ইয়েমেন থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র ইসরাইল প্রতিহত করেছে : ইসরাইলি সেনাবাহিনী

বাসস
প্রকাশ: ২৭ মে ২০২৫, ১২:২১

ঢাকা, ২৭ মে, ২০২৫ (বাসস) : ইসরাইলি সেনাবাহিনী মঙ্গলবার জানিয়েছে যে তারা ইয়েমেন থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে। হুথি বিদ্রোহীরা নিয়মিতভাবে গাজায় ইসরাইলের হামলার প্রতিক্রিয়ায় হামলা চালিয়ে যাচ্ছে।

জেরুজালেম থেকে এএফপি জানায়, ইসরাইলি সেনাবাহিনী টেলিগ্রামে লিখেছে, ‘কিছুক্ষণ আগে ইসরাইলের বেশ কয়েকটি এলাকায় সাইরেন বাজানোর পর, ইয়েমেন থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে।’

রোববার ইয়েমেন থেকে ছোড়া একটি এবং বৃহস্পতিবার আরো দুটি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার কথা বলার পর এই বিবৃতি দেওয়া হয়েছে।

ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীরা তেল আবিবের বেন গুরিওন বিমানবন্দর লক্ষ্য করে উভয় দিনেই হামলা চালিয়েছে বলে দাবি করেছে।

২০২৩ সালের অক্টোবরে ইসরাইলে হামাসের হামলার পর গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইয়েমেনি গোষ্ঠী বারবার ইসরাইলে ক্ষেপণাস্ত্র ও ড্রোন নিক্ষেপ করেছে।

তারা ফিলিস্তিনিদের সাথে সংহতি প্রকাশ করে এসব হামলা চালায় বলে দাবি করে। তাদের দাবি মার্চ মাসে শেষ হওয়া দুই মাসের গাজা যুদ্ধবিরতির সময় তাদের হামলা স্থগিত করেছিল, তবে ইসরাইল এই অঞ্চলে তাদের অভিযান পুনরায় শুরু করার পর পুনরায় আক্রমণ শুরু করেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ঝিনাইদহে ৩৮ বছরের শিক্ষকতা শেষে শ্রদ্ধা-ভালবাসায় প্রধান শিক্ষকের বিদায়
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম হাসপাতালে
ডাকসু প্রার্থী তালিকা প্রকাশ: বৈধ প্রার্থী ৪৬২ জন
যৌথ বাহিনী এক সপ্তাহের অভিযানে সারাদেশে আটক ৫৬
রাজধানীতে ডিএমপির বিশেষ অভিযানে ৬৫ জন গ্রেফতার
চট্টগ্রামে ট্রাকের নিচে চাপা পড়ে বৃদ্ধের মৃত্যু
সেতু কর্তৃপক্ষের কর্মকর্তা-কর্মচারীদের ফ্ল্যাট বরাদ্দ বাতিল: ফাওজুল কবির খান
এয়ার টিকিটের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি রোধে বিমান পরিবহন মন্ত্রণালয়ের চার নির্দেশনা    
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের দপ্তর-সংস্থার গতিশীলতা দরকার : বিজ্ঞান ও প্রযুক্তি সচিব
সিলেটে অবৈধ বালু ও পাথর উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ৩ জনের কারাদণ্ড
১০