লিভারপুলে গাড়ি চাপায় আহত ২৭ জন হাসপাতালে ভর্তি

বাসস
প্রকাশ: ২৭ মে ২০২৫, ১২:১৯

ঢাকা, ২৭ মে, ২০২৫ (বাসস) : লিভারপুলের প্রিমিয়ার লিগ শিরোপা বিজয় উদযাপনের সময় জনতার ভিড়ের উপর দিয়ে সোমবার একটি গাড়ি চালিয়ে দিলে তাতে চাপা পড়ে আহত ২৭ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।  তবে, পুলিশ জানিয়েছে যে তারা এই ঘটনার সঙ্গে সন্ত্রাসবাদের সম্পর্ক দেখছে না। লিভারপুল থেকে এএফপি এ তথ্য জানায়।

মার্সিসাইড পুলিশের সহকারী প্রধান কনস্টেবল জেনি সিমস এক সংবাদ সম্মেলনে বলেন, ‘আমরা বিশ্বাস করি, এটি একটি বিচ্ছিন্ন ঘটনা এবং আমরা বর্তমানে এর সাথে জড়িত অন্য কাউকে খুঁজছি না।’ তবে তিনি জানান, এই ঘটনায় ৫৩ বছর বয়সী একজন শ্বেতাঙ্গ ব্রিটিশ ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।

তিনি আরও বলেন, ‘ঘটনাটিকে সন্ত্রাসবাদ হিসেবে বিবেচনা করা হচ্ছে না।’

খেলোয়াড়দের ছাদ খোলা বাসটি পাশ কাটিয়ে যাওয়ার কয়েক মিনিট আগে একটি দ্রুত গতির গাড়ি জনতার ভিড়ের উপর দিয়ে চালিয়ে দেয়ায় তাতে চাপা পড়া চার শিশুসহ প্রায় ২৭ জন ফুটবল ভক্তকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক যাদের মধ্যে একজন শিশু।

উত্তর-পশ্চিম ইংল্যান্ড দলের বিজয় কুচকাওয়াজ দেখতে হাজার হাজার মানুষ মুষলধারে বৃষ্টির মধ্যে জড়ো হয়, যা আনন্দের উদযাপন হওয়ার কথা ছিল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ঝিনাইদহে ৩৮ বছরের শিক্ষকতা শেষে শ্রদ্ধা-ভালবাসায় প্রধান শিক্ষকের বিদায়
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম হাসপাতালে
ডাকসু প্রার্থী তালিকা প্রকাশ: বৈধ প্রার্থী ৪৬২ জন
যৌথ বাহিনী এক সপ্তাহের অভিযানে সারাদেশে আটক ৫৬
রাজধানীতে ডিএমপির বিশেষ অভিযানে ৬৫ জন গ্রেফতার
চট্টগ্রামে ট্রাকের নিচে চাপা পড়ে বৃদ্ধের মৃত্যু
সেতু কর্তৃপক্ষের কর্মকর্তা-কর্মচারীদের ফ্ল্যাট বরাদ্দ বাতিল: ফাওজুল কবির খান
এয়ার টিকিটের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি রোধে বিমান পরিবহন মন্ত্রণালয়ের চার নির্দেশনা    
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের দপ্তর-সংস্থার গতিশীলতা দরকার : বিজ্ঞান ও প্রযুক্তি সচিব
সিলেটে অবৈধ বালু ও পাথর উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ৩ জনের কারাদণ্ড
১০