কার্বন নির্গমনের কারণে ক্ষতির খরচ দায়ী পক্ষকে বহন করতে হবে : জার্মান আদালত

বাসস
প্রকাশ: ২৮ মে ২০২৫, ১৮:৩৪

ঢাকা, ২৮ মে, ২০২৫ (বাসস) : জার্মানির এক আদালত বুধবার জানিয়েছে, কার্বন নির্গমনের ফলে সৃষ্ট ক্ষতির জন্য দায়ী পক্ষকে দায়বদ্ধ করা যেতে পারে। পেরুর এক কৃষকের জার্মান জ্বালানি কোম্পানি রডব্লিউই'র বিরুদ্ধে মামলার রায়ে একথা বলা হয়।

জার্মানির হ্যাম থেকে এএফপি হ্যামের উচ্চ আঞ্চলিক আদালতের বরাতে জানায়, ‘ক্ষতির সম্ভাবনা থাকলে কার্বন নির্গমনের দূষণকারীকে প্রতিরোধমূলক ব্যবস্থা নিতে বাধ্য করা যেতে পারে বা তাদের নির্গমনের অংশ অনুযায়ী খরচ বহন করতে হতে পারে।' তবে আদালত কৃষকের নির্দিষ্ট দাবিটি বাতিল করেছে।

পেরুর ওই কৃষক আদালতে আবেদন করেন, রডব্লিউই কোম্পানির কার্বন নির্গমন তার দেশের জলবায়ু পরিবর্তনের কারণে ক্ষতির কারণ হয়েছে।

পেরু ও অন্যান্য উন্নয়নশীল দেশগুলো জলবায়ু পরিবর্তনের গুরুতর প্রভাব ভোগ করছে, যদিও তারা মোট কার্বন নির্গমনের তুলনায় খুব কম অংশই দায়ী। এই মামলা ছিল জার্মানির পরিবেশ ও জলবায়ু আইন অনুযায়ী শক্তি প্রতিষ্ঠানগুলোর দায়মুক্তি প্রশ্নবিদ্ধ করার প্রচেষ্টা।

বিগত কয়েক বছর ধরে বিশ্বব্যাপী পরিবেশবিদ ও মানবাধিকার কর্মীরা শক্তি কোম্পানিগুলোর বিরুদ্ধে এ ধরনের আইনি পদক্ষেপে জোর দিয়েছেন, যাতে করে তারা নির্গমন কমাতে বাধ্য হন এবং পরিবেশ ও সমাজে ক্ষতির ক্ষতিপূরণ দিতে হয়।

এই মামলার রায়কে আইনি ইতিহাসে উল্লেখযোগ্য পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে, যা ভবিষ্যতে আন্তর্জাতিক পরিবেশ নীতিমালায় ও শক্তি খাতে বড় পরিবর্তন আনতে পারে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
নোয়াখালী এক্সপ্রেসের হয়ে বিপিএল মাতাবেন চার্লস
ঢাবি উপাচার্যের সঙ্গে আইডিডিইএফের সভাপতির সাক্ষাৎ
সিলেটে কিশোর তপু হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে আটক ৩
অ্যাশেজের দ্বিতীয় টেস্টেও অস্ট্রেলিয়া দলে নেই কামিন্স
খালেদা জিয়ার আরোগ্য কামনায় বগুড়ায় হিন্দু সম্প্রদায়ের বিশেষ প্রার্থনা
আগুনে ক্ষতিগ্রস্ত কড়াইলবাসীর জন্য জরুরি মানবিক সেবাকেন্দ্র চালু আনসার-ভিডিপির
সিলেট-ঢাকা-সিলেট রুটে বিমানের ভাড়া পুনর্নির্ধারণ
রাজধানীতে পুলিশের অভিযানে গ্রেফতার ১৪
রাজশাহী-২ আসনে বিএনপির প্রার্থী মিজানুর রহমান মিনুর প্রচারণা শুরু
পিরোজপুরে তারেক রহমানের ৩১ দফার লিফলেট বিতরণ 
১০