গাজায় ত্রাণ বিতরণ কেন্দ্রে গুলি চালানোর অভিযোগ অস্বীকার ইসরাইলি সেনাবাহিনীর

বাসস
প্রকাশ: ২৮ মে ২০২৫, ১৭:৫৯

ঢাকা, ২৮ মে, ২০২৫ (বাসস) : গাজার দক্ষিণাঞ্চলীয় রাফাহ শহরে ত্রাণ বিতরণ কেন্দ্রের কাছে গুলিবিদ্ধ হয়ে বহু মানুষ আহত হওয়ার ঘটনায় দায় অস্বীকার করেছে ইসরাইলি সেনাবাহিনী।

জেরুজালেম থেকে এএফপি জানায়, ইসরাইলি সামরিক মুখপাত্র কর্নেল অলিভিয়ে রাফোভিচ বুধবার বলেন, ‘আমরা জাতিসংঘের কাছ থেকে পাওয়া তথ্য যাচাই করছি। এই মুহূর্তে আমাদের কাছে এমন কোনো তথ্য নেই যা বলবে আমাদের সেনারা গুলি চালিয়েছে।’

তিনি আরও বলেন, ‘ঘটনাস্থলে সেনারা শুধু সতর্কতামূলক গুলি ছুড়েছে এবং তা বিতরণ কেন্দ্রের বাইরের এলাকায়। কোনোভাবেই জনতার দিকে গুলি চালানো হয়নি।’

রাফোভিচ আরও অভিযোগ করেন, ‘হামাস মানবিক সহায়তা বাধাগ্রস্ত করতে সবকিছু করছে।’

জাতিসংঘের মানবাধিকার বিষয়ক দপ্তরের ফিলিস্তিনি অঞ্চলের প্রধান অজিত সাংঘাই জানান, মঙ্গলবার রাফাহ শহরে নতুন এক ত্রাণ বিতরণ কেন্দ্রের দিকে হাজার হাজার মানুষ ছুটে গেলে সেখানে বিশৃঙ্খলা সৃষ্টি হয়। এতে অন্তত ৪৭ জন আহত হন।

তিনি বলেন, ‘আহতদের বেশিরভাগ গুলিবিদ্ধ, এবং গুলি এসেছে ইসরাইলি সেনাবাহিনীর দিক থেকে।’

এএফপির ঘটনাস্থলে থাকা সাংবাদিকরা জানান, বিতরণ কেন্দ্রটি পরিচালনা করছিল ‘গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশন’ (জিএইচএফ) যা যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সহায়তায় গঠিত এবং জাতিসংঘকে পাশ কাটিয়ে গাজায় সরাসরি ত্রাণ সরবরাহ করে।

তবে জাতিসংঘ ও আন্তর্জাতিক বিভিন্ন মানবিক সংস্থা আগেই জানিয়ে দিয়েছে, তারা এই ফাউন্ডেশনের সঙ্গে কোনো ধরনের সহযোগিতা করবে না।

সাংঘাই বলেন, ‘আমরা এই ব্যবস্থার ব্যাপারে বহুবার উদ্বেগ জানিয়েছি। গতকালের ঘটনাই প্রমাণ করে এই প্রক্রিয়ার কতটা ঝুঁকিপূর্ণ ও অব্যবস্থাপনায় ভরা।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়
আজ বিশ্ব মান দিবস
গণভোট ও জাতীয় নির্বাচন একসঙ্গে হলেই দেশের মঙ্গল : মীর সরফত আলী
শরীয়তপুরে নির্যাতিত শিশুর পাশে তারেক রহমান
সিআইডি এখন দক্ষ ও প্রযুক্তি নির্ভর আধুনিক তদন্ত সংস্থা : ছিবগাত উল্লাহ
রূপগঞ্জে মোবাইল কোর্টের মাধ্যমে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন 
প্রধান উপদেষ্টার সঙ্গে এফএও’র মহাপরিচালকের সাক্ষাৎ
প্রকল্প ব্যবস্থাপনা উন্নয়ন কার্যক্রমের সফল বাস্তবায়নের অন্যতম ভিত্তি : তথ্য সচিব
পাঁচটি ব্যাংক একীভূত হওয়ায় বিনিয়োগকারীরা ক্ষতিগ্রস্ত হবে না   
পেকুয়ায় নৌবাহিনীর উদ্যোগে বিনামূল্যে ডেন্টাল ও মেডিক্যাল ক্যাম্পেইন
চাঁদপুরে অবৈধ জাল ও বোটসহ ১১ জেলে আটক
১০