কর্মী ছাঁটাইয়ের জেরে পানামায় 'জরুরি অবস্থা' জারি

বাসস
প্রকাশ: ২৮ মে ২০২৫, ১০:৪৮

ঢাকা, ২৮ মে, ২০২৫ (বাসস) : পানামায় টানা ধর্মঘটের কারণে উৎপাদন পুরোপুরি বন্ধ হয়ে যাওয়ায় সম্প্রতি প্রায় ৫ হাজার শ্রমিক ছাঁটাইয়ের ঘোষণা দেয় কলা রপ্তানিকারক মার্কিন জায়ান্ট চিকিটা ব্র্যান্ডস। এর জেরে মঙ্গলবার বোকাস দেল টোরো প্রদেশে জরুরি অবস্থা ঘোষণা করেছে দেশটির সরকার।

পানামা সিটি থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

এক মাস আগে কংগ্রেস কর্তৃক অনুমোদিত পেনশন সংস্কারের প্রতিবাদে প্রদেশটির শ্রমিকরা ধর্মঘট শুরু করে। তারা সড়ক অবরোধ করেন এবং বিদ্যালয়ের পাঠদান বন্ধ করে দেন।

একই দাবিতে এক মাস ধরে ধর্মঘট পালন করছেন নির্মাণ শ্রমিকরাও।

‘জরুরি অবস্থা’ ঘোষণার ফলে সরকার প্রশাসনিক জটিলতা এড়িয়ে দ্রুত অর্থনৈতিক বা সামাজিক সংকট মোকাবেলায় সক্ষম হয়েছে। পর্যটন ও কলা উৎপাদনের ওপর নির্ভরশীল বোকাস দেল তোরো অঞ্চলে এই সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে।

চিকিটা শুরুতে ৭ হাজারের বেশি কর্মীকে নিয়োগ দিয়েছিল। গত সপ্তাহে তাদের মধ্যে প্রায় ৫ হাজার কর্মীকে ‘অনায্যভাবে কাজে অনুপস্থিত থাকার’ অভিযোগে বরখাস্ত করে প্রতিষ্ঠানটি।

কোম্পানির দাবি, চলমান ধর্মঘটের কারণে তাদের ৭ কোটি ৫০ লাখ মার্কিন ডলারের লোকসান হয়েছে এবং কলা উৎপাদনেও অপূরণীয় ক্ষতি হয়েছে। 

দেশটির ডানপন্থী প্রেসিডেন্ট হোসে রাউল মুলিনো শুক্রবার সতর্ক করে বলেছেন, ধর্মঘট অব্যাহত থাকলে আরো অনেককে চাকরি হারাতে হতে পারে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ঝিনাইদহে ৩৮ বছরের শিক্ষকতা শেষে শ্রদ্ধা-ভালবাসায় প্রধান শিক্ষকের বিদায়
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম হাসপাতালে
ডাকসু প্রার্থী তালিকা প্রকাশ: বৈধ প্রার্থী ৪৬২ জন
যৌথ বাহিনী এক সপ্তাহের অভিযানে সারাদেশে আটক ৫৬
রাজধানীতে ডিএমপির বিশেষ অভিযানে ৬৫ জন গ্রেফতার
চট্টগ্রামে ট্রাকের নিচে চাপা পড়ে বৃদ্ধের মৃত্যু
সেতু কর্তৃপক্ষের কর্মকর্তা-কর্মচারীদের ফ্ল্যাট বরাদ্দ বাতিল: ফাওজুল কবির খান
এয়ার টিকিটের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি রোধে বিমান পরিবহন মন্ত্রণালয়ের চার নির্দেশনা    
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের দপ্তর-সংস্থার গতিশীলতা দরকার : বিজ্ঞান ও প্রযুক্তি সচিব
সিলেটে অবৈধ বালু ও পাথর উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ৩ জনের কারাদণ্ড
১০