ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ার বিমান চলাচল ব্যাহত : মস্কো

বাসস
প্রকাশ: ২৮ মে ২০২৫, ১২:৩৮

ঢাকা, ২৮ মে, ২০২৫ (বাসস) : রাশিয়ার সরকার জানিয়েছে, দেশটি মঙ্গলবার গভীর রাতে এবং বুধবার ভোরে ইউক্রেনের একটি বড় ধরনের ড্রোন হামলার বিরুদ্ধে লড়াই করেছে। ইউক্রেনের ড্রোন হামলার ফলে কমপক্ষে দুটি বিমানবন্দর ফ্লাইট চলাচল স্থগিত করতে বাধ্য হয়েছে।

মস্কো থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

প্রতিরক্ষা মন্ত্রণালয় এক টেলিগ্রাম পোস্টে জানিয়েছে, মধ্যরাত পর্যন্ত তিন ঘন্টার মধ্যে ছয়টি ভিন্ন অঞ্চলে ১১২টি ইউক্রেনীয় ড্রোন ধ্বংস করা হয়েছে।

মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন টেলিগ্রামে বলেন, রাশিয়ার রাজধানীর দিকে আসা ১২টি ড্রোন গুলি করে ভূপাতিত করা হয়েছে। 

প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, প্রায় ৫৯টি দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় ব্রায়ানস্ক অঞ্চলকে লক্ষ্য করে চালানো হয়েছিল। বাকিগুলো কুরস্ক, বেলগোরোড, তুলা, ওরিওল এবং কালুগা অঞ্চলে গুলি চালানো হয়েছে।

গত ২০২২ সালে মস্কো সামরিক অভিযান শুরু করার পর থেকে ইউক্রেন তিন দিনের মধ্যে সবচেয়ে তীব্র রুশ ড্রোন হামলার মুখোমুখি হয়েছে বলে জানানোর পর এই হামলা ঘটলো। 

রাশিয়ান সেনাবাহিনী বেশিরভাগ দিনই ইউক্রেনীয় ড্রোন হামলার ঘোষণা দেয়, কিন্তু এত অল্প সময়ের মধ্যে খুব কমই এই তীব্রতার ঘটনা ঘটে। 

সীমান্ত থেকে কয়েকশ কিলোমিটার দূরে অবস্থিত মস্কো প্রায়শই এত বড় হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হয় না। 

তবে সাম্প্রতিক সপ্তাহগুলোতে কর্তৃপক্ষ ক্রমবর্ধমানভাবে মস্কো বিমানবন্দর থেকে ফ্লাইটগুলো সরিয়ে নিতে বাধ্য হয়েছে ইউক্রেনের ড্রোন হামলায় আমঙ্কায় । 

ফেডারেল এভিয়েশন ট্রান্সপোর্ট এজেন্সি জানিয়েছে, মস্কোর ভনুকোভো এবং ঝুকভস্কি বিমানবন্দরে বিধিনিষেধ আরোপ করা হয়েছে। 

ইউক্রেন জানিয়েছে, রাশিয়া সোমবার পর্যন্ত তিন দিনে ৯শ’ টিরও বেশি ড্রোন হামলা চালিয়েছে। 

গত রোববার হামলায় তিন শিশু সহ ১৩ জন বেসামরিক লোক নিহত হয়েছে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ঝিনাইদহে ৩৮ বছরের শিক্ষকতা শেষে শ্রদ্ধা-ভালবাসায় প্রধান শিক্ষকের বিদায়
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম হাসপাতালে
ডাকসু প্রার্থী তালিকা প্রকাশ: বৈধ প্রার্থী ৪৬২ জন
যৌথ বাহিনী এক সপ্তাহের অভিযানে সারাদেশে আটক ৫৬
রাজধানীতে ডিএমপির বিশেষ অভিযানে ৬৫ জন গ্রেফতার
চট্টগ্রামে ট্রাকের নিচে চাপা পড়ে বৃদ্ধের মৃত্যু
সেতু কর্তৃপক্ষের কর্মকর্তা-কর্মচারীদের ফ্ল্যাট বরাদ্দ বাতিল: ফাওজুল কবির খান
এয়ার টিকিটের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি রোধে বিমান পরিবহন মন্ত্রণালয়ের চার নির্দেশনা    
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের দপ্তর-সংস্থার গতিশীলতা দরকার : বিজ্ঞান ও প্রযুক্তি সচিব
সিলেটে অবৈধ বালু ও পাথর উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ৩ জনের কারাদণ্ড
১০