‘ইরানে হামলা না করতে নেতানিয়াহুকে সতর্ক করেছি’ : ট্রাম্প

বাসস
প্রকাশ: ২৯ মে ২০২৫, ০৯:৪২
ছবি : সংগৃহীত

ঢাকা, ২৯ মে, ২০২৫ (বাসস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বুধবার জানিয়েছেন, তিনি ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ইরানে হামলা না করার পরামর্শ দিয়েছেন। পরমাণু চুক্তি নিয়ে আলোচনার প্রেক্ষাপটে এমন পদক্ষেপ ‘অযৌক্তিক’ হবে বলে জানান তিনি।

ওয়াশিংটন থেকে এএফপি জানায়, গত সপ্তাহে নেতানিয়াহুর সঙ্গে ফোনালাপে তিনি কি হামলা থেকে বিরত থাকতে বলেছেন এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘সত্যি কথা বলতে চাই, হ্যাঁ, বলেছি।’

ইসরাইলি প্রধানমন্ত্রীর সঙ্গে ঠিক কী নিয়ে কথা হয়েছে জানতে চাইলে ট্রাম্প বলেন, ‘আমি শুধু বলেছি, আমার মনে হয় না এটা উপযুক্ত সময়। আমরা ওদের (ইরান) সঙ্গে খুব ভালো আলোচনা করছি।’

তিনি আরও বলেন, ‘আমি ওনাকে বলেছি, এখন এটা করা মোটেও সঠিক হবে না, কারণ আমরা একটি সমাধানের খুব কাছাকাছি পৌঁছে গেছি।’

‘আমার মনে হয়, ওরা (ইরান) একটি চুক্তি করতে চায়। আর যদি সেটা সম্ভব হয়, তাহলে অনেক জীবন রক্ষা পাবে।’

গত কয়েক সপ্তাহে ইরান ও যুক্তরাষ্ট্র পরমাণু ইস্যুতে পাঁচ দফা আলোচনা করেছে ২০১৮ সালে ট্রাম্পের প্রথম মেয়াদে যুক্তরাষ্ট্র ২০১৫ সালের পরমাণু চুক্তি থেকে বেরিয়ে যাওয়ার পর এটিই দুই দেশের মধ্যে সর্বোচ্চ পর্যায়ের সংলাপ।

এর আগে বুধবার ইরান জানিয়েছে, যদি যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি চুক্তি হয়, তবে তারা আন্তর্জাতিক পরমাণু পর্যবেক্ষক সংস্থা (আইএইএ)-এর মার্কিন পরিদর্শকদের নিজেদের স্থাপনাগুলোতে প্রবেশের বিষয়টি বিবেচনা করতে পারে।

তবে তেহরানকে দীর্ঘদিনের শত্রু মনে করা ইসরাইল একাধিকবার সামরিক হামলার হুমকি দিয়েছে। মার্কিন সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, চলমান যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা সত্ত্বেও ইসরাইল ইরানি পারমাণবিক স্থাপনায় হামলার প্রস্তুতি নিচ্ছে।

ট্রাম্প যদিও সামরিক হামলার সম্ভাবনা একেবারে উড়িয়ে দেননি, তবে জানিয়েছেন, তিনি আগে একটি চুক্তির জন্য সুযোগ দিতে চান। একই সঙ্গে তিনি বলেছেন, এ ধরনের কোনো হামলা হলে তার নেতৃত্বে থাকবে ইসরাইল, যুক্তরাষ্ট্র নয়।

ইরান দীর্ঘদিন ধরেই পরমাণু অস্ত্র তৈরির অভিযোগ অস্বীকার করে আসছে। দেশটি বরাবরই বলে এসেছে, তাদের পরমাণু কর্মসূচি শান্তিপূর্ণ ও বেসামরিক উদ্দেশ্যে পরিচালিত।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
আজ বিশ্ব মান দিবস
গণভোট ও জাতীয় নির্বাচন একসঙ্গে হলেই দেশের মঙ্গল : মীর সরফত আলী
শরীয়তপুরে নির্যাতিত শিশুর পাশে তারেক রহমান
সিআইডি এখন দক্ষ ও প্রযুক্তি নির্ভর আধুনিক তদন্ত সংস্থা : ছিবগাত উল্লাহ
রূপগঞ্জে মোবাইল কোর্টের মাধ্যমে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন 
প্রধান উপদেষ্টার সঙ্গে এফএও’র মহাপরিচালকের সাক্ষাৎ
প্রকল্প ব্যবস্থাপনা উন্নয়ন কার্যক্রমের সফল বাস্তবায়নের অন্যতম ভিত্তি : তথ্য সচিব
পাঁচটি ব্যাংক একীভূত হওয়ায় বিনিয়োগকারীরা ক্ষতিগ্রস্ত হবে না   
পেকুয়ায় নৌবাহিনীর উদ্যোগে বিনামূল্যে ডেন্টাল ও মেডিক্যাল ক্যাম্পেইন
চাঁদপুরে অবৈধ জাল ও বোটসহ ১১ জেলে আটক
১০