ওমানে ইরানের প্রেসিডেন্ট, পারমাণবিক আলোচনা ঘিরে আশাবাদ

বাসস
প্রকাশ: ২৭ মে ২০২৫, ২২:০৩

ঢাকা, ২৭ মে, ২০২৫ (বাসস) : ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান মঙ্গলবার দুই দিনের এক রাষ্ট্রীয় সফরে ওমানে পৌঁছেছেন। এই সফর এমন এক সময়ে হলো, যখন তেহরান ও ওয়াশিংটনের মধ্যে চলমান পারমাণবিক আলোচনা মধ্যস্থতা করছে ওমান।

মাসকাট থেকে এএফপি জানায়, তেহরান ছাড়ার আগে এক টেলিভিশন ভাষণে পেজেশকিয়ান বলেন, ‘আমরা আশা করি এই সফরের মাধ্যমে শান্তি ও স্থিতিশীলতা প্রচারে একটি অভিন্ন দৃষ্টিভঙ্গি ও কণ্ঠস্বর প্রতিষ্ঠা করতে পারব।’

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রোববার সদ্যসমাপ্ত আলোচনাকে ‘খুব, খুবই ইতিবাচক’ বলে উল্লেখ করেন। তিনি বলেন, ‘আমার মনে হয়, ইরান ইস্যুতে আমরা কিছু ভালো খবর পেতে যাচ্ছি। হয়তো আগামী দুই দিনের মধ্যেই।’

যুক্তরাষ্ট্রের উদ্দেশ্য হলো, ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরি থেকে বিরত রাখা। অন্যদিকে, তেহরান বলছে, তারা এমন কোনো অস্ত্র তৈরি করতে চায় না, তারা কেবল কঠোর নিষেধাজ্ঞা থেকে মুক্তি চায়।

ওমানের মধ্যস্থতায় এপ্রিল থেকে এখন পর্যন্ত তেহরান ও ওয়াশিংটনের মধ্যে পাঁচ দফা আলোচনা হয়েছে। শুক্রবার রোমে সর্বশেষ বৈঠক কোনো দৃশ্যমান অগ্রগতি ছাড়াই শেষ হয়, তবে ট্রাম্প তা ইতিবাচকভাবে গ্রহণ করেন।

এদিকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকায়ি সোমবার নিশ্চিত করেন, প্রেসিডেন্টের ওমান সফরে পারমাণবিক আলোচনার বিষয়টি অন্তর্ভুক্ত রয়েছে।

পেজেশকিয়ানের সফরের আগেই সোমবার ওমানে পৌঁছান ইরানের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর মোহাম্মদরেজা ফারজিন। ইরানি সংবাদমাধ্যম জানায়, তিনি ‘মুদ্রানীতি ও ব্যাংকিং সহযোগিতা’ এবং দ্বিপক্ষীয় বাণিজ্য নিয়ে আলোচনা করছেন।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের কূটনৈতিক সম্পর্ক না থাকলেও পারমাণবিক চুক্তি বিষয়ে পরোক্ষ সংলাপ দীর্ঘদিন ধরে চলে আসছে। ২০১৫ সালের ঐতিহাসিক চুক্তি থেকে ট্রাম্প ২০১৮ সালে সরে দাঁড়ানোর পর এটাই দেশ দুটির মধ্যে সবচেয়ে উচ্চপর্যায়ের যোগাযোগ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ঝিনাইদহে ৩৮ বছরের শিক্ষকতা শেষে শ্রদ্ধা-ভালবাসায় প্রধান শিক্ষকের বিদায়
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম হাসপাতালে
ডাকসু প্রার্থী তালিকা প্রকাশ: বৈধ প্রার্থী ৪৬২ জন
যৌথ বাহিনী এক সপ্তাহের অভিযানে সারাদেশে আটক ৫৬
রাজধানীতে ডিএমপির বিশেষ অভিযানে ৬৫ জন গ্রেফতার
চট্টগ্রামে ট্রাকের নিচে চাপা পড়ে বৃদ্ধের মৃত্যু
সেতু কর্তৃপক্ষের কর্মকর্তা-কর্মচারীদের ফ্ল্যাট বরাদ্দ বাতিল: ফাওজুল কবির খান
এয়ার টিকিটের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি রোধে বিমান পরিবহন মন্ত্রণালয়ের চার নির্দেশনা    
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের দপ্তর-সংস্থার গতিশীলতা দরকার : বিজ্ঞান ও প্রযুক্তি সচিব
সিলেটে অবৈধ বালু ও পাথর উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ৩ জনের কারাদণ্ড
১০