মেক্সিকোতে পরিত্যক্ত বাড়ি থেকে ১৭ মৃতদেহ উদ্ধার

বাসস
প্রকাশ: ২৮ মে ২০২৫, ১৫:০০

ঢাকা, ২৮ মে, ২০২৫ (বাসস) : অপরাধমূলক সহিংসতায় জর্জরিত মেক্সিকোর মধ্যাঞ্চলের একটি পরিত্যক্ত বাড়ি থেকে নিখোঁজ ব্যক্তিদের অনুসন্ধানকারী দল ১৭টি মৃতদেহ উদ্ধার করেছে। দেশটির স্থানীয় রাজ্য প্রসিকিউটরের দপ্তর এ তথ্য জানিয়েছে।

মেক্সিকো সিটি থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

সোমবার রাতে প্রকাশিত এক বিবৃতি অনুসারে জানা গেছে, গুয়ানাজুয়াতো রাজ্যের ইরাপুয়াতোতে গত সপ্তাহে মৃতদেহগুলো শনাক্ত করতে ভূমি-ভেদকারী রাডার এবং মৃতদেহ শনাক্তকারী কুকুর ব্যবহার করা হয়।

ওই বাড়িতে ছুরি, চাপাতি, কুঠার এবং বেলচাও পাওয়া গেছে।

প্রসিকিউটরের দপ্তর জানিয়েছে, নিহতদের মধ্যে চার পুরুষ এবং একজন নারীসহ পাঁচজন নিখোঁজ হিসেবে চিহ্নিত ছিলেন।

গুয়ানাজুয়াতো রাজ্যের এক কর্মকর্তা জর্জ জিমেনেজ সাংবাদিকদের বলেন, ‘তাদের পরিবারকে বিষয়টি অবহিত করা হচ্ছে।’

গুয়ানাজুয়াতো একটি গুরুত্বপূর্ণ শিল্পকেন্দ্র এবং জনপ্রিয় পর্যটন গন্তব্য হলেও সরকারি হত্যাকাণ্ড পরিসংখ্যান অনুযায়ী এটি মেক্সিকোর সবচেয়ে সহিংস রাজ্য। যেখানে সন্ত্রাসী গোষ্ঠীগুলোর প্রভাব বিস্তার নিয়ে সংঘর্ষ লেগেই থাকে।

মেক্সিকোতে ২০০৬ সাল থেকে এখন পর্যন্ত অপরাধমূলক সহিংসতায় প্রায় চার লাখ ৮০ হাজার মানুষ নিহত হয়েছেন এবং ১ লাখ ২০ হাজারের বেশি মানুষ নিখোঁজ রয়েছেন। যার বেশিরভাগই মাদক চোরাচালানের সঙ্গে জড়িত।

গুয়ানাজুয়াতোতে সংঘটিত বেশিরভাগ সহিংসতা সান্তা রোজা ডি লিমা গ্যাং এবং ল্যাটিন আমেরিকার দেশটির অন্যতম শক্তিশালী জালিস্কো নিউ জেনারেশন কার্টেলের মধ্যে সংঘাতের সাথে সম্পর্কিত।

সরকারি পরিসংখ্যান অনুযায়ী, গত বছর গুয়ানাজুয়াতোতে ৩ হাজারের বেশি হত্যাকাণ্ড রেকর্ড করা হয়েছে, যা মেক্সিকোর যেকোনো রাজ্যের চেয়ে বেশি। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
নোয়াখালী এক্সপ্রেসের হয়ে বিপিএল মাতাবেন চার্লস
ঢাবি উপাচার্যের সঙ্গে আইডিডিইএফের সভাপতির সাক্ষাৎ
সিলেটে কিশোর তপু হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে আটক ৩
অ্যাশেজের দ্বিতীয় টেস্টেও অস্ট্রেলিয়া দলে নেই কামিন্স
খালেদা জিয়ার আরোগ্য কামনায় বগুড়ায় হিন্দু সম্প্রদায়ের বিশেষ প্রার্থনা
আগুনে ক্ষতিগ্রস্ত কড়াইলবাসীর জন্য জরুরি মানবিক সেবাকেন্দ্র চালু আনসার-ভিডিপির
সিলেট-ঢাকা-সিলেট রুটে বিমানের ভাড়া পুনর্নির্ধারণ
রাজধানীতে পুলিশের অভিযানে গ্রেফতার ১৪
রাজশাহী-২ আসনে বিএনপির প্রার্থী মিজানুর রহমান মিনুর প্রচারণা শুরু
পিরোজপুরে তারেক রহমানের ৩১ দফার লিফলেট বিতরণ 
১০