উত্তর গাজায় ইসরাইলি হামলায় নিহত ৮

বাসস
প্রকাশ: ২৮ মে ২০২৫, ১১:০৮

ঢাকা, ২৮ মে, ২০২৫ (বাসস): উত্তর গাজায় ইসরাইলি বিমান হামলায় অন্তত আটজন নিহত হয়েছে। স্থানীয় সময় বুধবার ভোররাতে এ হামলা করা হয়।

উদ্ধারকর্মীদের বরাত দিয়ে গাজা থেকে এএফপি জানায়, শহরটির উত্তরের আল-সাফতাউই এলাকায় এক সাংবাদিকের বাড়ি লক্ষ্য করে বিমান হামলা চালায় ইসরাইল। আনুমানিক রাত ২টার দিকে ঐ হামলায় আটজন নিহত হয়। তাদের মরদেহ উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে।

গাজার বেসামরিক প্রতিরক্ষা সংস্থার মুখপাত্র মাহমুদ বাসাল জানান, ‘ইসরায়েলি বিমান হামলায় ৮টি মরদেহ উদ্ধার করা হয়েছে।’

চলতি মাসে গাজায় অভিযান জোরদার করেছে ইসরাইল। লক্ষ্য ‘হামাসের চূড়ান্ত পরাজয়’। ২০২৩ সালের অক্টোবরে হামাসের হামলার জেরে এই যুদ্ধ শুরু হয়, যা এখন ১৮ মাস পার করেছে।

সরকারি তথ্যের ভিত্তিতে এএফপি জানায়, সেই হামলায় ১ হাজার ২১৮ জন ইসরাইলি নাগরিক নিহত হন। 

তাদের বেশিরভাগই ছিলেন বেসামরিক। সেসময় হামাস ২৫১ জনকে জিম্মি করে। এর মধ্যে এখনো গাজায় আছেন ৫৭ জন। তাদের মধ্যে ৩৪ জনকে মৃত ঘোষণা করেছে ইসরাইলি সেনাবাহিনী।

এদিকে, হামাস নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় গত সোমবার জানায়, ১৮ মার্চ ইসরাইল যুদ্ধবিরতি ভঙ্গের পর থেকে এ পর্যন্ত ৩ হাজার ৮২২ জন নিহত হয়েছেন। যুদ্ধ শুরুর পর থেকে মোট প্রাণহানি দাঁড়িয়েছে ৫৩ হাজার ৯৭৭ জনে। এর মধ্যে অধিকাংশই সাধারণ মানুষ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
নোয়াখালী এক্সপ্রেসের হয়ে বিপিএল মাতাবেন চার্লস
ঢাবি উপাচার্যের সঙ্গে আইডিডিইএফের সভাপতির সাক্ষাৎ
সিলেটে কিশোর তপু হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে আটক ৩
অ্যাশেজের দ্বিতীয় টেস্টেও অস্ট্রেলিয়া দলে নেই কামিন্স
খালেদা জিয়ার আরোগ্য কামনায় বগুড়ায় হিন্দু সম্প্রদায়ের বিশেষ প্রার্থনা
আগুনে ক্ষতিগ্রস্ত কড়াইলবাসীর জন্য জরুরি মানবিক সেবাকেন্দ্র চালু আনসার-ভিডিপির
সিলেট-ঢাকা-সিলেট রুটে বিমানের ভাড়া পুনর্নির্ধারণ
রাজধানীতে পুলিশের অভিযানে গ্রেফতার ১৪
রাজশাহী-২ আসনে বিএনপির প্রার্থী মিজানুর রহমান মিনুর প্রচারণা শুরু
পিরোজপুরে তারেক রহমানের ৩১ দফার লিফলেট বিতরণ 
১০