ট্রাম্পের বাজেট বিল পাস : স্বাস্থ্যসেবা ছাঁটাই ও ঋণস্ফীতি নিয়ে উদ্বেগ

বাসস
প্রকাশ: ২৩ মে ২০২৫, ১০:০৫
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত

ঢাকা, ২৩ মে, ২০২৫ (বাসস) : মার্কিন প্রতিনিধি পরিষদ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত বিশাল বাজেট বিল পাস করেছে, যা সমালোচকদের মতে, স্বাস্থ্যসেবা সংকোচিত ও দরিদ্রদের ক্ষতিগ্রস্ত করবে এবং আগামী এক দশকে প্রায় ৪ ট্রিলিয়ন ডলার পর্যন্ত ঋণস্ফীতি ঘটাবে।

ওয়াশিংটন থেকে এএফপি  জানায়, ‘ওয়ান বিগ, বিউটিফুল বিল অ্যাক্ট’ নামের এই বিলটি এখন সিনেটের সামনে যাবে। বিলটিতে ২০১৭ সালের করছাড় আইনকে আরও ১০ বছরের জন্য সম্প্রসারিত করতে সামাজিক নিরাপত্তা খাতে বড় ধরনের ছাঁটাই প্রস্তাব করা হয়েছে।

অরাজনৈতিক কংগ্রেশনাল বাজেট অফিস (সিবিও) পূর্বাভাস দিয়েছে, বিলটি ধনীদের আয় বাড়াবে, কিন্তু দরিদ্রতম ১০ শতাংশ মানুষের আয় কমিয়ে দেবে। কারণ এতে স্বাস্থ্যসেবা ও খাদ্যসহায়তা কর্মসূচি থেকে শত শত বিলিয়ন ডলার ছাঁটাই করা হয়েছে।

সিবিও বলছে, এই বিলের করনীতি একা ৩.৮ ট্রিলিয়ন ডলার বাজেট ঘাটতি বাড়াবে, যদিও মেডিকেইড, ফুড স্ট্যাম্প ও অন্যান্য সামাজিক সেবায় এক ট্রিলিয়ন ডলারের মতো ব্যয় কমবে।

ডেমোক্র্যাটদের তীব্র সমালোচনা

ডেমোক্র্যাটরা এই বিলকে ‘মধ্যবিত্তের জন্য ধ্বংসাত্মক’ বলে বর্ণনা করেছেন। সিবিও অনুযায়ী, নিম্নআয়ের মানুষের জন্য স্বাস্থ্যবিমার কভারেজ হারানোর সংখ্যা দাঁড়াবে ৮.৬ মিলিয়ন।

প্রতিনিধি পরিষদের সংখ্যালঘু দলনেতা হাকিম জেফরিস বলেন, 'এটি যুক্তরাষ্ট্রের ইতিহাসে স্বাস্থ্যসেবা খাতে সবচেয়ে বড় ছাঁটাই— কেবলমাত্র বিলিয়নিয়ারদের সবচেয়ে বড় করছাড় দেওয়ার জন্য।'

বিলটি ২০২২ সালে সাবেক প্রেসিডেন্ট বাইডেনের ‘ইনফ্লেশন রিডাকশন অ্যাক্ট’-এর মাধ্যমে চালু হওয়া সবুজ জ্বালানির জন্য কর ছাড় ও অনুদান বাতিল করছে, যার মধ্যে রয়েছে গাড়ি উৎপাদন, ঘর-বাড়ির জ্বালানি দক্ষতা, বিদ্যুৎ সংযোগ ও বায়ুবিদ্যুৎ।

রোডিয়াম গ্রুপের শক্তি বিশ্লেষকরা বলছেন, বিলটি কার্যত সবুজ জ্বালানি করছাড়ের পূর্ণ প্রত্যাহারের সমান এবং এর ফলে গৃহস্থালির জ্বালানি খরচ ৭ শতাংশ পর্যন্ত বাড়তে পারে।

