লিভারপুলে গাড়ি চাপায় আহত ২৭ জন হাসপাতালে ভর্তি

বাসস
প্রকাশ: ২৭ মে ২০২৫, ১২:১৯

ঢাকা, ২৭ মে, ২০২৫ (বাসস) : লিভারপুলের প্রিমিয়ার লিগ শিরোপা বিজয় উদযাপনের সময় জনতার ভিড়ের উপর দিয়ে সোমবার একটি গাড়ি চালিয়ে দিলে তাতে চাপা পড়ে আহত ২৭ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।  তবে, পুলিশ জানিয়েছে যে তারা এই ঘটনার সঙ্গে সন্ত্রাসবাদের সম্পর্ক দেখছে না। লিভারপুল থেকে এএফপি এ তথ্য জানায়।

মার্সিসাইড পুলিশের সহকারী প্রধান কনস্টেবল জেনি সিমস এক সংবাদ সম্মেলনে বলেন, ‘আমরা বিশ্বাস করি, এটি একটি বিচ্ছিন্ন ঘটনা এবং আমরা বর্তমানে এর সাথে জড়িত অন্য কাউকে খুঁজছি না।’ তবে তিনি জানান, এই ঘটনায় ৫৩ বছর বয়সী একজন শ্বেতাঙ্গ ব্রিটিশ ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।

তিনি আরও বলেন, ‘ঘটনাটিকে সন্ত্রাসবাদ হিসেবে বিবেচনা করা হচ্ছে না।’

খেলোয়াড়দের ছাদ খোলা বাসটি পাশ কাটিয়ে যাওয়ার কয়েক মিনিট আগে একটি দ্রুত গতির গাড়ি জনতার ভিড়ের উপর দিয়ে চালিয়ে দেয়ায় তাতে চাপা পড়া চার শিশুসহ প্রায় ২৭ জন ফুটবল ভক্তকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক যাদের মধ্যে একজন শিশু।

উত্তর-পশ্চিম ইংল্যান্ড দলের বিজয় কুচকাওয়াজ দেখতে হাজার হাজার মানুষ মুষলধারে বৃষ্টির মধ্যে জড়ো হয়, যা আনন্দের উদযাপন হওয়ার কথা ছিল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
আজ বিশ্ব মান দিবস
গণভোট ও জাতীয় নির্বাচন একসঙ্গে হলেই দেশের মঙ্গল : মীর সরফত আলী
শরীয়তপুরে নির্যাতিত শিশুর পাশে তারেক রহমান
সিআইডি এখন দক্ষ ও প্রযুক্তি নির্ভর আধুনিক তদন্ত সংস্থা : ছিবগাত উল্লাহ
রূপগঞ্জে মোবাইল কোর্টের মাধ্যমে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন 
প্রধান উপদেষ্টার সঙ্গে এফএও’র মহাপরিচালকের সাক্ষাৎ
প্রকল্প ব্যবস্থাপনা উন্নয়ন কার্যক্রমের সফল বাস্তবায়নের অন্যতম ভিত্তি : তথ্য সচিব
পাঁচটি ব্যাংক একীভূত হওয়ায় বিনিয়োগকারীরা ক্ষতিগ্রস্ত হবে না   
পেকুয়ায় নৌবাহিনীর উদ্যোগে বিনামূল্যে ডেন্টাল ও মেডিক্যাল ক্যাম্পেইন
চাঁদপুরে অবৈধ জাল ও বোটসহ ১১ জেলে আটক
১০