সিরিয়াকে ‘নতুন করে গড়ার প্রচেষ্টা মাত্র শুরু’: প্রেসিডেন্ট শারা 

বাসস
প্রকাশ: ২৮ মে ২০২৫, ১৫:০৬

ঢাকা, ২৮ মে, ২০২৫ (বাসস) : সিরিয়ার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট আহমেদ আল-শারা বলেছেন, যুদ্ধ পরবর্তী দেশ পুনর্গঠনের কাজ ‘এখনই শুরু’ হয়েছে। মঙ্গলবার দেওয়া এক ভাষণে তিনি এ কথা বলেন। একইসঙ্গে সিরিয়ার জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন  তিনি।

আলেপ্পো থেকে এএফপি এ খবর জানিয়েছে।

আলেপ্পো শহরে আয়োজিত ‘আলেপ্পো, বিজয়ের চাবিকাঠি’ শীর্ষক অনুষ্ঠানে তিনি এ বক্তব্য রাখেন। শহরটি প্রথম বড় জনবসতি হিসেবে ইসলামপন্থী বিদ্রোহীদের দখলে আসে এবং গত ডিসেম্বরে সেখান থেকেই সাবেক প্রেসিডেন্ট বাশার আল আসাদের পতনের পথ তৈরি হয় ।

শারার ভাষণের আগে আলেপ্পো যুদ্ধে নিহতদের ছবি বড় পর্দায় প্রদর্শন করা হয়। ভাষণের শুরুতে প্রেসিডেন্ট শারা উল্লাসিত জনতার উদ্দেশ্যে বলেন, ‘হে মহান সিরিয়ার জনগণ, নির্মাণের যুদ্ধ সবেমাত্র শুরু হয়েছে। আসুন আমরা সবাই ঐক্যবদ্ধ হই এবং আল্লাহর সাহায্য চাই, ‘যেন জাতির জন্য সম্মানজনক উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলতে পারি।’

সিরিয়ায় ১৪ বছর ধরে চলো গৃহযুদ্ধে ৫ লাখেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। যুদ্ধবিধ্বস্ত দেশ পুনর্গঠন এখন নতুন নেতৃত্বের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ।

সম্প্রতি পশ্চিমা দেশগুলো আসাদ সরকারের ওপর আরোপিত নিষেধাজ্ঞা তুলে নেয়। এতে দেশটির অর্থনৈতিক পুনরুদ্ধারে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে।  

দেশবাসীর উদ্দেশে শারা আরো বলেন, ‘আমরা যেন এই সুযোগকে কাজে লাগাই এবং নিজেদের দায়িত্ব পালন করি।’

তিনি বলেন, ‘আমাদের স্লোগানটি আগের মতোই হোক, ‘আমরা বিশ্রাম নেব না এবং আমরা ততক্ষণ পর্যন্ত বিশ্রাম নেব না যতক্ষণ না আমরা সিরিয়াকে নতুন করে  গড়ে তুলতে পারি এবং বিশ্বের কাছে গর্ব করে বলতে পারি, এই হলো আমাদের দেশ।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়
আজ বিশ্ব মান দিবস
গণভোট ও জাতীয় নির্বাচন একসঙ্গে হলেই দেশের মঙ্গল : মীর সরফত আলী
শরীয়তপুরে নির্যাতিত শিশুর পাশে তারেক রহমান
সিআইডি এখন দক্ষ ও প্রযুক্তি নির্ভর আধুনিক তদন্ত সংস্থা : ছিবগাত উল্লাহ
রূপগঞ্জে মোবাইল কোর্টের মাধ্যমে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন 
প্রধান উপদেষ্টার সঙ্গে এফএও’র মহাপরিচালকের সাক্ষাৎ
প্রকল্প ব্যবস্থাপনা উন্নয়ন কার্যক্রমের সফল বাস্তবায়নের অন্যতম ভিত্তি : তথ্য সচিব
পাঁচটি ব্যাংক একীভূত হওয়ায় বিনিয়োগকারীরা ক্ষতিগ্রস্ত হবে না   
পেকুয়ায় নৌবাহিনীর উদ্যোগে বিনামূল্যে ডেন্টাল ও মেডিক্যাল ক্যাম্পেইন
চাঁদপুরে অবৈধ জাল ও বোটসহ ১১ জেলে আটক
১০