বিতর্কিত এলএনজি প্ল্যান্টের কার্যক্রম ৪০ বছর বাড়ানোর অনুমোদন দিল অস্ট্রেলিয়া

বাসস
প্রকাশ: ২৮ মে ২০২৫, ২২:১১
ছবি: সংগৃহীত

ঢাকা, ২৮ মে, ২০২৫ (বাসস): অস্ট্রেলিয়া বুধবার একটি প্রধান তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) প্ল্যান্টের কার্যক্রম ৪০ বছর বাড়ানোর অনুমোদন দিয়েছে, যা প্রতিবেশী প্যাসিফিক দ্বীপপুঞ্জগুলোর পরিবেশগত উদ্বেগের মাঝেও গৃহীত হয়েছে।

সিডনি থেকে এএফপি জানায়, উত্তর পশ্চিম শেলফ নামের এই শিল্প কমপ্লেক্সে রয়েছে অফশোর রিগ, সাগরের তলায় পাইপলাইন এবং প্রক্রিয়াকরণ কারখানাসহ এক বিশাল জটিল অবকাঠামো। এটি প্রতি বছর ১০ মিলিয়ন টন তরলায়িত গ্যাস ও পেট্রোলিয়ম উৎপাদন করে।

বিশ্বের অন্যতম বৃহৎ তরলায়িত প্রাকৃতিক গ্যাস উৎপাদক সংস্থা উডসাইড কর্তৃক পরিচালিত এ প্রতিষ্ঠানটি অস্ট্রেলিয়ার অন্যতম বড় দূষকও বটে।

মূলত পাঁচ বছর পর বন্ধ হওয়ার কথা থাকলেও পরিবেশ মন্ত্রী মারে ওয়াট শুক্রবার এটিকে ২০৭০ সাল পর্যন্ত চলার জন্য অনুমোদন দিয়েছেন।

মন্ত্রী জানান, এই মেয়াদ বৃদ্ধির সঙ্গে ‘কঠোর শর্তাবলি’ সংযুক্ত করা হয়েছে যা নির্গমনকে সীমিত করার লক্ষ্যে কাজ করবে।

প্যাসিফিক দ্বীপপুঞ্জের নেতারা ইতোমধ্যে সমুদ্রপৃষ্ঠের বৃদ্ধির ফলে তাদের উপকূল হারানোর শঙ্কায় অস্ট্রেলিয়াকে প্ল্যান্ট বন্ধ করার আহ্বান জানিয়েছিলেন।

তুভালু জলবায়ু পরিবর্তন মন্ত্রী মাইনা তালিয়া বলেন, ‘প্যাসিফিক নেতারা স্পষ্ট করে বলেছেন, জীবাশ্ম জ্বালানির সম্প্রসারণ চলতে থাকলে আমাদের জাতিগুলোর কোনো ভবিষ্যৎ থাকবে না।’

তিনি আরও বলেন, ‘উত্তর পশ্চিম শেলফের মেয়াদ বৃদ্ধির ফলে ২০৭০ পর্যন্ত নির্গমন নিশ্চিত হবে, যা আমাদের অস্তিত্বের জন্য হুমকি এবং প্যাসিফিক-অস্ট্রেলিয়া জলবায়ু অংশীদারিত্বের আত্মার পরিপন্থি।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়
আজ বিশ্ব মান দিবস
গণভোট ও জাতীয় নির্বাচন একসঙ্গে হলেই দেশের মঙ্গল : মীর সরফত আলী
শরীয়তপুরে নির্যাতিত শিশুর পাশে তারেক রহমান
সিআইডি এখন দক্ষ ও প্রযুক্তি নির্ভর আধুনিক তদন্ত সংস্থা : ছিবগাত উল্লাহ
রূপগঞ্জে মোবাইল কোর্টের মাধ্যমে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন 
প্রধান উপদেষ্টার সঙ্গে এফএও’র মহাপরিচালকের সাক্ষাৎ
প্রকল্প ব্যবস্থাপনা উন্নয়ন কার্যক্রমের সফল বাস্তবায়নের অন্যতম ভিত্তি : তথ্য সচিব
পাঁচটি ব্যাংক একীভূত হওয়ায় বিনিয়োগকারীরা ক্ষতিগ্রস্ত হবে না   
পেকুয়ায় নৌবাহিনীর উদ্যোগে বিনামূল্যে ডেন্টাল ও মেডিক্যাল ক্যাম্পেইন
চাঁদপুরে অবৈধ জাল ও বোটসহ ১১ জেলে আটক
১০