গাজায় ইসরাইলি হামলায় একই পরিবারের ৯ জনসহ নিহত ১৬

বাসস
প্রকাশ: ২৮ মে ২০২৫, ১৬:২৮

ঢাকা, ২৮ মে, ২০২৫ (বাসস) : গাজায় ইসরাইলি বিমান হামলায় বুধবার কমপক্ষে ১৬ জন নিহত হয়েছেন বলে জানিয়েছেন স্থানীয় উদ্ধারকর্মীরা। ইসরাইল চলতি মাসে ফিলিস্তিনি ভূখণ্ডে হামলা আরো জোরদার করেছে।

গাজা সিটি থেকে এএফপি এ খব জানিয়েছে।

গাজার সিভিল ডিফেন্স সংস্থার মুখপাত্র মাহমুদ বাসাল এএফপিকে জানান, ‘বুধবার ভোররাত থেকে শুরু হওয়া বিমান হামলায় গাজা উপত্যকায় ১৬ জন নিহত হয়েছেন।’

গাজার উত্তরের একটি বাড়িতে ইসরাইলি হামলায় নিহত হয়েছেন ফটোসাংবাদিক ওসামা আল-আরবিদের পরিবারের নয় সদস্য। সেসময় আরবিদ আহত হয়েছেন বলেও জানান বাসসাল।

আরবিদ একজন ভিডিওগ্রাফার এবং স্থানীয় একটি চলচ্চিত্র প্রযোজনা প্রতিষ্ঠানের সম্পাদক।

হামলায় গাজা উপত্যকার মধ্যাঞ্চলে আরও ছয় জন নিহত হয়েছেন। তারাও একই পরিবারের সদস্য। সেখানে শিশুসহ কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন বলে জানা গেছে।

দক্ষিণ গাজার খান ইউনুস শহরের কাছে চালানো হামলায় একজন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন বলে জানিয়েছেন বাসাল।

তবে হামলাগুলোর বিষয়ে এএফপি সাংবাদিকের কাছে মন্তব্য করতে রাজী হয়নি ইসরাইলি সেনাবাহিনী। 

২০২৩ সালের অক্টোবর মাসে শুরু হওয়া যুদ্ধে ১৮ মাসের বেশি সময় পার হয়েছে। হামাসকে “সম্পূর্ণ পরাজিত” করার লক্ষ্যে বর্তমানে গাজায় হামলা আরো জোরদার করেছে তেল আবিব।

সরকারি হিসাবের ভিত্তিতে এএফপি জানিয়েছে, ২০২৩ সালের হামাসের হামলায় ১,২১৮ জন নিহত হন, যাদের বেশিরভাগই ছিলেন বেসামরিক নাগরিক। সেসময় ২৫১ জনকে জিম্মি করে নিয়ে যায় হামাস, যাদের মধ্যে  ৫৭ জন এখনো গাজায় অবস্থান করছেন। যদিও ইসরাইলি সেনাবাহিনীর দাবি, তাদের মধ্যে ৩৪ জন ইতোমধ্যে মারা গেছেন।

দু’মাসের যুদ্ধবিরতির পর ইসরায়েল গত ১৮ মার্চ থেকে গাজায় ফের অভিযান শুরু করে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় শনিবার জানায়, নতুন করে হামলা শুরুর পর এ পর্যন্ত কমপক্ষে ৩ হাজার ৭৪৭ জন প্রাণ হারিয়েছেন। আর যুদ্ধ শুরুর পর থেকে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৫৩ হাজার ৯০১ জনে, যাদের অধিকাংশই বেসামরিক নাগরিক।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
নোয়াখালী এক্সপ্রেসের হয়ে বিপিএল মাতাবেন চার্লস
ঢাবি উপাচার্যের সঙ্গে আইডিডিইএফের সভাপতির সাক্ষাৎ
সিলেটে কিশোর তপু হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে আটক ৩
অ্যাশেজের দ্বিতীয় টেস্টেও অস্ট্রেলিয়া দলে নেই কামিন্স
খালেদা জিয়ার আরোগ্য কামনায় বগুড়ায় হিন্দু সম্প্রদায়ের বিশেষ প্রার্থনা
আগুনে ক্ষতিগ্রস্ত কড়াইলবাসীর জন্য জরুরি মানবিক সেবাকেন্দ্র চালু আনসার-ভিডিপির
সিলেট-ঢাকা-সিলেট রুটে বিমানের ভাড়া পুনর্নির্ধারণ
রাজধানীতে পুলিশের অভিযানে গ্রেফতার ১৪
রাজশাহী-২ আসনে বিএনপির প্রার্থী মিজানুর রহমান মিনুর প্রচারণা শুরু
পিরোজপুরে তারেক রহমানের ৩১ দফার লিফলেট বিতরণ 
১০