পরমাণু আলোচনায় মধ্যস্থতার জন্য ওমানের প্রশংসা ইরানের

বাসস
প্রকাশ: ২৯ মে ২০২৫, ১০:১৬
ছবি : সংগৃহীত

ঢাকা, ২৯ মে, ২০২৫ (বাসস) : যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু ইস্যুতে ইরানের পরোক্ষ আলোচনায় মধ্যস্থতা করায় ওমানকে ধন্যবাদ জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। ওমান সফরকালে মঙ্গলবার দেশটির সুলতান হাইথাম বিন তারিক আল-সাইদের সঙ্গে এক বৈঠকে ওমানের ‘সক্রিয় ও গঠনমূলক ভূমিকার’ প্রশংসা করেন তিনি। 

ওমানের রাজধানী মাসকাট থেকে সিনহুয়া এই খবর জানায়।

২০১৫ সালে ইরান যুক্তরাষ্ট্র, জার্মানি, ফ্রান্স, রাশিয়া, চীন ও যুক্তরাজ্যের সঙ্গে একটি পরমাণু চুক্তি সই করে। এর ফলে দেশটির ওপর থেকে বেশ কিছু আন্তর্জাতিক নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেয়া হয়।

কিন্তু ২০১৮ সালে ক্ষমতার প্রথম মেয়াদে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একতরফাভাবে ওই চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নেন। ফলে চুক্তিটি কার্যত ভেঙে পড়ে। দ্বিতীয় মেয়াদে ক্ষমতা গ্রহণের পর ট্রাম্প পরমাণু ইস্যুতে ইরানকে নতুন করে আলোচনার প্রস্তাব দেন।

ওমানের মধ্যস্থতায় পরমাণু ইস্যুতে নতুন একটি চুক্তির লক্ষ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পরোক্ষ আলোচনা চলমান রয়েছে। এখন পর্যন্ত পাঁচ দফায় আলোচনা হয়েছে। সর্বশেষ গত শুক্রবার ইতালির রাজধানী রোমে আলোচনা অনুষ্ঠিত হয়। ওই বৈঠকের পর উভয় পক্ষই জানায়, আলোচনায় অনেকটা অগ্রগতি হয়েছে।

ষষ্ঠ ধাপের আলোচনার আগে ওমান সফর করছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। দুইদিনের সফরে গত মঙ্গলবার রাজধানী মাস্কাটে পৌঁছান তিনি। গত বছরের জুলাই মাসে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেয়ার পর কোনো আরব রাষ্ট্রে এটা তার প্রথম রাষ্ট্রীয় সফর।

মাস্কাটের আল আলম প্রাসাদে ইরানি প্রেসিডেন্টকে উষ্ণ অভ্যর্থনা জানান ওমানের সুলতান হাইথাম বিন তারিক। এরপর সন্ধ্যায় সেখানে দুই রাষ্ট্রপ্রধান দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেন।

বৈঠকে মাসুদ পেজেশকিয়ান বলেছেন, তেহরান ইরান-মার্কিন পরোক্ষ আলোচনার প্রক্রিয়ায় ওমানের সক্রিয় ও গঠনমূলক ভূমিকার প্রশংসা করে এবং আশা করে যে, এর ফলে ভালো ফলাফল আসবে।

ইরানের পররাষ্ট্রনীতিতে ওমানের কৌশলগত অবস্থানের ওপর জোর দিয়ে পেজেশকিয়ান বলেছেন, ওমানের ওপর তেহরানের পূর্ণ আস্থা রয়েছে এবং এই আস্থা উভয় পক্ষের ওপর সম্পর্ক জোরদার করার জন্য একটি যৌথ দায়িত্ব অর্পণ করে।

ইরানের প্রেসিডেন্ট বলেছেন, ইরান সকল ক্ষেত্রে ওমানের সাথে সহযোগিতা বৃদ্ধি করতে প্রস্তুত এবং বিশ্বাস করে, দুই দেশের এমন ক্ষমতা রয়েছে যা একে অপরের এবং এই অঞ্চলের অন্যান্য জাতির কল্যাণ ও অগ্রগতির জন্য কাজে লাগানো যেতে পারে।

তার ভাষায়,  ‘আমরা মুসলিমদের মর্যাদা ও মহত্ত্বের জন্য আমাদের সামর্থ্যের মধ্যে যা কিছু আছে তা করতে প্রস্তুত। আমাদের প্রত্যেকের এমন ক্ষমতা রয়েছে যা একে অপরের এবং এই অঞ্চলের অন্যান্য জাতির কল্যাণ ও অগ্রগতির জন্য কাজে লাগানো যেতে পারে। এমন পরিস্থিতিতে কোনো বহিরাগত শক্তি মুসলিম দেশ ও জাতিগুলোকে দমন করতে পারবে না।’

পেজেশকিয়ান আরো বলেছেন, ইরান অর্থনৈতিক, বৈজ্ঞানিক, শিক্ষা ও প্রযুক্তিগত ক্ষেত্রে, বিশেষ করে চিকিৎসা ক্ষেত্রে ওমানের সাথে সহযোগিতা বৃদ্ধি করতে প্রস্তুত।

এদিন ইরানের প্রেসিডেন্ট ও ওমানের সুলতান হাইথাম বিন তারিক আল সাইদের উপস্থিতিতে দুই দেশের উচ্চপদস্থ কর্মকর্তারা ১৮টি চুক্তি সই করেন। চুক্তিগুলো দ্বিপাক্ষিক সহযোগিতা বৃদ্ধি ও আইনি, অর্থনৈতিক, রাজনৈতিক, সাংস্কৃতিক, শিক্ষা, স্বাস্থ্য, প্রতিরক্ষা, মিডিয়া, প্রযুক্তি, জ্বালানি ও খনি খাতসহ বিভিন্ন ক্ষেত্রে সম্পর্ক জোরদারে করা হয়েছে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
আজ বিশ্ব মান দিবস
গণভোট ও জাতীয় নির্বাচন একসঙ্গে হলেই দেশের মঙ্গল : মীর সরফত আলী
শরীয়তপুরে নির্যাতিত শিশুর পাশে তারেক রহমান
সিআইডি এখন দক্ষ ও প্রযুক্তি নির্ভর আধুনিক তদন্ত সংস্থা : ছিবগাত উল্লাহ
রূপগঞ্জে মোবাইল কোর্টের মাধ্যমে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন 
প্রধান উপদেষ্টার সঙ্গে এফএও’র মহাপরিচালকের সাক্ষাৎ
প্রকল্প ব্যবস্থাপনা উন্নয়ন কার্যক্রমের সফল বাস্তবায়নের অন্যতম ভিত্তি : তথ্য সচিব
পাঁচটি ব্যাংক একীভূত হওয়ায় বিনিয়োগকারীরা ক্ষতিগ্রস্ত হবে না   
পেকুয়ায় নৌবাহিনীর উদ্যোগে বিনামূল্যে ডেন্টাল ও মেডিক্যাল ক্যাম্পেইন
চাঁদপুরে অবৈধ জাল ও বোটসহ ১১ জেলে আটক
১০