আর্জেন্টিনার ডব্লিউএইচও ছাড়ার সিদ্ধান্ত পুনঃনিশ্চিত

বাসস
প্রকাশ: ২৭ মে ২০২৫, ১৩:৩০

ঢাকা, ২৭ মে, ২০২৫ (বাসস) : বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) থেকে আর্জেন্টিনার প্রত্যাহারের সিদ্ধান্ত পুনরায় ঘোষণা করেছে দেশটির সরকার। যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য সচিব রবার্ট এফ. কেনেডির বুয়েনস আইরেস সফরের সময় সোমবার এ ঘোষণা দেওয়া হয়। একই সঙ্গে আর্জেন্টিনা ও যুক্তরাষ্ট্রের মধ্যে স্বাস্থ্যখাতে পারস্পরিক সহযোগিতা জোরদারের কথাও জানানো হয়েছে।

বুয়েনস আইরেস থেকে আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলেই চলতি বছরের ফেব্রুয়ারিতে প্রথম ডব্লিউএইচও থেকে সরে আসার ঘোষণা দেন। এর আগে জানুয়ারিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও একই ঘোষণা দিয়েছিলেন।

সোমবার দেওয়া এক বিবৃতিতে মিলেই সরকারের পক্ষ থেকে বলা হয়, ‘ডব্লিউএইচও’র নির্দেশনা কার্যকর নয়, কারণ তা বিজ্ঞানের ভিত্তিতে নয়—বরং রাজনৈতিক স্বার্থ ও ভুল স্বীকারে অনিচ্ছুক আমলাতান্ত্রিক কাঠামোর ওপর ভিত্তি করে গঠিত।’

'গুহাবাসী কোয়ারেন্টিন’ নীতির সমালোচনা

আর্জেন্টিনা আগে থেকেই ডব্লিউএইচও’র বিরুদ্ধে কোভিড মহামারি ব্যবস্থাপনার সমালোচনা করে আসছে। দেশটি সংস্থার পদক্ষেপকে ‘গুহাবাসীর মতো কোয়ারেন্টিন’ বলে উল্লেখ করেছে এবং এটিকে ‘বিপর্যয়কর’ বলেও অভিহিত করেছে।

যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাস্থ্য সহযোগিতা

স্বাস্থ্যমন্ত্রী রবার্ট এফ. কেনেডির সফরের সময় আর্জেন্টিনার স্বাস্থ্য মন্ত্রী মারিও লুগোনেস বলেন, ‘রবার্ট কেনেডির সঙ্গে আমরা বিশ্ব স্বাস্থ্য সহযোগিতার ভবিষ্যতে বিশ্বাস করি। আমাদের পথচলার দর্শনও প্রায় অভিন্ন।’

তারা একসঙ্গে একটি ‘যৌথ কর্মপরিকল্পনা’ ঠিক করেছেন, যা স্বচ্ছতা ও আস্থার ভিত্তিতে স্বাস্থ্য ব্যবস্থাকে এগিয়ে নেওয়ার লক্ষ্য বহন করে।

টিকাবিরোধী মনোভাবের কারণে বিতর্কিত রবার্ট কেনেডি এই সফরে প্রেসিডেন্ট মিলেইয়ের সঙ্গেও সাক্ষাৎ করবেন বলে জানা গেছে।

ডব্লিউএইচও’র বিরুদ্ধে কেনেডির অভিযোগ

গত সপ্তাহে ডব্লিউএইচও’র বার্ষিক অধিবেশনে প্রচারিত এক ভিডিও বার্তায় কেনেডি অন্যান্য দেশকেও বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)  ত্যাগের আহ্বান জানান এবং বিকল্প প্রতিষ্ঠান গঠনের পরামর্শ দেন।

তিনি অভিযোগ করেন, ডব্লিউএইচও’র বর্তমানে চীনের প্রভাব, জেন্ডার মতাদর্শ ও ওষুধ শিল্পের স্বার্থ দ্বারা প্রভাবিত হয়ে কাজ করছে।

আর্জেন্টিনার স্বাস্থ্য খাতে সংস্কার

সরকার আরও ঘোষণা করেছে, তারা দেশটির জাতীয় স্বাস্থ্য সংস্থাগুলোতে ‘গঠনগত পর্যালোচনা’ চালাবে, যাতে স্বাস্থ্যখাতের সংগঠন ও নীতিমালা আধুনিক, স্বচ্ছ ও কার্যকরভাবে পরিচালিত হয়। 

বিবৃতিতে বলা হয়, ‘বছরের পর বছর ধরে সংস্থাগুলো ওভারল্যাপ, পুরোনো বিধি ও সীমিত নজরদারির মাধ্যমে চলেছে। এখন তা সংস্কারের সময় এসেছে।’

আর্জেন্টিনার এই সিদ্ধান্ত আন্তর্জাতিক পর্যায়ে স্বাস্থ্য সহযোগিতার ভবিষ্যৎ নিয়ে নতুন আলোচনার জন্ম দিয়েছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে মিল রেখে আর্জেন্টিনা ডব্লিউএইচও ত্যাগ করলেও এর সামাজিক ও বৈজ্ঞানিক প্রভাব কতটা গভীর হবে, তা নিয়ে বিশ্বজুড়ে স্বাস্থ্য বিশেষজ্ঞদের মধ্যে উদ্বেগ বাড়ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ঝিনাইদহে ৩৮ বছরের শিক্ষকতা শেষে শ্রদ্ধা-ভালবাসায় প্রধান শিক্ষকের বিদায়
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম হাসপাতালে
ডাকসু প্রার্থী তালিকা প্রকাশ: বৈধ প্রার্থী ৪৬২ জন
যৌথ বাহিনী এক সপ্তাহের অভিযানে সারাদেশে আটক ৫৬
রাজধানীতে ডিএমপির বিশেষ অভিযানে ৬৫ জন গ্রেফতার
চট্টগ্রামে ট্রাকের নিচে চাপা পড়ে বৃদ্ধের মৃত্যু
সেতু কর্তৃপক্ষের কর্মকর্তা-কর্মচারীদের ফ্ল্যাট বরাদ্দ বাতিল: ফাওজুল কবির খান
এয়ার টিকিটের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি রোধে বিমান পরিবহন মন্ত্রণালয়ের চার নির্দেশনা    
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের দপ্তর-সংস্থার গতিশীলতা দরকার : বিজ্ঞান ও প্রযুক্তি সচিব
সিলেটে অবৈধ বালু ও পাথর উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ৩ জনের কারাদণ্ড
১০