কার্বন নির্গমনের কারণে ক্ষতির খরচ দায়ী পক্ষকে বহন করতে হবে : জার্মান আদালত

বাসস
প্রকাশ: ২৮ মে ২০২৫, ১৮:৩৪

ঢাকা, ২৮ মে, ২০২৫ (বাসস) : জার্মানির এক আদালত বুধবার জানিয়েছে, কার্বন নির্গমনের ফলে সৃষ্ট ক্ষতির জন্য দায়ী পক্ষকে দায়বদ্ধ করা যেতে পারে। পেরুর এক কৃষকের জার্মান জ্বালানি কোম্পানি রডব্লিউই'র বিরুদ্ধে মামলার রায়ে একথা বলা হয়।

জার্মানির হ্যাম থেকে এএফপি হ্যামের উচ্চ আঞ্চলিক আদালতের বরাতে জানায়, ‘ক্ষতির সম্ভাবনা থাকলে কার্বন নির্গমনের দূষণকারীকে প্রতিরোধমূলক ব্যবস্থা নিতে বাধ্য করা যেতে পারে বা তাদের নির্গমনের অংশ অনুযায়ী খরচ বহন করতে হতে পারে।' তবে আদালত কৃষকের নির্দিষ্ট দাবিটি বাতিল করেছে।

পেরুর ওই কৃষক আদালতে আবেদন করেন, রডব্লিউই কোম্পানির কার্বন নির্গমন তার দেশের জলবায়ু পরিবর্তনের কারণে ক্ষতির কারণ হয়েছে।

পেরু ও অন্যান্য উন্নয়নশীল দেশগুলো জলবায়ু পরিবর্তনের গুরুতর প্রভাব ভোগ করছে, যদিও তারা মোট কার্বন নির্গমনের তুলনায় খুব কম অংশই দায়ী। এই মামলা ছিল জার্মানির পরিবেশ ও জলবায়ু আইন অনুযায়ী শক্তি প্রতিষ্ঠানগুলোর দায়মুক্তি প্রশ্নবিদ্ধ করার প্রচেষ্টা।

বিগত কয়েক বছর ধরে বিশ্বব্যাপী পরিবেশবিদ ও মানবাধিকার কর্মীরা শক্তি কোম্পানিগুলোর বিরুদ্ধে এ ধরনের আইনি পদক্ষেপে জোর দিয়েছেন, যাতে করে তারা নির্গমন কমাতে বাধ্য হন এবং পরিবেশ ও সমাজে ক্ষতির ক্ষতিপূরণ দিতে হয়।

এই মামলার রায়কে আইনি ইতিহাসে উল্লেখযোগ্য পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে, যা ভবিষ্যতে আন্তর্জাতিক পরিবেশ নীতিমালায় ও শক্তি খাতে বড় পরিবর্তন আনতে পারে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
আজ বিশ্ব মান দিবস
গণভোট ও জাতীয় নির্বাচন একসঙ্গে হলেই দেশের মঙ্গল : মীর সরফত আলী
শরীয়তপুরে নির্যাতিত শিশুর পাশে তারেক রহমান
সিআইডি এখন দক্ষ ও প্রযুক্তি নির্ভর আধুনিক তদন্ত সংস্থা : ছিবগাত উল্লাহ
রূপগঞ্জে মোবাইল কোর্টের মাধ্যমে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন 
প্রধান উপদেষ্টার সঙ্গে এফএও’র মহাপরিচালকের সাক্ষাৎ
প্রকল্প ব্যবস্থাপনা উন্নয়ন কার্যক্রমের সফল বাস্তবায়নের অন্যতম ভিত্তি : তথ্য সচিব
পাঁচটি ব্যাংক একীভূত হওয়ায় বিনিয়োগকারীরা ক্ষতিগ্রস্ত হবে না   
পেকুয়ায় নৌবাহিনীর উদ্যোগে বিনামূল্যে ডেন্টাল ও মেডিক্যাল ক্যাম্পেইন
চাঁদপুরে অবৈধ জাল ও বোটসহ ১১ জেলে আটক
১০