শুল্ক নিয়ে আরও আলোচনার জন্য জাপানের দূত যুক্তরাষ্ট্রে যাচ্ছেন

বাসস
প্রকাশ: ২৩ মে ২০২৫, ১১:৫৭
অর্থনৈতিক পুনরুজ্জীবন মন্ত্রী রিওসেই আকাজাওয়া। ছবি : সংগৃহীত

ঢাকা, ২৩ মে, ২০২৫ (বাসস) : জাপানের শুল্ক দূত তৃতীয় দফা আলোচনার জন্য শুক্রবার মার্কিন যুক্তরাষ্ট্রে যাচ্ছেন । তিনি বলেছেন,  আবারো প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের আরোপিত পদক্ষেপ গুলো নিয়ে‘জোরালোভাবে পর্যালোচনার দাবি’ জানাবেন। 

টোকিও থেকে এএফপি এই খবর জানায়।

জাপান যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ মিত্র এবং এর বৃহত্তম বিনিয়োগকারী। বেশিরভাগ দেশের ওপর আরোপিত একই ১০ শতাংশ বেসলাইন শুল্কের পাশাপাশি গাড়ি, ইস্পাত এবং অ্যালুমিনিয়ামের ওপর উচ্চতর শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র।

এপ্রিলের শুরুতে ট্রাম্প জাপানের ওপর ২৪ শতাংশ ‘পাল্টা’ শুল্ক আরোপের ঘোষণাও দিয়েছিলেন কিন্তু পরে জুলাইয়ের শুরু পর্যন্ত অন্যান্য দেশের সাথে সেগুলোও স্থগিত রেখেছেন।

ওয়াশিংটনের উদ্দেশ্যে রওনা হওয়ার সময় টোকিওর হানেদা বিমানবন্দরে সাংবাদিকদের অর্থনৈতিক পুনরুজ্জীবন মন্ত্রী রিওসেই আকাজাওয়া বলেছেন, ‘যুক্তরাষ্ট্রের নেওয়া ধারাবাহিক শুল্ক ব্যবস্থা দুঃখজনক। আমরা দৃঢ়ভাবে এই ব্যবস্থাগুলোর পর্যালোচনার দাবি জানাবে’।

তিনি বলেছেন,  ‘কিন্তু আমাদের একটি চুক্তিতে পৌঁছাতে হবে, যাতে এটি উভয় পক্ষের জন্যই লাভজনক হয়। আমরা মার্কিন পক্ষের বিভিন্ন প্রস্তাব এবং ধারণাগুলো মনোযোগ সহকারে শুনব এবং উভয় পক্ষের মধ্যে সাধারণ ভিত্তি খুঁজে বের করব।’

সরকারি সূত্রের উদ্ধৃতি দিয়ে সরকারি সম্প্রচার কর্তৃপক্ষ এনএইচকে এবং অন্যান্য জাপানি সংবাদমাধ্যম জানিয়েছে,  মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট এবার আলোচনায় যোগ দেবেন না।

প্রতিবেদনে বলা হয়েছে, আকাজাওয়া ৩০ মে আবার ওয়াশিংটনে যাবেন।

ট্রাম্পের ২৫ শতাংশ অটো শুল্ক টোকিওর জন্য বিশেষভাবে বেদনাদায়ক, যেখানে জাপানের প্রায় আট শতাংশ চাকরি এই খাতের সাথে জড়িত।

এই মাসের শুরুতে ট্রাম্প প্রশাসন ইঞ্জিন এবং ট্রান্সমিশনসহ গাড়ির যন্ত্রাংশের ওপর নতুন ২৫ শতাংশ আমদানি কর আরোপ করেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
খালেদ তোপের পর লড়াইয়ে ফিরল নিউজিল্যান্ড
আলাপ-আলোচনার মাধ্যমে সমঝোতামূলক সমাধানে আসার জন্য এবি পার্টির আহ্বান
বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা ইমার্জিং ম্যাচ ড্র
ক্ষুদে বিজ্ঞানীদের উৎসাহ দিলেন ডা. জুবাইদা রহমান
জুলাই বিপ্লবের শহীদ হাসানকে দেখতে হাসপাতালে ধর্ম উপদেষ্টা 
নেইমারের ফেরার ম্যাচে বিদায় নিল সান্তোস
অধ্যাপক ইউনূসের কালো কুর্তার রহস্য উন্মোচন করলেন প্রেস সচিব
বাংলাদেশ সিরিজে প্রথম ম্যাচ খেলেই টেস্ট থেকে অবসর নেবেন ম্যাথুজ
কৃত্রিম বুদ্ধিমত্তা কৃষি খাতে বৈল্পবিক পরিবর্তন আনতে পারে : বিএনপির সেমিনারে বক্তারা
বিএনপি ক্ষমতায় আসলে জুলাই আন্দোলনের শহীদ ও আহতদের দায়িত্ব রাষ্ট্র নেবে : রিজভী
১০