ডোনাল্ড ট্রাম্পকে তৃতীয় বিশ্বযুদ্ধের হুমকি দিলেন মেদভেদেভ

বাসস
প্রকাশ: ২৯ মে ২০২৫, ১০:২৮ আপডেট: : ২৯ মে ২০২৫, ১২:২৮
ছবি : সংগৃহীত

ঢাকা, ২৯ মে, ২০২৫ (বাসস): ইউক্রেন যুদ্ধ নিয়ে ভ্লাদিমির পুতিনের সমালোচনা করায় সাবেক রুশ প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ‘তৃতীয় বিশ্বযুদ্ধ’-এর হুমকি দিয়েছেন।

ওয়াশিংটন থেকে বার্তা সংস্থা এএফপি এই খবর জানিয়েছে। 

যুক্তরাষ্ট্র মেদভেদেভের এই মন্তব্যকে ‘বেপরোয়া’ বলে আখ্যায়িত করেছে। তবে দুই পরাশক্তির মধ্যে বাগ্যুদ্ধ আরো চড়া হয়ে উঠলেও প্রকাশ্য এই সংঘাতের মধ্যেও কূটনৈতিক যোগাযোগ চলছে বলে ইঙ্গিত মিলেছে।

গতকাল বুধবার মস্কোয় একটি নিরাপত্তা সম্মেলনে মার্কিন দূতাবাসের কর্মকর্তাদের উপস্থিতি ছিল বিরল ঘটনা।

গত সপ্তাহে ট্রাম্প পুতিনকে ‘পাগল’ বলে অভিহিত করলে এই পাল্টাপাল্টি মন্তব্যের সূচনা হয়। এরপর মঙ্গলবার ট্রুথ সোশ্যাল-এ নিজের পোস্টে ট্রাম্প লিখেছেন, ‘ভ্লাদিমির পুতিন বুঝতে পারছেন না, আমি না থাকলে রাশিয়ার জন্য বহু ভয়াবহ ঘটনা ঘটত, আর আমি বলছি, সত্যিই ভয়াবহ। তিনি আগুন নিয়ে খেলছেন।’

মেদভেদেভ ২০০৮ থেকে ২০১২ সাল পর্যন্ত রাশিয়ার প্রেসিডেন্ট ছিলেন এবং বর্তমানে শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা। ট্রাম্পের মন্তব্যের জবাবে তিনি লিখেছেন, ‘আমি কেবল একটি সত্যিকার ভয়াবহ জিনিস জানি-তৃতীয় বিশ্বযুদ্ধ। আশা করি ট্রাম্প এটা বুঝবেন।’

এরপর ট্রাম্পের ইউক্রেন বিষয়ক বিশেষ দূত কিথ কেলগ এই বিতণ্ডায় যুক্ত হয়ে এক্স-এ লিখেছেন, ‘মেদভেদেভের পক্ষ থেকে তৃতীয় বিশ্বযুদ্ধের ভয় দেখানো দুর্ভাগ্যজনক ও বেপরোয়া মন্তব্য এবং এটি একটি পরাশক্তির জন্য অনুচিত। প্রেসিডেন্ট ট্রাম্প এই যুদ্ধ থামাতে ও হত্যাকাণ্ড বন্ধ করতে কাজ করছেন। আমরা রাশিয়ার সেই সমঝোতা স্মারক (টার্ম শিট)-এ অপেক্ষায় আছি, যেটি আপনারা এক সপ্তাহ আগে দেয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। এখনই যুদ্ধবিরতি করুন।’

এদিকে মার্কিন দূতাবাসের দুই কর্মকর্তা-রাজনৈতিক ও অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা এরিক জর্ডান এবং দ্বিতীয় সচিব জেরেমি ভেন্তুসোর মস্কোয় একটি আন্তর্জাতিক নিরাপত্তা সম্মেলনে উপস্থিত ছিলেন।

২০২২ সালে পুতিনের ইউক্রেনে পূর্ণমাত্রার আগ্রাসনের পর এই প্রথম কোনো মার্কিন প্রতিনিধি এমন কোনো ফোরামে যোগ দিয়েছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ডাকসু প্রার্থী তালিকা প্রকাশ: বৈধ প্রার্থী ৪৬২ জন
যৌথ বাহিনী এক সপ্তাহের অভিযানে সারাদেশে আটক ৫৬
রাজধানীতে ডিএমপির বিশেষ অভিযানে ৬৫ জন গ্রেফতার
চট্টগ্রামে ট্রাকের নিচে চাপা পড়ে বৃদ্ধের মৃত্যু
সেতু কর্তৃপক্ষের কর্মকর্তা-কর্মচারীদের ফ্ল্যাট বরাদ্দ বাতিল: ফাওজুল কবির খান
এয়ার টিকিটের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি রোধে বিমান পরিবহন মন্ত্রণালয়ের চার নির্দেশনা    
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের দপ্তর-সংস্থার গতিশীলতা দরকার : বিজ্ঞান ও প্রযুক্তি সচিব
সিলেটে অবৈধ বালু ও পাথর উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ৩ জনের কারাদণ্ড
জিলানীর শরীরে থেকে যাওয়া পিলেট অপসারণ করলেন রফিকুল ইসলাম
ব্রিটেনে আশ্রয় চেয়ে রেকর্ড সংখ্যক আবেদন জমা পড়ছে
১০