিক্ষার্থীকে ১৪ লাখ টাকার বৃত্তি প্রদান
১০