উত্তর গাজায় ইসরাইলি হামলায় নিহত ৮

বাসস
প্রকাশ: ২৮ মে ২০২৫, ১১:০৮

ঢাকা, ২৮ মে, ২০২৫ (বাসস): উত্তর গাজায় ইসরাইলি বিমান হামলায় অন্তত আটজন নিহত হয়েছে। স্থানীয় সময় বুধবার ভোররাতে এ হামলা করা হয়।

উদ্ধারকর্মীদের বরাত দিয়ে গাজা থেকে এএফপি জানায়, শহরটির উত্তরের আল-সাফতাউই এলাকায় এক সাংবাদিকের বাড়ি লক্ষ্য করে বিমান হামলা চালায় ইসরাইল। আনুমানিক রাত ২টার দিকে ঐ হামলায় আটজন নিহত হয়। তাদের মরদেহ উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে।

গাজার বেসামরিক প্রতিরক্ষা সংস্থার মুখপাত্র মাহমুদ বাসাল জানান, ‘ইসরায়েলি বিমান হামলায় ৮টি মরদেহ উদ্ধার করা হয়েছে।’

চলতি মাসে গাজায় অভিযান জোরদার করেছে ইসরাইল। লক্ষ্য ‘হামাসের চূড়ান্ত পরাজয়’। ২০২৩ সালের অক্টোবরে হামাসের হামলার জেরে এই যুদ্ধ শুরু হয়, যা এখন ১৮ মাস পার করেছে।

সরকারি তথ্যের ভিত্তিতে এএফপি জানায়, সেই হামলায় ১ হাজার ২১৮ জন ইসরাইলি নাগরিক নিহত হন। 

তাদের বেশিরভাগই ছিলেন বেসামরিক। সেসময় হামাস ২৫১ জনকে জিম্মি করে। এর মধ্যে এখনো গাজায় আছেন ৫৭ জন। তাদের মধ্যে ৩৪ জনকে মৃত ঘোষণা করেছে ইসরাইলি সেনাবাহিনী।

এদিকে, হামাস নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় গত সোমবার জানায়, ১৮ মার্চ ইসরাইল যুদ্ধবিরতি ভঙ্গের পর থেকে এ পর্যন্ত ৩ হাজার ৮২২ জন নিহত হয়েছেন। যুদ্ধ শুরুর পর থেকে মোট প্রাণহানি দাঁড়িয়েছে ৫৩ হাজার ৯৭৭ জনে। এর মধ্যে অধিকাংশই সাধারণ মানুষ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
আজ বিশ্ব মান দিবস
গণভোট ও জাতীয় নির্বাচন একসঙ্গে হলেই দেশের মঙ্গল : মীর সরফত আলী
শরীয়তপুরে নির্যাতিত শিশুর পাশে তারেক রহমান
সিআইডি এখন দক্ষ ও প্রযুক্তি নির্ভর আধুনিক তদন্ত সংস্থা : ছিবগাত উল্লাহ
রূপগঞ্জে মোবাইল কোর্টের মাধ্যমে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন 
প্রধান উপদেষ্টার সঙ্গে এফএও’র মহাপরিচালকের সাক্ষাৎ
প্রকল্প ব্যবস্থাপনা উন্নয়ন কার্যক্রমের সফল বাস্তবায়নের অন্যতম ভিত্তি : তথ্য সচিব
পাঁচটি ব্যাংক একীভূত হওয়ায় বিনিয়োগকারীরা ক্ষতিগ্রস্ত হবে না   
পেকুয়ায় নৌবাহিনীর উদ্যোগে বিনামূল্যে ডেন্টাল ও মেডিক্যাল ক্যাম্পেইন
চাঁদপুরে অবৈধ জাল ও বোটসহ ১১ জেলে আটক
১০