বিতর্কিত এলএনজি প্ল্যান্টের কার্যক্রম ৪০ বছর বাড়ানোর অনুমোদন দিল অস্ট্রেলিয়া

বাসস
প্রকাশ: ২৮ মে ২০২৫, ২২:১১
ছবি: সংগৃহীত

ঢাকা, ২৮ মে, ২০২৫ (বাসস): অস্ট্রেলিয়া বুধবার একটি প্রধান তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) প্ল্যান্টের কার্যক্রম ৪০ বছর বাড়ানোর অনুমোদন দিয়েছে, যা প্রতিবেশী প্যাসিফিক দ্বীপপুঞ্জগুলোর পরিবেশগত উদ্বেগের মাঝেও গৃহীত হয়েছে।

সিডনি থেকে এএফপি জানায়, উত্তর পশ্চিম শেলফ নামের এই শিল্প কমপ্লেক্সে রয়েছে অফশোর রিগ, সাগরের তলায় পাইপলাইন এবং প্রক্রিয়াকরণ কারখানাসহ এক বিশাল জটিল অবকাঠামো। এটি প্রতি বছর ১০ মিলিয়ন টন তরলায়িত গ্যাস ও পেট্রোলিয়ম উৎপাদন করে।

বিশ্বের অন্যতম বৃহৎ তরলায়িত প্রাকৃতিক গ্যাস উৎপাদক সংস্থা উডসাইড কর্তৃক পরিচালিত এ প্রতিষ্ঠানটি অস্ট্রেলিয়ার অন্যতম বড় দূষকও বটে।

মূলত পাঁচ বছর পর বন্ধ হওয়ার কথা থাকলেও পরিবেশ মন্ত্রী মারে ওয়াট শুক্রবার এটিকে ২০৭০ সাল পর্যন্ত চলার জন্য অনুমোদন দিয়েছেন।

মন্ত্রী জানান, এই মেয়াদ বৃদ্ধির সঙ্গে ‘কঠোর শর্তাবলি’ সংযুক্ত করা হয়েছে যা নির্গমনকে সীমিত করার লক্ষ্যে কাজ করবে।

প্যাসিফিক দ্বীপপুঞ্জের নেতারা ইতোমধ্যে সমুদ্রপৃষ্ঠের বৃদ্ধির ফলে তাদের উপকূল হারানোর শঙ্কায় অস্ট্রেলিয়াকে প্ল্যান্ট বন্ধ করার আহ্বান জানিয়েছিলেন।

তুভালু জলবায়ু পরিবর্তন মন্ত্রী মাইনা তালিয়া বলেন, ‘প্যাসিফিক নেতারা স্পষ্ট করে বলেছেন, জীবাশ্ম জ্বালানির সম্প্রসারণ চলতে থাকলে আমাদের জাতিগুলোর কোনো ভবিষ্যৎ থাকবে না।’

তিনি আরও বলেন, ‘উত্তর পশ্চিম শেলফের মেয়াদ বৃদ্ধির ফলে ২০৭০ পর্যন্ত নির্গমন নিশ্চিত হবে, যা আমাদের অস্তিত্বের জন্য হুমকি এবং প্যাসিফিক-অস্ট্রেলিয়া জলবায়ু অংশীদারিত্বের আত্মার পরিপন্থি।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়
নোয়াখালী এক্সপ্রেসের হয়ে বিপিএল মাতাবেন চার্লস
ঢাবি উপাচার্যের সঙ্গে আইডিডিইএফের সভাপতির সাক্ষাৎ
সিলেটে কিশোর তপু হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে আটক ৩
অ্যাশেজের দ্বিতীয় টেস্টেও অস্ট্রেলিয়া দলে নেই কামিন্স
খালেদা জিয়ার আরোগ্য কামনায় বগুড়ায় হিন্দু সম্প্রদায়ের বিশেষ প্রার্থনা
আগুনে ক্ষতিগ্রস্ত কড়াইলবাসীর জন্য জরুরি মানবিক সেবাকেন্দ্র চালু আনসার-ভিডিপির
সিলেট-ঢাকা-সিলেট রুটে বিমানের ভাড়া পুনর্নির্ধারণ
রাজধানীতে পুলিশের অভিযানে গ্রেফতার ১৪
রাজশাহী-২ আসনে বিএনপির প্রার্থী মিজানুর রহমান মিনুর প্রচারণা শুরু
পিরোজপুরে তারেক রহমানের ৩১ দফার লিফলেট বিতরণ 
১০