বিলটি পাইপলাইন, প্রাকৃতিক গ্যাস রপ্তানি ও অনুসন্ধানের জন্য নতুন প্রণোদনাও সৃষ্টি করছে।

রিপাবলিকানদের উদযাপন, সমালোচকদে আশঙ্কা

'এমন আইন জাতির ভবিষ্যৎ নির্ধারণ করবে,' বলেন স্পিকার মাইক জনসন। 'এই দিনটি ভবিষ্যৎ প্রজন্ম এক মোড় পরিবর্তনের মুহূর্ত হিসেবে দেখবে।'

বিলটি খুব অল্প ব্যবধানে— ২১৫ বনাম ২১৪ ভোটে— পাশ হয়। এর মধ্য দিয়ে ট্রাম্পের অভ্যন্তরীণ নীতি এজেন্ডার মূল ভিত্তিটি এগিয়ে গেল, যা তার দ্বিতীয় মেয়াদ সংজ্ঞায়িত করতে পারে।

ট্রাম্প এক সোশ্যাল মিডিয়া পোস্টে লেখেন, 'দ্য ওয়ান, বিগ, বিউটিফুল বিল’ হাউজে পাস হয়েছে! এটি সম্ভবত যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ আইন।'

তবে কিছু রিপাবলিকান ‘ফিস্কাল হক’ সতর্ক করে বলেছেন, দেশ দেউলিয়াত্বের পথে হাঁটছে। স্বাধীন বিশ্লেষকরাও বলছেন, বিলটি ১০ বছরে ৪ ট্রিলিয়ন ডলার ঘাটতি বাড়াবে।

হোয়াইট হাউসের অর্থনৈতিক উপদেষ্টারা দাবি করেছেন, এটি অর্থনীতির প্রবৃদ্ধি ৫.২ শতাংশ পর্যন্ত বাড়াতে পারে। প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট বলেছেন, 'বিলটি ঘাটতি বাড়াবে না, বরং ১.৬ ট্রিলিয়ন ডলার সাশ্রয় করবে।'

তবে বাজারে আস্থার ঘাটতি দেখা গেছে- ১০ বছরের ট্রেজারি বন্ডের সুদের হার ফেব্রুয়ারির পর সর্বোচ্চ হয়েছে, ঋণের চাপ বাড়ার আশঙ্কায়।

সিনেটে বিলটি আগামী এক মাস ব্যাপক সংশোধনের মুখে পড়তে পারে এবং ৪ জুলাইয়ের আগেই ট্রাম্পের সইয়ের জন্য পাঠানো হবে বলে আশা করা হচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সর্বদলীয় বৈঠক ডাকার আহ্বান জামায়াত আমীরের
শিগগিরই তুরাগ নদী দখল ও দূষণমুক্ত করার কার্যক্রম শুরু হবে : পানি সম্পদ উপদেষ্টা 
বিচার, সংস্কার ও নির্বাচনের রূপরেখা হতে পারে সংকট থেকে মুক্তির উপায় : রাষ্ট্র সংস্কার আন্দোলন
ঢাবিতে আগামীকাল শুরু হচ্ছে ২ দিনব্যাপী ‘বিজ্ঞান উৎসব’
বিএমডিএ’র চেয়ারম্যানের মৃত্যুতে কৃষি উপদেষ্টার শোক
রাজধানীতে ৫৬ কেজি গাঁজাসহ ২জন গ্রেফতার 
জাপানে চালের দাম বেড়ে প্রায় দিগুণ, কারণ কী?
তামাক পণ্যে কার্যকর কর আরোপের দাবি ছাত্র-তরুণদের
চট্টগ্রামের আওয়ামী লীগ নেতা গিয়াস গ্রেফতার
থাইল্যান্ডে চিকিৎসাধীন জুলাই আন্দোলনে আহত মোহাম্মদ হাসানের ইন্তেকাল 
১০