কানের সমস্যায় ভুগছেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ

বাসস
প্রকাশ: ২৭ মে ২০২৫, ১৪:৩৪

ঢাকা, ২৭ মে, ২০২৫ (বাসস) :  ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা সোমবার ‘ল্যাবিরিন্থাইটিস’ রোগে আক্রান্ত হয়েছেন। এটি এক ধরনের কানের সমস্যা, যা ভার্টিগো বা মাথা ঘোরা সৃষ্টি করতে পারে। 

ব্রাসিলিয়া থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

সরকার জানিয়েছে, সোমবার রাজধানী ব্রাসিলিয়ার একটি হাসপাতালে তাঁর স্বাস্থ্য পরীক্ষা করা হয় এবং পরে তাকে প্রেসিডেন্সিয়াল বাসভবনে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা লুলা দা সিলভাকে পূর্ণ বিশ্রামের পরামর্শ দিয়েছেন।

৭৯ বছর বয়সী লুলা এর আগেও নানা ধরনের স্বাস্থ্যগত সমস্যার মুখোমুখি হয়েছেন। উচ্চ রক্তচাপ ছাড়াও ২০১১ সালে তিনি কেমো ও রেডিওথেরাপির মাধ্যমে গলার ক্যান্সারের চিকিৎসা নেন। ২০২৩ সালে তাঁর হিপ জয়েন্টে প্রস্থেটিক স্থাপন করা হয়।

গতবছর প্রেসিডেন্সিয়াল বাসভবনের বাথরুমে পড়ে গিয়ে মাথায় গুরুতর আঘাত পান লুলা। মস্তিষ্কে রক্তক্ষরণ হওয়ায় পরে তার অস্ত্রোপচারও করতে হয়। 

সুস্থ হওয়ার পর পুনরায় সক্রিয় কুটনৈতিক তৎপরতায় অংশ নেন তিনি। চীন, রাশিয়া, ভিয়েতনাম ও জাপানে সফর করেন ব্রাজিলের এই প্রেসিডেন্ট।

প্রেসিডেন্ট কার্যালয়ের নাম প্রকাশে অনিচ্ছুক সূত্র এএফপিকে জানিয়েছে, সর্বশেষ সমস্যার কারণে প্রেসিডেন্ট ‘তাঁর নির্ধারিত সূচির একটি অংশ বাতিল করেছেন’।

লুলার স্বাস্থ্য নিয়ে উদ্বেগ বাড়তে থাকায় আগামী বছরের নির্বাচনে তাঁর প্রার্থী হওয়ার সম্ভাবনা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

তিনি ২০০৩ থেকে ২০১০ সাল পর্যন্ত টানা দু’বার ব্রাজিলের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
নোয়াখালী এক্সপ্রেসের হয়ে বিপিএল মাতাবেন চার্লস
ঢাবি উপাচার্যের সঙ্গে আইডিডিইএফের সভাপতির সাক্ষাৎ
সিলেটে কিশোর তপু হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে আটক ৩
অ্যাশেজের দ্বিতীয় টেস্টেও অস্ট্রেলিয়া দলে নেই কামিন্স
খালেদা জিয়ার আরোগ্য কামনায় বগুড়ায় হিন্দু সম্প্রদায়ের বিশেষ প্রার্থনা
আগুনে ক্ষতিগ্রস্ত কড়াইলবাসীর জন্য জরুরি মানবিক সেবাকেন্দ্র চালু আনসার-ভিডিপির
সিলেট-ঢাকা-সিলেট রুটে বিমানের ভাড়া পুনর্নির্ধারণ
রাজধানীতে পুলিশের অভিযানে গ্রেফতার ১৪
রাজশাহী-২ আসনে বিএনপির প্রার্থী মিজানুর রহমান মিনুর প্রচারণা শুরু
পিরোজপুরে তারেক রহমানের ৩১ দফার লিফলেট বিতরণ 
১০