ইয়েমেন থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র ইসরাইল প্রতিহত করেছে : ইসরাইলি সেনাবাহিনী

বাসস
প্রকাশ: ২৭ মে ২০২৫, ১২:২১

ঢাকা, ২৭ মে, ২০২৫ (বাসস) : ইসরাইলি সেনাবাহিনী মঙ্গলবার জানিয়েছে যে তারা ইয়েমেন থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে। হুথি বিদ্রোহীরা নিয়মিতভাবে গাজায় ইসরাইলের হামলার প্রতিক্রিয়ায় হামলা চালিয়ে যাচ্ছে।

জেরুজালেম থেকে এএফপি জানায়, ইসরাইলি সেনাবাহিনী টেলিগ্রামে লিখেছে, ‘কিছুক্ষণ আগে ইসরাইলের বেশ কয়েকটি এলাকায় সাইরেন বাজানোর পর, ইয়েমেন থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে।’

রোববার ইয়েমেন থেকে ছোড়া একটি এবং বৃহস্পতিবার আরো দুটি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার কথা বলার পর এই বিবৃতি দেওয়া হয়েছে।

ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীরা তেল আবিবের বেন গুরিওন বিমানবন্দর লক্ষ্য করে উভয় দিনেই হামলা চালিয়েছে বলে দাবি করেছে।

২০২৩ সালের অক্টোবরে ইসরাইলে হামাসের হামলার পর গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইয়েমেনি গোষ্ঠী বারবার ইসরাইলে ক্ষেপণাস্ত্র ও ড্রোন নিক্ষেপ করেছে।

তারা ফিলিস্তিনিদের সাথে সংহতি প্রকাশ করে এসব হামলা চালায় বলে দাবি করে। তাদের দাবি মার্চ মাসে শেষ হওয়া দুই মাসের গাজা যুদ্ধবিরতির সময় তাদের হামলা স্থগিত করেছিল, তবে ইসরাইল এই অঞ্চলে তাদের অভিযান পুনরায় শুরু করার পর পুনরায় আক্রমণ শুরু করেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
নোয়াখালী এক্সপ্রেসের হয়ে বিপিএল মাতাবেন চার্লস
ঢাবি উপাচার্যের সঙ্গে আইডিডিইএফের সভাপতির সাক্ষাৎ
সিলেটে কিশোর তপু হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে আটক ৩
অ্যাশেজের দ্বিতীয় টেস্টেও অস্ট্রেলিয়া দলে নেই কামিন্স
খালেদা জিয়ার আরোগ্য কামনায় বগুড়ায় হিন্দু সম্প্রদায়ের বিশেষ প্রার্থনা
আগুনে ক্ষতিগ্রস্ত কড়াইলবাসীর জন্য জরুরি মানবিক সেবাকেন্দ্র চালু আনসার-ভিডিপির
সিলেট-ঢাকা-সিলেট রুটে বিমানের ভাড়া পুনর্নির্ধারণ
রাজধানীতে পুলিশের অভিযানে গ্রেফতার ১৪
রাজশাহী-২ আসনে বিএনপির প্রার্থী মিজানুর রহমান মিনুর প্রচারণা শুরু
পিরোজপুরে তারেক রহমানের ৩১ দফার লিফলেট বিতরণ 
১০