কানের সমস্যায় ভুগছেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ

বাসস
প্রকাশ: ২৭ মে ২০২৫, ১৪:৩৪

ঢাকা, ২৭ মে, ২০২৫ (বাসস) :  ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা সোমবার ‘ল্যাবিরিন্থাইটিস’ রোগে আক্রান্ত হয়েছেন। এটি এক ধরনের কানের সমস্যা, যা ভার্টিগো বা মাথা ঘোরা সৃষ্টি করতে পারে। 

ব্রাসিলিয়া থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

সরকার জানিয়েছে, সোমবার রাজধানী ব্রাসিলিয়ার একটি হাসপাতালে তাঁর স্বাস্থ্য পরীক্ষা করা হয় এবং পরে তাকে প্রেসিডেন্সিয়াল বাসভবনে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা লুলা দা সিলভাকে পূর্ণ বিশ্রামের পরামর্শ দিয়েছেন।

৭৯ বছর বয়সী লুলা এর আগেও নানা ধরনের স্বাস্থ্যগত সমস্যার মুখোমুখি হয়েছেন। উচ্চ রক্তচাপ ছাড়াও ২০১১ সালে তিনি কেমো ও রেডিওথেরাপির মাধ্যমে গলার ক্যান্সারের চিকিৎসা নেন। ২০২৩ সালে তাঁর হিপ জয়েন্টে প্রস্থেটিক স্থাপন করা হয়।

গতবছর প্রেসিডেন্সিয়াল বাসভবনের বাথরুমে পড়ে গিয়ে মাথায় গুরুতর আঘাত পান লুলা। মস্তিষ্কে রক্তক্ষরণ হওয়ায় পরে তার অস্ত্রোপচারও করতে হয়। 

সুস্থ হওয়ার পর পুনরায় সক্রিয় কুটনৈতিক তৎপরতায় অংশ নেন তিনি। চীন, রাশিয়া, ভিয়েতনাম ও জাপানে সফর করেন ব্রাজিলের এই প্রেসিডেন্ট।

প্রেসিডেন্ট কার্যালয়ের নাম প্রকাশে অনিচ্ছুক সূত্র এএফপিকে জানিয়েছে, সর্বশেষ সমস্যার কারণে প্রেসিডেন্ট ‘তাঁর নির্ধারিত সূচির একটি অংশ বাতিল করেছেন’।

লুলার স্বাস্থ্য নিয়ে উদ্বেগ বাড়তে থাকায় আগামী বছরের নির্বাচনে তাঁর প্রার্থী হওয়ার সম্ভাবনা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

তিনি ২০০৩ থেকে ২০১০ সাল পর্যন্ত টানা দু’বার ব্রাজিলের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
আজ বিশ্ব মান দিবস
গণভোট ও জাতীয় নির্বাচন একসঙ্গে হলেই দেশের মঙ্গল : মীর সরফত আলী
শরীয়তপুরে নির্যাতিত শিশুর পাশে তারেক রহমান
সিআইডি এখন দক্ষ ও প্রযুক্তি নির্ভর আধুনিক তদন্ত সংস্থা : ছিবগাত উল্লাহ
রূপগঞ্জে মোবাইল কোর্টের মাধ্যমে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন 
প্রধান উপদেষ্টার সঙ্গে এফএও’র মহাপরিচালকের সাক্ষাৎ
প্রকল্প ব্যবস্থাপনা উন্নয়ন কার্যক্রমের সফল বাস্তবায়নের অন্যতম ভিত্তি : তথ্য সচিব
পাঁচটি ব্যাংক একীভূত হওয়ায় বিনিয়োগকারীরা ক্ষতিগ্রস্ত হবে না   
পেকুয়ায় নৌবাহিনীর উদ্যোগে বিনামূল্যে ডেন্টাল ও মেডিক্যাল ক্যাম্পেইন
চাঁদপুরে অবৈধ জাল ও বোটসহ ১১ জেলে আটক
১০